নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আতা তাতা তা দা...
যেনো যায় না দূরে আমার মা।
তিনি ছাড়া মোর এত আপন
কেউ নেই এই ভূবনে।
রোজ সকালে বাবা
চোখের আড়ালে
যায় চলে।
ফেরে সেই বিকেলে
সংগে নেয়না যতই আবদার করি!
থাকেন পাশে মা জননী
আমার দু'নয়নের মণি।
আমার অন্নদাতা
আমি থাকি তাঁর কোলে
বেঁচে থাকি তাঁর স্তনে।
এখন আমি দেই হামাগুড়ি
একটু দাঁড়াতে পারি
বাবার কোলে ওঠে
শেষ বিকেলে একটু ঘুরি।
সবুজ মাঠে ঘাসে
রাজপথে দেখি গাড়ী
জানালার পাশে বাবার কোলে ওঠে দেখি পুর্ণিমা চাঁদ ।
আম্ আ তাতা তা দাদা বা...
আমি বলতে পারি
ঘুমের ঘুরে আমি
ওভাবেই গান করি।
আম্ আ তাতা তা দাদা.....
ক'দিন পরেই আমি হাঁটি হাঁটি পা পা..
উৎসর্গ: মো: সালমান ফারসি
২| ১৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মো: সালমান ফারসির জন্য অনেক শুভ কামনা ।
২৪ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:১৭
সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় ধন্যবাদ।জানবেন ।
৩| ১৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৭
করুণাধারা বলেছেন: মাশাল্লাহ! সালমানের হাসিমুখ দেখে মন ভাল হয়ে গেল। সালমান চিরকাল এমনি হাসিমুখ থাকুক দোয়া করি, আর তার মা বাবা যেন এমনি করেই তার মনের সমস্ত কথা বুঝতে পারেন।
২৪ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:১৮
সেলিম আনোয়ার বলেছেন: সালমানের মন শ্রস্টা জানে ।
৪| ১৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো অনুভব করেছেন, ভালো লাগলো কবিতা
২৪ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:১৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।
৫| ১৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:১২
কথাকথিকেথিকথন বলেছেন:
চমৎকার অনুভূতি । সালমানের জন্য অনেক আদর রইলো । ও বাবার কোলে ভাল থাকুক ।
২৪ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:৩০
সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবসময় ।
৬| ১৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:২১
নূর-ই-হাফসা বলেছেন: সালমান বাবা তুমি অনেক ভালো থাকো ।অনেক শুভকামনা রইল
২৪ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:৩০
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৭| ১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০০
জাহিদ অনিক বলেছেন:
আমি এখনও বাবা হয়ে উঠিনি, বিয়েও করিনি। তাই আপনার এই আদুরে কবিতার মাথামুন্ডু বুঝতে পারছি না।
বাপ হওয়ার পরে আবার একবার পড়ে দেখন।
সালমানের জন্য শুভেচ্ছা রইলো।
২৪ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:৩১
সেলিম আনোয়ার বলেছেন: ঠিকাছে সময় করে আরেকবার পরে নিয়েন । বাবা হওয়ার পর।
৮| ১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৩
সাদা মনের মানুষ বলেছেন: চমৎকার! ওদের মনের কথাটা আমাদের এমন ভাবে অবশ্যই জানা উচিৎ
২৪ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:৩২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৯| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:০২
সুমন কর বলেছেন: সালমান ফারসি'র জন্য অনেক অনেক শুভকামনা....
২৪ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:৩২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
১০| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪২
এফ.কে আশিক বলেছেন: চমৎকাল লিখেছেন
সালমান ফারসির জন্য ভালোবাসা শুভ কামনা অন্তহীন।
২৪ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।
১১| ১৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪১
শামছুল ইসলাম বলেছেন: সালমান ফারসির জন্য অনেক অনেক ভালোবাসা ।
বুঝতে পারছি, কবি জীবনের সবচেয়ে মধুর সময় পার করছেন ।
২৪ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।
১২| ১৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১১
নিয়াজ সুমন বলেছেন: মনের ভাব বুঝে পেলেছেন্। দারুন তো।
২৪ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: মনের ভাব এমনই মনে হচ্ছে ।
১৩| ১৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: তারে আমি রাখি মনে
নিশিদিন সর্বক্ষণে
তার নিন্দা নেই না কানে
আমার পিয়ারী সবার সেরা
এই বিশ্বাস আছে প্রাণে
নিন্দুকের গলে জুতার মালা
হৃদয়মালতীর গলে ফুলের মালা।
আমরা পারবো ফুটাতে ফুল
আর হবে না কোন ভুল
সন্দেহ নেই আর তিল পরিমান
আমাদের ভালোবাসা পাহাড় সমান।
১৪| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:১৯
খায়রুল আহসান বলেছেন: সালমান ফারসির জন্য অনেক, অনেক, আদর, ভালোবাসা আর শুভ কামনা!
এত্তটুকু বয়সেই পূর্ণিমার চাঁদ দেখে? বড় হয়ে নিশ্চয়ই আপনার মত কবি হবে।
২৪ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:৪২
সেলিম আনোয়ার বলেছেন: আমি দেখাই। ওতো যা দেখাই তাই দেখে।।অফিস থেকে ফিরে সন্ধার পরে করিডোরে দাড়িয়ে চাঁদ দেখি।
কমেন্টে অশেষ কৃতজ্ঞতা জানবেন ।
©somewhere in net ltd.
১| ১৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: এটা সালমানের মনের কথা।সেটি ভেবে লেখা।