নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
... ... ... ...
... ... ... ...
তুমি জন্মেছিলে নক্ষত্র—নিশীথে
ভালোবাসা জন্মেছিলো তাই
এই জীবন নদীর বাঁকে।
মরুভূমি এ হৃদয় হয়েছিলো মরূদ্যান!
বুভুক্ষু হৃদয়টা মরে পড়েছিলো
মরামাছের চোখের মতো;
অতঃপর করেছিলো—প্রেম আহবান।
প্রিয়ংবদা, মধুর কথায় জাগিয়েদিলে
এ হৃদয়ে জ্বালিয়ে দিলে—ভালোবাসার বাতি
একে একে হলো দূর— সব বাঁধার অমানিশা।
তুমি কাছে আসবে বলে গেলো চলে বেদনার কুহেলিকা;
কাননে ফুটেছে পুষ্পমঞ্জরী—চন্দ্রমল্লিকা ।
বাসন্তীগান ওঠে তাই কোকিলের বাঁকা ঠুঁটে
আমাদের সাধনা যেন তটিনী হয়ে ছুটে।
… … … ...
হৃদয়ে খুব জেগেছিলো সাধ
একদিন তুমিও লিখবে কবিতা
প্রেম-আহবানে …আনমনে।
সুদীর্ঘ প্রতীক্ষার হলো শেষ অবশেষে...
আমরা ধ্রুবতারা ভালোবাসার মধ্যগগণে ,
নিশি-জেগে- থাকা- শশি তা জানে।
৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: একেবারে ঠিক । কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।শুভরাত্রি।
২| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৩
শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর+
( মিয়াভাই,আজ আপনার স্টাইলে মন্তব্য করলাম)
৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১:০৪
সেলিম আনোয়ার বলেছেন: কারণ কি ????
৩| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১:০৭
শাহরিয়ার কবীর বলেছেন: পরে বলবো ....
কেমন আছেন?
৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১:০৯
সেলিম আনোয়ার বলেছেন: ব্যস্ত আছি। ভালো আছি।
বেচে থাকা মানে ভাল থাকা ।
আপনি কেমন আছেন?? এখন বলেন !!!
৪| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১:১০
শাহরিয়ার কবীর বলেছেন: আমি ভাল আছি.... এমনি মজা করছিলাম।
৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১:১৪
সেলিম আনোয়ার বলেছেন: মজা করা ভালো । ভাল থাকুন সবসময় ।
৫| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১:১২
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: কবির কবিতা ভাল লেগেছে।শুভ কামনা রইলো।
৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১:১৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৬| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১:১৭
ওমেরা বলেছেন: এ কবিতা তো আপনি লিখেছ্ন তার কবিতা তো দেখছি না । তবে কবিতা সুন্দর হয়েছে ।
৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১:২০
সেলিম আনোয়ার বলেছেন: সবাই কি আর লিখতে পারে । প্রচেষ্টা বলা যেতে পারে। কবিতা লিখন সোনা দিয়ে মোড়া হৃদয় লাগে।
৭| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৪৮
জাহিদ অনিক বলেছেন:
সুন্দর +
০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৮| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৫৬
মনিরা সুলতানা বলেছেন: সেই প্রিয়ং বদা !!!!
ভালো লাগা লেখায় ভাইয়া ।
০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৫
সেলিম আনোয়ার বলেছেন: মনিরা সুলতানা বলেছেন: সেই প্রিয়ং বদা !!!!
ভালো লাগা লেখায় ভাইয়া
হ্যা সেই প্রিয়ং বদা !!!!আমি আগের ঠিকানায় আছি!
৯| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ২:১৮
নূর-ই-হাফসা বলেছেন: ভালো লাগল
০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
১০| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ২:২৭
জাহিদ অনিক বলেছেন: - আচ্ছা কবি, আপনার কোন কবিতাটা আপনাকে তৃপ্ত করেছিল শেষ ?
০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: আমি সারা জীবনের অতৃপ্ত কবি। আমার কবিতা লেখাও তাই শেষ হয় না ।
১১| ৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:২৫
শামছুল ইসলাম বলেছেন: শেষের দু'লাইন, দারুণ হয়েছে ।
০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:১৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
১২| ৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩১
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে।
১৩| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:২৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাল, খুব ভাল।
শুভেচ্ছা নিন কবি।
১৪| ০১ লা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: বাহঃ
কার স্টাইলে মন্তব্য করা হল?
১৫| ০১ লা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৩
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: শেষ দুটো লাইনে যাবতীয় ভালোলাগা।
১৬| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:১৭
উম্মে সায়মা বলেছেন: সুন্দর শব্দমালার গাঁথুনি....
©somewhere in net ltd.
১| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২৭
ইমরাজ কবির মুন বলেছেন:
হাল-হকিকত সব ঠিকঠাক মিঃ সেলিম?