নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

দিলেম ভাসিয়ে ভালোবাসার তরী

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৫



কলমের কালিতে লিখেছি কত,
এই হৃদয়ের ভিতরে আছে এক ক্ষত ;
সে ক্ষত আর কেহ নয়
আমার প্রিয়তমা;
এঁফুড়-ওঁফুড় করেছে এ হৃদয়
সেই পাষাণ একজনা।

ক্ষত থেকে সেই রক্ত ক্ষরণ
তখন থেকেই শুরু,
যখন তিনি গড়লেন বসত
এই হৃদয়ে ধ্রুব তারার মতো।

দিনে দিনে বেড়েছে প্রেম
এতটুকু কমেনি;
সকল খরস্রোতা নদী পেরোতে
এ হৃদয় একটুও দমেনি।

জীবন চলার পথে কত ফুল
করলো আনাগোনা,
কারো তরে হয়নি ভ্রমর এই হৃদয় খানা।
দিনে দিনে ফাগুনের আগুনে পুড়ে পুড়ে
এ হৃদয়টা হলো খাঁটি সোনা।

হৃদয় দিয়েই সঁপেছি তাঁরে অনুরাগের পুষ্প মঞ্জুরি
তাঁর তরেই দিলেম ভাসিয়ে মোর ভালোবাসার তরী ।

মন্তব্য ৫১ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫২

নূর-ই-হাফসা বলেছেন: কবিতা সুন্দর হয়েছে

২৪ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪১

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।

নিরন্তর শুভকামনা।

আমার কবিতা পরীর মতো সুন্দর হিতে বাধ্য ।

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১২

শাহরিয়ার কবীর বলেছেন: নৌকা যখন ডুবে গেছে আর কি করা !! :) এখন আপনি রোবট সোফিয়ার প্রেমে পড়ে একটা বিশ্বজয় করা কোন গল্প লেখেন ! :) ( মজা করলাম )


কবিতা ভাল হয়েছে++

কেমন আছেন?

২৪ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪০

সেলিম আনোয়ার বলেছেন: আমার মাথার তার ছিড়েনি। সুফিয়ার গুষ্টি কিলাই। ;) ;)

আমি আছি বেশ!!

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

দারুণ... কবিতার মৌল আপনি সবসময়ই ধরে রাখেন!
অনুভূতিগুলো মৌলিক না হলে কবিতা মৌলিক হয় না।

২৪ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: গভীরতর অনুভূতি। মৌলিক তো বটেই ।

সুন্দর কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

গানটু শুনুন ভালো লাগবে।আমার খুব প্রিয় একটি গান

২৪ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: গানটা শুনে জুড়েছে প্রাণ
অনেক কৃতজ্ঞতা
কবিতা লেগেছে ভালো
সে তো সুখের বার্তা।


আপনার জন্য নিরন্তর শুভকামনা ।

৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৯

কথাকথিকেথিকথন বলেছেন:




ভালোবাসার পরশ মাখানো কবিতা। প্রেম শেষ হলেই তো দহন এবংসঠিক উপলব্ধি। জীবন চলে যায় জীবনের নিয়মে...

২৪ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ কথাকথিকেথিকথন।

জীবন চলে যায় জীবনের নিয়মে ।

নিরন্তর শুভকামনা ।

৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৭

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

২৪ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: সুমন কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

ভালো থাকবেন সবসময় এ শুভকামনা থাকলো ।

৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৬

রায়হান আলম অলস বলেছেন: মেধা বিকাশে লোড হচ্‌ছে

২৪ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: #:-S
মাথার উপরে দিয়া..।
ভালো থাকুন আনন্দে থাকুন.।

৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৫

ইমু সাহেব বলেছেন: আহা

২৪ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫১

সেলিম আনোয়ার বলেছেন: :(

৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: :( । মানুষ নিয়ে পারে না রবোট নিয়ে আসছে। B-)

১০| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫২

রাবেয়া রাহীম বলেছেন: ভালবাসার তরীর অপূর্ব দ্যূতি ছড়ানো কবিতা বেশ লেগেছে।

২৪ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫২

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা বেশ লেগেছে জেনে খুব ভালো লাগলো।
নিরন্তর শুভকামনা আপনার জন্য থাকলো ।

১১| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪৫

চাঁদগাজী বলেছেন:


ভালোবাসা প্রতদিনই হৃদয়কে নতুন স্বপ্নে বিভোর করে

২৪ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ভালো লাগা ‌ । শুভ সকাল !!!!

১২| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪২

মলাসইলমুইনা বলেছেন: সেলিম ভাই, আপনার কবিতার ভালোবাসার তরী আমার ভালো লাগার ঘটে এসে নোঙ্গর করেছে | অনেক দিন থাকবে |

২৪ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৩

সেলিম আনোয়ার বলেছেন: তাহারো লেগেছে ভালো
সে যে আমার রাধা
তাহার আমার দুটি হৃদয়
কবিতার মোড়কে বাধা।

আপনার কমেন্টে অনুপ্রাণিত হলাম ।

১৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৫

ওমেরা বলেছেন: ভালবাসার ভারে তরী মনে হয় মাঝ নদীতে ডুবে যাবে ঘাট পর্যন্ত পৌঁছবে না ।

কবিতা সুন্দর হয়েছে ধন্যবাদ ভাইয়া ।

২৪ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৫

সেলিম আনোয়ার বলেছেন: তার মাঝ গাঙের নাব্যতা বেশি
আমার সুদীর্ঘ প্রেম সেখানেই রাখি । :)

১৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কলমের কালিতে লিখেছি কত,
এই হৃদয়ের ভিতরে আছে এক ক্ষত ;
সে ক্ষত আর কেহ নয়
আমার প্রিয়তমা;
করেছে এ হৃদয়
সেই পাষাণ একজনা।
সব প্রিয়তমারা যদি অপ্সরার মত রোবট বিয়া করে, তখন আমাদের হৃদয়তো এঁফুড়-ওঁফুড় হবেই :P

২৪ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১৩

সেলিম আনোয়ার বলেছেন: একদম ঠিক। ও কিন্তু ঠিক এসেছিলো !!

কমেন্টে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা থাকলো ।

১৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৮

ধ্রুবক আলো বলেছেন: কবিতা ভালো হয়েছে +।

২৪ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে অনেক ধন্যবাদ্ নিরন্তর শুভকামনা ।

১৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫০

সামিয়া বলেছেন: অসাধারণ পংক্তিমালায় সাজানো শব্দগুচ্ছ,
বেশ হয়েছে কবি।।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫১

নতুন নকিব বলেছেন:



অনবদ্য সৌন্দর্য্যে ফুটে ওঠা বিমুগ্ধ কথামালা!

২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০০

সেলিম আনোয়ার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুন্দর কমেন্টে ।

নিরন্তর শুভকামনা আপনার তরে ।

১৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

তারেক ফাহিম বলেছেন: ভালোবাসার মানুষজনের কাছাকাছি থাকলে ঝগড়ার চেয়ে ভালোবাসার মাত্রা বৃদ্ধি বেশি পায়।

কবিতার পঙ্কিগুলো ভালো লাগলো।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও ভালোলাগায় অনেক ধন্যবাদ।

ভালো থাকবেন আর মনে রাখবেন সবসময় ।

১৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৯

চাঁদগাজী বলেছেন:


আপনার একটা কবিতা থেকে আরেকটাকে আলাদা ভাবা মুশকিল হয়ে যাচ্ছে!

২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০২

সেলিম আনোয়ার বলেছেন: সবকবিতা একই রকম । একটারেও ছাড়তে মন চায়না । ;)

২০| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৫

সনেট কবি বলেছেন: কবিতা ভাল হয়েছে++

২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ ধন্যবাদ সনেট কবি।
ভাল থাকবেন সবসময় এ শুভকামনা থাকলো । :)


২১| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৮

শাহানাজ সুলতানা অধরা বলেছেন: কলমের কালিতে লিখেছি কত
এই হৃদয়ের ভিতরে আছে এক ক্ষত। ++

২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।

ভালোবাসা অবিরত ।

২২| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: হৃদতা মিশানো শব্দেরা যে কথা বলতে চায় সেতো হৃদয়েরি কথা।
কবিবর কবিতা দারুণ লেগেছে।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন। আপনার জন্য নিরন্তর শুভকামনা রইলো।

২৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৮

জাহিদ অনিক বলেছেন:

ভালোবাসার তরী ভেসেই চলুক;
উজান বেয়ে চলুক

২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৭

সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন।

চলছে চলবে..গন্তব্যে পৌছবেই পৌঁছবে ।

২৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৪

নূর-ই-হাফসা বলেছেন:
আমার কবিতা পরীর মতো সুন্দর হিতে বাধ্য ।
এই প্রতিউত্তর টা মজার ছিল ।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৭

সেলিম আনোয়ার বলেছেন: :)

২৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০০

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ আপনাকে আবারো।

২৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৩

সেলিম আনোয়ার বলেছেন:

২৭| ০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

খায়রুল আহসান বলেছেন: ভাসিয়ে দেয়া আপনার ভালবাসার তরী তার ঠিকানা খুঁজে পাক, ঠিক ঠিক তীরে গিয়ে তরী ভিড়ুক!
কবিতায় ভাল লাগা + +
অনুভূতিগুলো মৌলিক না হলে কবিতা মৌলিক হয় না - মাঈনউদ্দিন মইনুল এর এ কথাতার সাথে সম্পূর্ণ একমত।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: কেমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা। বিলম্বে প্রত্তুত্তরের জন্য দুঃখ প্রকাশ করছি। বিগত কয়েকদিন অনেক ব্যস্ত থাকার দরুন সবার উত্তর দেয়া সম্ভব হয়নি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.