নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

আমি কি লিখি কবিতা তাঁরে লয়ে?

২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৭



সে আমাকে খুন করেছিলো,
হেমলকের বিষে...
অতঃপর স্রষ্টা আমাকে পূণর্জীবন দিলেন;
কেন যে খুনি ভালোবাসাটা অক্ষত রেখেদিলেন!
ফের মরিবার তরে ?
আমার অবদমিত প্রেম
উছোলিয়া ওঠে...পাষাণীর বুকে
যেখানে বাস করে সরিসৃপ
সোনালি স্মৃতির এলবাম,
আর কত দূরে ভালবাসার দ্বীপ....
ঘৃণা করি তারে খুব
ভালোবাসি তারে ঢের বেশি জ্বালিয়ে মঙ্গলদীপ।
আমি কি লিখি কবিতা তাঁরে লয়ে?
শেল সমবিধে তাঁর।
কে লেখায় এতো লেখা?
যে আমারে ঠেলে দিয়েছে দূরে
আমি গরল উগরে দিই
হয়ে যায় কবিতা।
রক্তগোলাপে কাঁটার বসবাস
আমার কবিতা কেবলই তারে কেন করে উপহাস।
সে চলে যায় দূরে
নিরবে নিভৃতে রক্ত শুষে শুষে
মরিগো আমি তামার বিষে...
স্রষ্টা আমাকে পূনর্জীবন দিলেন
আরো বেশি করে তারে ভালোবাসিবার তরে ।

মন্তব্য ৩১ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৪

চাঁদগাজী বলেছেন:


স্রষ্টা আপনাকে নিয়ে খেলছেন, মনে হয়!

২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০২

সেলিম আনোয়ার বলেছেন: নিছক কবিতা চাঁদগাজী।

কবিতারা এমন হয়।

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ বলেছেন কবিবর, কাব্যে অনেক অনেক ভালো লাগা রইল। অসাধারণ কথামালা

২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা লেখা মানা তবু লিখে ফিলিং অকবিতা।

৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

তারেক_মাহমুদ বলেছেন: ভাল হয়েছে আপনার অকবিতা

২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

সেলিম আনোয়ার বলেছেন: অকবিতা বা অবহেলিত কবিতা ভালো হয়েছে যেনে ভালো লাগলো ।

৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: শেষ দু লাইনে মুগ্ধতা :)

ভালবাসার গরল যে এমনই মাদকতাময় ;) ভাল না বেসে উপায় কি?
:)

+++

২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

সেলিম আনোয়ার বলেছেন: একে ভালে ভালোবাসা..পাখির বাসা নহে :)

৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

শাহানাজ সুলতানা অধরা বলেছেন: অসাধারণ কাব্যগাঁথুনী ++++

৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো
...সে যে এক বিষধর সাপীনি ।..বিষাক্ত সাপের মত সুন্দর।

৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

জাহিদ অনিক বলেছেন:

তাঁরে লয়ে লেখা বেশ কঠিন,
আগে তো তাঁকে বুঝতে হবে।

২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

সেলিম আনোয়ার বলেছেন: এটা প্রকৃত কবিতা । :(


কবিতায় নহে আর ক্রন্দনরোল কোনো B-)

৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

সুমন কর বলেছেন: তাই তো !! আর কতো লিখবেন উনাকে নিয়ে কবিতা !!

পড়তে ভালো লাগল।

২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

সেলিম আনোয়ার বলেছেন: আমিও বলি তাই ..কবে পাবো তারছেড়া বালিকার হৃদয়ে ঠাঁই!!!!!!

অশেষ কৃতজ্ঞতা সব সময় পাশে থাকায় ।

৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

নূর-ই-হাফসা বলেছেন: চমৎকার কবিতা । ভালো লেগেছে ।

২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১০| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৩

অর্ক বলেছেন: বেশ ভালো লাগলো কবিতা ভাই। দারুণ!

শুভেচ্ছা।

২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ অর্ক। অর্ক মানে সূর্য । :)

১১| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর+

২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ বড় ভ্রাতা । #:-S

১২| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৯

শামচুল হক বলেছেন: ভালো লাগল কবিতা।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ও ভালো লাগায় ধন্যবাদ।

১৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৭

রাবেয়া রাহীম বলেছেন: রক্ত চুষে যে দূরে যায় থাকুক সে দূরে

রক্ত চোষার জন্য করূনা

কবিতায় ভালো লাগা

৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। হৃদয়ে ভীষণ জ্বালা । :(

১৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৮

টুনটুনি০৪ বলেছেন: দারুণ বলেছেন কবি

৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৩৫

আটলান্টিক বলেছেন: স্রষ্টা আপনাকে পুনরায় হেমলক খাওয়াবেন মনে হয় হা হা হা।
ভালোবাসা থেকে দূরে সরে যাও জীবন সুন্দর হবে
প্লেটো

১৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৬

নাহিদ০৯ বলেছেন: অসাধারন। অসাধারন।

১৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৭

রাজীব নুর বলেছেন: বেশ লিখেছেন।

১৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৫

মলাসইলমুইনা বলেছেন: সেলিম ভাই, কবিতা চমৎকার হয়েছে !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.