নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ফেলে দাও কলমকেনো এতো সংকোচ

২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০০



ফেলে দাও কলম

ফেলে দাও কলম
ফেলো খাতা—
ছিঁড়ে ফেলো—কবিতার পাতা।
তারপর ফেলে দাও
হাতে নিয়ে ছুঁড়ে তা-ফ্লোরে।
তার নেমে যাও
আরামের বিছানা ছেড়ে—
হাঁটবেনা তুমি
চলবে হামাগুড়ি দিয়ে।

এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা
যা পাবে সব—হাতে তুলে নাও;
সেগুলো ছুড়ে ফেলো
এত কিছুর পরও দারুন উৎফুল্ল মনে
এক ভূবন হেসে
তুমি হৃদয় কেড়ে নাও।

এই না হলে বাপ!
তোমার তরে সাতখুন মাফ।



কেনো এতো সংকোচ ?

কেনো এতো সংকোচ?
কেনো এতো জড়তা সখা?
যেনে রেখো প্রগাঢ় বিশ্বাসে —ভালোবাসে হৃদয়
পূর্বাহ্ণে রবির আলো মধ্যাহ্নে প্রখর হয়
অপরাহ্ণে তার শাশ্বত রূপ মধুরতর হয়।
সায়াহ্নে থাকে না রবি,
তবু শশির রুপোলী আলোয় যেনো উদ্ভাসিত সবই।
নিশুতি রাতের আঁধার তার আশ্রয় খুঁজে ফেরে
এমনিভাবে আলো আধারি নিত্য খেলা করে।

যারে দিয়েছো মন খেয়ালি বটের মতন —সুশীতল ছায়া
আছে তবে তার;
লজ্জ্বাবতী লতা কেনগো এত সংশয়!
তবে কি ভালোবাসা তোমার কেবল মিথ্যে অনুনয় !
যে তোমারে বেসেছে ভালো,
ভরসা করিতে পারো তারে
সে পোষাকের মত লজ্জা তোমার করিবে নিবারণ
সতত শোভা তব করিবে বর্ধন ধরাতে যেমতি পুষ্পকানন।

দৃঢ় প্রত্যয়ে ধরে রাখো তারে
রেখোনাকো ব্যবধান;
দৃঢ় বন্ধনে সখি সকল সমাধান।
মানুষে কী বলে তাতে কী আসে যায়?
দুজনার ভালোবাসা অটুট থাকুক— পাহাড়সম দৃঢ়তায় ।





ছবি-নেট।

মন্তব্য ৩৭ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

জাহিদ অনিক বলেছেন:
বিনা সংকোচে কলম ফেলে দিলাম, সাত খুন যখন মাফ!

৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩১

সেলিম আনোয়ার বলেছেন: সুহৃদ ভালো থাকবেন।
সবার কি আর সাত খুন মাফ
আমার এখন কলম ধরা মহপাপ। B-)

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

মলাসইলমুইনা বলেছেন: জাহিদ অনিক, কলম ফেলে দিলে জ্বালাও পোড়াওয়ের কি হবে (দহন)? সেলিম ভাই দুটো কবিতাতেই অনেক ভালো লাগা | পাহাড়সম দৃঢ়তায় দাঁড়ালাম ভালোলাগা নিয়ে | কলম তাই ধরেই রাখলাম | যদি আবার কিছু লিখতে হয় সেই ভালোলাগা জানাতে !

৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: ভালোলাগায় হয়েছি প্রিতো..।
কত পারবো কলম চালাতে জানা নেই তো্ ।

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

অর্ধ চন্দ্র বলেছেন: চমৎকার কবিতা, কলম হাতে বললাম

৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: আপনার চমৎকারে অর্ধচন্দ্র পেলাম ।

৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০১

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,



সব সংকোচ ঝেড়ে
হে কবি ! ফেলোনা কলম
রেখো হাতে ধরে ।

সংক্রামক ভাবে
দিতে সাড়া
কবিরাই যে শুধু পারে।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: বরাবরের মত দারুন কমেন্ট । কমেন্টে ভালো লাগা ।
কবির ক্ষমতা সবচেয়ে বেশি ।

প্রয়োজনে কিছু সাধু রীতি বা শব্দ চলিত রীতিতে চালানোর ক্ষমতা কেবলমাত্র কবিদের আছে।
সাহত্য সম্রাট আসলে কবিরা।সহজ ভাষায় রাজা ।

৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২২

সুমন কর বলেছেন: ভালো লাগা রইলো।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪২

সেলিম আনোয়ার বলেছেন: ১মভালো লাগায় ও কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: ভালো লাগায় ও কমেন্টে ধন্যবাদ।

৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫১

চাঁদগাজী বলেছেন:



কলমে কালিতে জীবিত হোক সাধারণের মানুষ জীবন

৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ চাঁদগাজী।

৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৫

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: দারুণশীতে দারুণ কবিতা।

ফেলে দিলে খাতা
ফেলে দিলে কলম,
সবাইকে বেচতে হবে
চুলকানির মলম!!!

৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪২

সেলিম আনোয়ার বলেছেন: কতবড় সরবনাশ প্রিয়তমা করলো
আমার হতে চুলকানির মলম
ধরায়া দিলো। :(

এ যে মহাপাপ। #:-S

৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২১

সেলিম আনোয়ার বলেছেন: ১ম টি রবি ঠাকুরের হিঙ টিঙ ছটের মত

১০| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৯

Biniamin Piash বলেছেন: অসাধারণ সুন্দর হয়েছে কবিতাদুটি।
মানসম্মত শব্দচয়ন এবং উপস্হাপন ভঙ্গি কবিতাদ্বের মাধুর্য বাড়িয়েছে।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: ২য়টি কয়েক টা শুদ্ধ বানান বিষয়ক।

১১| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: ২য়টি কয়েক টা শুদ্ধ বানান বিষয়ক।

১২| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৭

কথাকথিকেথিকথন বলেছেন:



দু'টোই সহজ ভাষার সুন্দর কবিতা । ভাল লেগেছে ।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:১১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৮

নূর-ই-হাফসা বলেছেন: ২টা কবিতাই ভালো লাগলো

৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:১১

সেলিম আনোয়ার বলেছেন: ২টা কবিতাই ভালো লাগলো জেনে আমারো ভালো লাগলো ।

১৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: ভালো লাগায় ও কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা।

১৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৩

ওমেরা বলেছেন: কলম ফেলে দিলাম কিবোর্ড দিয়ে লিখলাম । কবিতা ভাল লিখেছেন ধন্যবাদ ভাইয়া ।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:১২

সেলিম আনোয়ার বলেছেন: কিবোর্ড লিখতে অমর কবিতা । তারপর বাস্তবে ।

১৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৬

জুন বলেছেন: প্রথম কবিতাটি কি সালমানকে নিয়ে লিখেছেন সেলিম আনোয়ার ?
অনেক ভালোলাগলো সন্তানের প্রতি আপনার স্নেহ দেখে । কবিতাটি মনকে স্পর্শ কওরে গেল। আমার ছেলেটা চলে যাবে আর কয়েক ঘন্টা পর অনেক অনেক বছরের জন্য। বিক্ষিপ্ত মনকে শাসন করার জন্য আপনাদের কাছেই আসলাম । ভালো থাকুক আপনার সালমান আপনাদের বুকের মাঝে ।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:১৬

সেলিম আনোয়ার বলেছেন: আপনার অনুমান সত্য। কীভাবে পারিলেন??

দন্তহীন হাসি তার লাগে অমলিন
সাত খুন মাফতার করি নিশিদিন।
বাদশাহ সালমান আমাদের ঘরে
বাদশাহর মতো নিত্য ঘুরে ফেরে। !:#P

আপনার সন্তান ভালো থাকুক সুখে থাকুক সবসময় । আপনিও ভালো থাকুন অনেক । :)

১৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: জুনাপার ভাবনাটাই মনে ঘুরছিল নামটি ছাড়া :)

কাব্যে ভাললাগা।

আর জুনাপির জন্য দোয়া আল্লাহ যেন মনকে দৃঢ় করেন -সন্তানের বিরহ সইবার শক্তিতে মন যেন শান্ত হয় শীঘ্রই।:)

+++++

৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:১৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ ও ভালো লাগা।

আর জুনাপির জন্য দোয়া আল্লাহ যেন মনকে দৃঢ় করেন -সন্তানের বিরহ সইবার শক্তিতে মন যেন শান্ত হয় শীঘ্রই।

যে যত দূরে থাক এখন নেট মামা আছে..পৃথিবী এখন এক ছাতার নীচে যেন একটি গ্রাম।

জুনাপি নো টেনশন.. প্রশান্ত হোক আপনার মাতৃহৃদয়।

১৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৩

জুন বলেছেন: বিদ্রোহী ভৃগু আপনার জন্য রইলো দোয়া আমার অন্তর থেকে । আমার কষ্টটা অনুধাবন করার জন্য ।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:২০

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার আমরাও অনুধাবন করেছি । আপনার কষ্ট প্রশমন হোক। অশেষ কৃতজ্ঞতা ।

১৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: দুটো কবিতাই ভাল লেগেছে। শেষেরটা বেশি লেগেছে।
+ + +

৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:২২

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার প্রথমটা বেশি ভালো লাগিতে হইবেক। ওটা একজন পিতা তার সন্তানের জন্য লিখেছে ।

২০| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:০৫

সেলিম আনোয়ার বলেছেন:



সকল ব্লগারদের বর্ষপূর্তির অভিনন্দন । !:#P

২১| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৯

আটলান্টিক বলেছেন:
এই না হলে বাপ!
তোমার তরে সাতখুন মাফ।

অসাধারণ ছন্দ।আপনি হলেন জাতকবি যার রক্তে রকে অনুতে অনুতে রয়েছে কাব্য।অসাধারণ হয়েছে অসাধারণ

২২| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৬

বিজন রয় বলেছেন: বিদায় ২০১৭, স্বাগতম ২০১৮,......... নতুনের শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.