নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

এবারো আমিই দিলাম গ্লাডিওলাস

৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৫


আমাকে জানাবে না শুভেচ্ছা!
তবু নতুন বছরের আগমন হবে।

আমাকে দেবে না ফুল!
আমার তরে হবে না আকূল!
তবু থেমে থাকবে না বর্ষপরিক্রমা।

তুমিও লিখবে কবিতা একদিন।
তুমিও দিবে ফুল .
একদিন তুমি ও করবে ভুল...
অথচ কোন অনুশোচনা হবে না।

একদিন তোমার হাতে ফুঁটবে রক্ত গোলাপ,
ঠু্ঁটে পলাশের নেশা।
একদিন তুমিও খুঁজবে নতুন কোন দ্বীপ, নির্জনতা .।

তুমি দেবেনা আজ তবে মায়া!
তবু আসবে নতুন দিন।
নতুন বছর।
দূর হবে অতীত গ্লানি
জাগিবে নতুন সম্ভাবনা —কোলাহলমুখর।

এবারো আমিই দিলাম গ্লাডিওলাস,
পবিত্রতম ভালোবাসা,হৃদয়ের গহীন থেকে।
এবারো আমিই দিলাম আদর।
শীতের কুয়াশা-চাদর।
শুভ নববর্ষ, হে সুন্দরীতমা।
শুভ নববর্ষ অন্তর্তমা...



উৎস্বর্গ: তুমি.

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২২

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: সেলিম আনোয়ার ভাই ,ভাল লেগেছে কবিতা ।
নতুন বছরের শুভেচ্ছা আর কৃতজ্ঞতা রইল।

০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৭

সেলিম আনোয়ার বলেছেন: শুভ সকাল, হ্যাপি নিউ ইয়ার, ২০১৮।

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩২

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো লেগেছে।

নতুন বছরের শুভেচ্ছা রইল,সেলিম ভাই। :)

০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৯

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও। হ্যাপি নিউ ইয়ার ।

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: উইশ ইউ এ হ্যাপি নিউ ইয়ার :)

১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৯

সেলিম আনোয়ার বলেছেন: অসংখ্য ধন্যবাদসুপ্রিয় ব্লগার ।

৪| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫২

তামিম ইবনে আমান বলেছেন: হ্যাপি নিউ ইয়ার ব্রাদার। কেমন আছেন?

১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:২০

সেলিম আনোয়ার বলেছেন: ভালো আছি। আপনি কেমন আছেন তামিম? কি করছেন।

৫| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫৬

রাজীব নুর বলেছেন: কবিতাটা ভালো লাগলো।

১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:২০

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ভালো লাগায় অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৬| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫৯

ওমেরা বলেছেন: এটা ভাল ভাইয়া পাবার আশা না করে দিয়েই যান, দেখবেন এক সময় আপনি ও পাবেন ।
কবিতা খুব সুন্দর হয়েছে ভাইয়া ।

১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৭| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১:২১

ডঃ এম এ আলী বলেছেন: কবিতা হয়েছে দারুন সুন্দর ।
ইংরেজী নব বর্ষে রইল
পউসি আমের মুকুলের শুভেচ্ছা ।

১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৪

সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ। সুপ্রিয় ব্লগার।

৮| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১:৫০

সুমন কর বলেছেন: নতুনের বছরের শুভেচ্ছা..... !:#P

ভালো হয়েছে।

৯| ০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ৮:০৯

কথাকথিকেথিকথন বলেছেন:




শুভ ভোর ২০১৮!

জীবনের সকল আগমন সমৃদ্ধশালী হোক....

১০| ০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৪

আটলান্টিক বলেছেন:

উৎস্বর্গ: তুমি

এখানে "তুমি" বলতে কাকে বোঝাচ্ছেন?পাঠককে?

১১| ০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: কিঞ্চিৎ পরিবর্তন আনা হয়েছে। পহেলা জানুয়ারি ,২০১৮ তে। আফটার অল নববর্ষের কবিতা।.........তুমি তো তুমিই হবে।

১২| ০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: নতুন বছরের প্রথম দিন আনন্দিত করে দিলেন কাব্য কথামালায়। মুগ্ধতা জানবেন কাব্যে


হ্যাপী নিউ ইয়ার
নতুন বছরের শুভেচ্ছা রইল শ্রদ্ধেয় প্রিয়
সুন্দর সুস্থ জীবন বয়ে আনুক অনাবিল সুখসমৃদ্ধি আর আনন্দ,
শুভ হোক প্রতিক্ষণ।
শুভকামনা জানবেন সবসময়।

১৩| ০১ লা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৪

সৈয়দ ইসলাম বলেছেন: বিল্কুল ভালবাসা কবিতা ও কবির প্রতি। শুভ নববর্ষ।

১৪| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুভেচ্ছা রইলো নতুন বছরের ভাইয়া! এবং প্রিয় ফুল দেখে তো মুগ্ধ!

১৫| ০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ৭:৫১

সোহানী বলেছেন: ভালো লাগলো নতুন বছর আগমনে কবিতা। শেষ ছবিটা অসাধারন আর এতোগুলো কালারের গ্লাডিওলাস.... সত্যিই সুন্দর।

হ্যাপি নিউ ইয়ার।

১৬| ০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৯

মলাসইলমুইনা বলেছেন: সেলিম ভাই, অধিক শোকে পাথর হয় কিন্তু অতি মুগ্ধতায় কি তা হয়না ? এই কবিতা পড়ে কি আর অনেক কিছু বলা যায় ? শুধুই ভালোলাগা কবিতায় | হ্যাপি নিউ ইয়ার |

১৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ২:৫১

অর্ধ চন্দ্র বলেছেন: ইংরেজি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.