নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

আগামী ফাল্গুনে

০৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯



সুতীব্র এই শীতে
ভাবছি বসে আজিকে
আনমনে।

করছো কিগো তুমি?
তুমি ছাড়া জীবনটা যে
বদ্ধ জলাভূমি।

তবু কাজের মাঝে
করবো এবার
আত্মনিবেদন।
এই মিনতি মনে
করেছি বপন।

আগামীর সম্ভাবনা
কর্মব্যস্ত ক্ষণে।
কবিতা না হয়
ক্ষণিকের তরে
থাকলো অবসরে।

আবার না হয় লিখবো কবিতা
আগামী ফাল্গুনে।

মন্তব্য ২০ টি রেটিং +৭/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

খায়রুল আহসান বলেছেন: ফাল্গুনে কোন কবি কবিতাবিহীন থাকতে পারেনা।

১২ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: দারুন বলেছেন। ফাল্গুনের কবিতা ফুলের মত সুন্দর ।

২| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০১

সেলিম আনোয়ার বলেছেন: শীতে ও পারে না। সুপ্রিয় ব্লগার।

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১১

ধ্রুবক আলো বলেছেন: তীব্র শীতে জমে গেছে মানব নগরী। কবিতা ভালো লাগলো।

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২২

চাঁদগাজী বলেছেন:


আগামী কবিতা ফাগুনে এলেই ভালো হবে: গাছে ফুল আসবে, কোকিল গান ধরবে, প্রিয়ার মনে রং লাগবে

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

মরুচারী বেদুঈন বলেছেন: আমি কবিতা কম বুঝি তাই পড়ি নি! :(
কিন্তু মন্তব্য করে গেলাম ;)

৬| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

নূর-ই-হাফসা বলেছেন: এই ফাল্গুন এ না কেন ?
কবিতা সুন্দর হয়েছে । ভালো লাগলো ।

৭| ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫১

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো হয়েছে++


সবাই কি শীত নিদ্রায় গেল নাকি সেলিম ভাই। :)

৮| ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৩

রূপক বিধৌত সাধু বলেছেন: সুতীব্র শৈত্যপ্রবাহে কবিতা জমে গেছে মনে হয়! অনেকদিন কিছু লিখতে পারি না!

৯| ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৬

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

১০| ০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৩

আটলান্টিক বলেছেন:
করছো কিগো তুমি?
তুমি ছাড়া জীবনটা যে
বদ্ধ জলাভূমি

কবিতাটা কোন ভাষায় লিখেন সাধু চলিত নাকি গুরুচণ্ডালী :) :) :)

১১| ০৯ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০০

মোস্তফা সোহেল বলেছেন: সব সময় কবিতা লিখতে থাকুন সেলিম ভাই।

১২| ০৯ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: সবসময় চলুক কবিতা।

কবিতা উৎসব ব্লগে, সবখানে।

১৩| ০৯ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবিতা ভাল লেগেছে।

১৪| ০৯ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২২

তারেক ফাহিম বলেছেন: সেলিম ভাই কী ফাগুনের কবি :>

কবিতায় ++

১৫| ০৯ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৭

জাহিদ অনিক বলেছেন:

কবিতায় আগামী ফাল্গুনের ইশতেহার ।
ভালো লেগেছে।
তবে কবিতা থেকে ছুটি নেই, সাময়িক কিছুদিন থাক, তার পর কবিতা আবার চলুক।

১৬| ০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

আমি তুমি আমরা বলেছেন: শুধু প্রকৃতিতে নয়, আপনার কবিতায়-আমাদের জীবনে-সবত্রই ফাল্গুন আসুক- এই কামনা করি।

১৭| ০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২০

ওমেরা বলেছেন: ফাল্গুন আসতে আর কত দেরী ।

১৮| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৭

মনিরা সুলতানা বলেছেন: হোক তাহলে ফাল্গুনে ই গুন গুন !

১৯| ১২ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

মলাসইলমুইনা বলেছেন: এই ফাল্গুন থেকেই হোক না কেন ফাল্গুনী গুনগুন -কবিতার গুঞ্জন ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.