নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

শীতের রাতে

১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:০৭



১)
শীতের রাতে তোমার সাথে
হয় যদি মোর দেখা,
তোমার করে রাখবো এ কর
থাকবো না আর একা।

২)

শীতের রাতে কবিতা পাঠ
লাগবে মধুময়,
কলম আমার নিরবতা ভেঙে
তাই হয়ে ওঠে বাঙ্ময়।
আহা প্রিয়ঙবদার ঠোঁট
কাব্যের দ্যুতনায় যেন হয়েছে আনমুখ।
নশ্বর এই জীবন যাবেই তবে বৃথা
তার সঙ্গে না যদি হয় মধুর মিলন হেথা।
রাতের শিশির কাব্য করে ঝরছে কেবল ঝরছে
সেই সাথে মোর প্রিয়ার কথা পড়ছে মনে পড়ছে।
আহা শীতের রাতে আসবে কি সেই দিন
যেদিন ভালোবাসা মোর শীতের শিশির প্রিয়তমা জমিন...

মন্তব্য ৩৩ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৮

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো হয়েছে++


কন কনে শীত মোবারক সেলিম ভাই। :)

১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৯

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে কুয়াশামাখা শুভেচ্ছা ।

অনেক ধন্যবাদ। অশেষ কৃতজ্ঞতা।

২| ১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩০

সোহানী বলেছেন: একদম ঠিক.... এভাবে শীতের রাতে কাউকে যেতে দেয়া ঠিক না.................হাহাহাহাহাহা উপলব্ধি বেশ.........+++++

১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩০

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন।

ভালো থাকবেন সবসময়।নিরন্তন শুভকামনা ।

৩| ১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩৩

চাঁদগাজী বলেছেন:



হাতুড়ী দিয়ে পিটায়ে ছন্দের মিল করেছেন কয়েক যায়গায়; পড়তে গিয়ে শীতের মাঝেও ঘাম বের হওয়ার অবস্হা

১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩১

সেলিম আনোয়ার বলেছেন: অবেশেষে ঘাম ঝরেছে। যে শীত পড়েছে তাতে ঘাম বিশাল পাওয়া । অবশ্য আপনি তো দেশের বাইরে ।

ভালোথাকবেন।

৪| ১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩৯

এডওয়ার্ড মায়া বলেছেন: মজার কবিতা।
অনেক অনেক ভাললাগা কবি -
সেলিম ভাইয়ের এবার কোন বই বের হচ্ছে ???

১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩২

সেলিম আনোয়ার বলেছেন: এবার সুযোগ কম। ব্যস্ত সময় যাচ্ছো গুরু দায়িত্ব পালন করে কবিতার বই বেড় করা কঠিন হবে ।

৫| ১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫১

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা প্রকাশিত হতে চায় কিনা সে টা বুঝতে পারছি না। ;)

৬| ১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:৫১

উম্মে সায়মা বলেছেন: শীতের রাতে শীতময় কবিতা.....

১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: চাদর গায়ে দিয়ে নিবেন সুপ্রিয় ব্লগার .....

কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।

৭| ১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:১২

মলাসইলমুইনা বলেছেন: সেলিম ভাই, শীতের রাতে শীতের মধুময় কবিতায় ভালো লাগার উষ্ণতা পেলাম !!

১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও কবিতা পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা । আজকেও প্রচন্ড শীত বরফযুগ শুরু হয় কিনা কে জানে?

৮| ১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:২২

নূর-ই-হাফসা বলেছেন: সুন্দর কবিতা । ভালো লাগলো ।

১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৯| ১২ ই জানুয়ারি, ২০১৮ ভোর ৫:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর পোস্টে A+।

১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: নতুন ধরণের উৎসাহ। অশেষ কৃতজ্ঞতা ।
ব্লগার হিসেবে জিপিএ ফাইভ পাওয়ার মতো কতজন ব্লগার আছেন ?

১০| ১২ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৬

আটলান্টিক বলেছেন: সক্রেটিস কে হেমলক দ্বারা মারা হয়েছিল

১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: হ্যা তাইতো জেনেছি। হয়তো আমাকেও ভালবাসার হেমলক রস পান করানো হয়েছে ।

১১| ১২ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: হেমলকের রসের চেয়ে ভালোবাসার রস খতরনাক। !:#P

১২| ১২ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫০

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।

১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা সুমন কর ।

১৩| ১২ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৭

জাহিদ অনিক বলেছেন:

সুন্দর +

১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে ও কবিতা পাঠে । ভালো থাকবেন সবসময়। নিরন্তন শুভকামনা থাকলো ।

১৪| ১২ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০১

মনিরা সুলতানা বলেছেন: প্রিয়ংবদা !!!
বেশ কাব্য

২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা রইলো ।

১৫| ১২ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২৯

ধ্রুবক আলো বলেছেন: কবিতা ভালো হয়েছে +।

২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে অনেক ধন্যবাদ।

নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

১৬| ১২ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৬

খায়রুল আহসান বলেছেন: ১ নম্বরটা অর্থাৎ প্রথম চারটে চরণকে বেশ সরল এবং নিরীহ ইচ্ছের প্রকাশ বলে মনে হলো।
২ নম্বরটার শেষের চারটে চরণ অনবদ্য হয়েছে।
কবিতায় ভাল লাগা + +

২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১৭| ১২ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৫

তারেক ফাহিম বলেছেন: সুন্দর কবিতা

২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। ভালোথাকবেন সবসময় এই কামনা থাকলো ।

১৮| ১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৯

প্রামানিক বলেছেন: ভালো লাগল কবিতা। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.