নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
এক টুকরো স্বর্গের মতো
অথবা তার কাছাকাছি
এ হৃদয়ের আরাধ্য তুমি
জানে অন্তর্যামী।—
মহান স্রষ্টা
অদৃশ্য হয়েও বিশ্বাসীবান্দার
পরমতম আরাধ্য;
পর জনমে দিদার তার
প্রিয়বান্দার শ্রেষ্ঠতমপুরস্কার
এ চিরন্তন সত্য— ধ্রুবতারার মত।
এভাবেই আশিক— মাশুকের অনিবার্য পরিণতি।
ব্যস্ততার মোড়কে এক পেয়ালা
ভালোবাসা যদি করি নিবেদন
চাতকের তৃষ্ণা নিবারণের মতো?
তুমি কি তবে তা করবে না—
আকন্ঠপান?
তবে কেন শত কাজের মাঝে
প্রেরণার কলম লিখে ফেলে ভালাবাসা সোপান।
হৃদয়ের গহীনে নেচে ওঠে
পূর্ণিমা চাঁদ—মরুর তুফান।
যদি যাই সন্নিকটে
ভেবোনা উন্মাদ তবে।
পরখ করে নিও সখি,
কতটুকু প্রেরণা বিলিয়েছো
কতটা ঝর্ণা সৃজেছো
কতটা দিয়েছো—কতটা নিয়েছো
কতটা পারো নিতে আর কতটা দিতে।
শতকাজের ভীড়েও হদয়ে আজি উঠেছে তুফান।
আমাকে ভোরের শিশিরে খুঁজে নিও
অথবা রাতের ঘন কুয়াশার চাদরে।
আমাকে পূর্ণিমা চাঁদের জোস্নায় দেখে নিও
অবসরের এক কাপ চায়ে আমাকে ভেবে নিও।
একদিন আমাকে নিয়ে যেয়ো
হৃদয়ের উষ্ণ গহবরে তোমার।
যেখানে ভালোবাসার সু্ন্দরতম ফুল ফুঁটে ।
আমাকে না হয় একবার পরখ করে নিও
প্রিয়োতমা আমাকেই কেবল ভালোবাসা দিও।
বিনিময়ে এক টুকরো স্বর্গ
তুমি বুঝে নিও —
ফাগুনের নক্ষত্রের আগুনে আরবার
তুমিও হৃদয়টা তবে পুড়ে নিও...
১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০১
সেলিম আনোয়ার বলেছেন: ধ্রুবক আলো আমি সব কমেন্টের জবাব দিই। অনেক ব্যস্ততার মাঝেও কবিতা লিখে নিলাম। একটু চাঙ্গা হয়ে নিরাম এখন কাজ করবো। কবিতা চর্চায় রাখতে হয়। না হলে কবিতা বলবে শুধু অবসরে রাখো মনে ব্যস্ততায় নয় ।
ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
২| ১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৫
কথাকথিকেথিকথন বলেছেন:
ভালোবাসার বিনিময়ে স্বর্গ দিতে চাইছেন ! মানুষের মধ্যে কী তবে স্বর্গের আবাস আছে ? কে জানে, হয়তো আছে, হয়তো নেই...
কবিতা ভাল লেগেছে ।
১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৭
সেলিম আনোয়ার বলেছেন: ভালোবাসার মধ্যে স্বর্গের বসবাস।
টুকরো টুকরো ভালোবাসা মিলে পরিপূর্ণ ভালোবাসা ।
কমেন্টে ধন্যবাদ।নিরন্তন শুভকামনা ।
৩| ১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৫
চাঁদগাজী বলেছেন:
"আশিক-মাসুকের অনিবার্য পরিনীতি"র মাঝখানে আবার কোন প্রিয়তমা এসে যাচ্ছে? শেষে কি হযরত আদমের মতো হবে অবস্হা?
১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: প্রিয়তমাতো আসবেই। নাহলে কবিতা হবে কিভাবে?
আদম মানব জাতীর পিতা এটা তোা জনেন।
৪| ১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩০
কুঁড়ের_বাদশা বলেছেন: কবিতাখানি পড়িয়া লাইক প্রদান করা হইল।
১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:০১
সেলিম আনোয়ার বলেছেন: আনন্দে সহিত লাইক ভালোলাগিলো।
অশেষ কৃতজ্ঞতা জানবেন ।
৫| ১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩১
আটলান্টিক বলেছেন: চমৎকার কবিতা।আপনি ভাল লেখেন।আপনি কবিতার বই বের করেন না কেন?
১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: আমার এক খানি কবিতার বই আছে। ইনশা্ইল্লাহ সময় মত আরো বই বের করা হবে ।
৬| ১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৯
তারেক ফাহিম বলেছেন: চমৎকার
ভালোবাসার বিনিময়ে সর্গ।
১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৭| ১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:০২
কুঁড়ের_বাদশা বলেছেন: এক টুকরো স্বর্গ শিরোনাম ভীষণ দারুন। মেয়াবাই যাবেন নাকি স্বগে?
১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৩
সেলিম আনোয়ার বলেছেন: যাবইতো। কেন যাবো না ।
৮| ১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৩
নূর-ই-হাফসা বলেছেন: ভালো লাগলো । সুন্দর কবিতা
১৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা এক ধরণের দায়িত্ব। দায়িত্ব পালন করি বলতে পারেন ।
অশেষ কৃতজ্ঞতা জানবেন কবিতা পাঠে আর কমেন্টে।
আপনাদের কমেন্ট আর ভালো লাগা আমার কবিতাকে শানিত করবে এ বিশ্বাস আছে মনে ।
৯| ১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪০
জাহিদ অনিক বলেছেন:
আমার আজকাল কবিতা পড়তে ইচ্ছে করে না।
সব কবিদের খুন করতে ইচ্ছে করে।
কবিরাই কাব্যে স্বর্গ বানায়, আবার তারাই নরক বানায়।
নানা বাহানায় তারাই আবার বিরহের গাঁথা লেখে।
কবিতা সুন্দর হয়েছে কবি।
১৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
সেলিম আনোয়ার বলেছেন: আমি খুন হয়েছি প্রাগৈতিহাসিক কালে ।
খুনের ভয় দেখিয়ে লাভ নে ই।
১০| ১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪১
অজানিতা বলেছেন: যেখানে ভালোবাসা আছে, স্বর্গতো সেখানেই!
শুভকামনা রইলো।
১৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪২
সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন । কমেন্টে ভালোলাগা।
ভালো থাকবেন সবসময় এ ই কামনা থাকলো মনে ।
১১| ১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫০
ধ্রুবক আলো বলেছেন: প্রতি মন্তব্য খুব ভালো লাগলো কবি। লিখে যান কবিতা।
১৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় অসংখ্য ধন্যবাদ।
আবারো শুভকামনা ।
১২| ১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: দারুন লিখেছেন।
১৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তন শুভকামনা ।
১৩| ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:১২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কবিতা সুন্দর হয়েছে সেলিম ভাই।
১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:১১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
১৪| ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:১৫
ওমেরা বলেছেন: অজানিতা বলেছেন: যেখানে ভালোবাসা আছে, স্বর্গতো সেখানেই!
আমি এই কথাটাই বলতাম আপু আগেই বলেছেন তাই আপুরটাই কপি করলাম ।
ধন্যবাদ ভাইয়া।
১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: আমিও কমেন্ট কপি করলাম
যথার্থ বলেছেন । কমেন্টে ভালোলাগা।
ভালো থাকবেন সবসময় এ ই কামনা থাকলো মনে ।
১৫| ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫০
মিথী_মারজান বলেছেন: সুন্দর!
আসলে স্বর্গসুখ পেতে হলে জন্মান্তরের অপেক্ষার প্রয়োজন হয়না।
বিশুদ্ধ ভালবাসার মাধ্যমে পৃথিবীতেই স্বর্গসুখ উপভোগ করা সম্ভব।
১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কমেন্ট।
যথার্থ বলেছেন ।
অশেষ কৃতজ্ঞতা সুপ্রিয় ব্লগার ।
১৬| ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫৬
শামচুল হক বলেছেন: ভালো লাগল।
১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪২
সেলিম আনোয়ার বলেছেন: ভালো লাগায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।
১৭| ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:০১
ভ্রমরের ডানা বলেছেন:
কামাল কার দিয়য়া... খুব সুরত হুয়া...
১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: আপভি কামাল কারদিয়া কমেন্ট কারকে ।
১৮| ১৬ ই জানুয়ারি, ২০১৮ ভোর ৫:২৩
সোহানী বলেছেন: ভালোবাসার বিনিময়ে স্বর্গ দিতে চাইছেন !!!!!! ওওও আচ্ছা স্বর্গ দিতে তো আর পয়সা লাগে না .......হাহাহাহা তার চেয়ে একটা নীল শাড়িই বেশী ভালো.......+++++++++++
১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:১৬
সেলিম আনোয়ার বলেছেন: ঠিক আছে নীল শাড়ি কিনে দেবো হাহাহাহা
১৯| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৫৮
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে সেলিম ভাই।
১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:১৭
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ভাল লাগায় ধন্যবাদ নীরন্তর শুভকামনা ।
২০| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০৬
জুন বলেছেন: হায় সেলিম আনোয়ার আজকাল মানুষ শুধু নেয়ই, দেয় না কখনো। স্বর্গের চেয়ে জাগতিক জিনিসই তাদের পছন্দ
খুব ভালোলাগলো আবেগময় কবিতা ।
+
১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: খুবভালোলাগায় অনেক ধন্যবাদ।
নিতে নিতে একসময় দিবে ।
২১| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৩
সৈয়দ ইসলাম বলেছেন: বিল্কুল ভালোলাগা জানবেন।
+++++
২২| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৫
হাসান কালবৈশাখী বলেছেন:
সুন্দর।
কবিতা সুন্দর।
২৩| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৭
পার্থ তালুকদার বলেছেন: আবেগমাখা কবিতা । ভাল হয়েছে সেলিম ভাই।
২৪| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৬
মলাসইলমুইনা বলেছেন: সেলিম ভাই,কবিতার আবেগ মাখা ভালোবাসাবাসিতে হয়েই গেলো বুঝি যাওয়া আসা স্বর্গের কাছাকাছিতে আর তাতেই মুগ্ধতা পুরো হৃদয়তাতেই | মানে ভালোবাসার স্বর্গ গড়ানো কবিতায় স্বর্গীয় ভালোলাগা জড়িয়ে দিলাম |
২৫| ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৩
প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ
২৬| ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৬
শাহরিয়ার কবীর বলেছেন: যে স্বর্গে রাণী নেই সে স্বর্গে যেয়ে লাভ নেই।
খুব সুন্দর কবিতা সেলিম ভাই।
২৭| ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:০০
দীপঙ্কর বেরা বলেছেন: দারুণ দারুণ
খুব ভালো লাগলো
২৮| ১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৩
সোহানী বলেছেন: তাই নাকি সেলিম ভাই...... .. অাগেই ধন্যবাদ জানিয়ে রাখি।
©somewhere in net ltd.
১| ১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৪
ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো।