নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
পারবে না কেউ—কেড়ে নিতে তোমায়
এ মায়াবী বাঁধন ছিঁড়ে,
ওগো মায়াবতী!
হৃদয়ের গহীনে থেকে—শব্দ এনে
বেঁধেছি তোমায় কবিতার ফ্রেমে
অক্ষত অবিকৃত
চিরন্তন শাশ্বত বন্ধন সে!
চাইলেই পারবে কি?
সে বাঁধন ছেড়ে চলে যেতে বহুদূরে—
যদিও করো বাস ভিন্ন কোন গৃহে
তোমায় আনবো টেনে কাছে
দূর্ণিবার আকর্ষণে.
যেভাবে আষাঢ়ের মেঘমালা নেমে আসে
অবনীর বুকে এক নিমিষে—
তারপর ছুটে চলে তটিনীর তীর ঘেষে
অথৈ সমুদ্রে...
অথবা গন্তব্যে।
পৌষের রৌদমাখা দিন ছিলো আজ
হৃদয়জুড়ে ছিলো তেমার আবাস—
নক্ষত্রের আকাশে ধ্রুবতারা যেমন।
স্রষ্টা জানে এ হৃদয় কতটা
ভালোবেসেছে ওগো তোমারে!
তাই পারবে না আর
চলে যেতে দূরে.....
কোলেতে বসিয়ে করিবো আদর কতনা যতনে
ভালোবাসার নীড়ে ওগো প্রিয়তমা
এই কামনা মনে।
হৃদয়ের মাঝখানে গড়ো তুমি বাস
অভিমানে—আদরে বারোটি মাস....
আমাদের মিথোজীবিতা
চন্দ্রিমারাতে যেনো জোস্নার উচ্ছ্বাস ।
১৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: চলে যায়না ।হয়তো বা ভুল করে যায়।আবার ফিরে আসে আর যায়না ।কারণ ভালোবাসা ছাড়া ভালো থাকা যায় না।
২| ১৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩
চাঁদগাজী বলেছেন:
কবিতায় রংধনুর সাঁকো গড়তে হবে, মনে হয়; না হয়, সে আসতে পারছে না, মাঝখানে নদী
১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪১
সেলিম আনোয়ার বলেছেন: নদী সাতরে আসতে হবে। দেখি রংধনু সাকো গড়তে পারি কি না ?
৩| ১৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
তারেক ফাহিম বলেছেন: কবিতায় প্লাস
কত ভালোবাসা
১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:১৯
সেলিম আনোয়ার বলেছেন: সত্যি অনেক ভালোবাসা....সেও জানে কত ভালোবাসা.......
৪| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:০৪
আটলান্টিক বলেছেন: আমার তো কাউকে ভালবাসতে ইচ্ছা করেনা।কত মেয়ে ভাব জমাতে চায় অথচ আমি তখন আনইজি ফিল করি।সারাদিন বাসায় শুয়ে বই পড়ি
১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৮
সেলিম আনোয়ার বলেছেন: বলেন কি?দারুন তো। ভালবাসার চেষ্টা করুন।
৫| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:১১
মঈনউদ্দিন বলেছেন: খুভ ভালো লাগছে. দারুন
১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:২২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৬| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: বোঝেনা তারা বোঝেনা
হৃদয়ের কান্না
ভালবাসা ভাল বাসা হয়ে গেলে
প্রেম টুকু আর রয় না
+++
১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: ভাল বলেছেন । অর্থ অনর্থের মূল ।
৭| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৪
সোহানী বলেছেন: অনেক ভালো লাগলো সেলিম ভাই........++++++++++
১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪০
সেলিম আনোয়ার বলেছেন: আপনার কমন্টে অনেক অনেক ভালো লাগা ।
৮| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩০
কথাকথিকেথিকথন বলেছেন:
তবে কবিতায় বেঁধে রাখুন.... এখান থেকে আপনাকে আর ছেড়ে যেতে পারবে না !
১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৩
সেলিম আনোয়ার বলেছেন: তাই যেনো হয়....কবিতার বাধনে আটকা পড়ে
আমার কাছে রয়।
সুন্দর কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৯| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৩
মিথী_মারজান বলেছেন: শেষ প্যারাটা বেশ সুন্দর।
১৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১৪
সেলিম আনোয়ার বলেছেন: সে কেনো মেলেনা ডানা
আসিয়াছে মাঘ—আসিবে ফাগুন
যৌবনের অনুরাগে উতলা এ মন
সে কেন আসিবে না অভিসারে
সে কেন অথৈ সাগরে করিবে বিচরণ
সে কেনো বুঝিবে না প্রেম
সে কেনো গাহিবে না কুকিলের কুহুগানে।
সে কেন দিবে না হানা প্রেমের বৃন্দাবনে
ভয়ের কি আছে?
লজ্জার কি আছে?
প্রেম কি তবে লজ্জাবতী পাতার মত
থাকবে গুটিয়ে..।
সে কী করে হয়
তবে তো হবে না পরিণয়
বসন্ত বাতায়নে ।
১০| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:০২
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো লেগেছে+
১৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪১
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ভালো লাগায় আনন্দিত হলাম ।
নিরন্তর শুভকামনা রই লো আপনার জন্য।
১১| ১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:১২
সুমন কর বলেছেন: ভালো লাগল।
১৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভালোলাগায় অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকলো।
১২| ১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:৫২
জাহিদ অনিক বলেছেন:
এক চিতলে আকাশে আজ ভালোবাসার তীব্র আবেদন; অবগাহন ও অবাধ্য ইচ্ছে।
১৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
১৩| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৭:৩৬
ওমেরা বলেছেন: হৃদয়ের আবেগ দিয়ে লিখা কবিতা সুন্দর হয়েছে ।
১৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৮
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা আপনার বিবেচনায় সুন্দর হয়েছে জেনে ভালো লাগলো ।
১৪| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:১৫
জুন বলেছেন: হায় সেলিম আনোয়ার আপনি ভালোবাসলেই যে তার বিনিময়ে তেমন ভালোবাসা পাবেন এটা আপনাকে কে বলেছে ?
তবে কবিতা আপনি বরাবর যেমন আবেগ মাখানো লিখে থাকেন তেমনি হয়েছে ।
সুন্দর
+
১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫০
সেলিম আনোয়ার বলেছেন: সে কি আসবে না?
এতো কবিতার একটিও পড়বে না।
রক্তজবা ফুল কি তবে ভিজবে না জলে,
পৌষ পেরিয়ে গেছে,
ফাগুনের ফুল হয়ে
বসন্তে সে কি তবে ফুটবে না আর
মিছেই জনম তাঁর—শূণ্যতার সমাহার
যদি না আসে কাছে....আমার
যে বিধাতা সৃজিয়াছে প্রেম
সে বিধাতা সুজিয়াছে তারে
তবে সে কোনো ভাসবে না
ভালোবাসা জলে....
মিছেই জনম তার
ভালবাসার মালা না পরিলে গলে।
১৫| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০১
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে সেলিম ভাই।
১৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে অসংখ্য ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১৬| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫১
রাজীব নুর বলেছেন: দার্শনিক রুশো বলেছিলেন-- সখি, আমাকে বুঝতে হলে ''রুশোর অভিধান'' বলে একটা জিনিস আছে, আগে সেটা বুঝতে হবে।
১৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫০
সেলিম আনোয়ার বলেছেন: দারুন বলেছেন। তাকে বুঝতে হবে আগে। ততদিনে বসন্তদিন কি রবে..ভবে?
১৭| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একখান কথা কই কবি- আপনার প্রকাশিত কান্যগ্রন্থের চেয়ে ইদার্নিংকার কবিতা গুলি অনেক বেশি ভাল হচ্ছে।
১৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৪
সেলিম আনোয়ার বলেছেন: প্রকাশকদের দৃষ্টি আকর্ষণ করছি। এই কমেন্টের প্রতি তাহারা সুদৃষ্টি দান করুক ।
১৮| ১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর অনেক সুন্দর কবিতা।
১৯ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৮
সেলিম আনোয়ার বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা কমেন্টে আর পাঠে ।
১৯| ১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০০
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভালোবাসার কবিতা ভালো লেগেছে।
১৯ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২১
সেলিম আনোয়ার বলেছেন: ভালোবাসার কবিতা ভালোবাসা কি বুঝে? জানিনা ।
কমেন্টে অশেষ কৃতজ্ঞতা জানবেন । নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য ।
২০| ১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫০
মিঃ সালাউদদীন বলেছেন: মিষ্টিরসের লেখা !
১৯ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
২১| ১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৪
কাছের-মানুষ বলেছেন: সে ফিরে আসুক, কবিতা স্বার্হকতা পাক।
আমার ভাল লেগেছে কবিতা ।
২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
২২| ১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৩
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,
ভালোবাসা সবাই বোঝেনা ! বুঝতে হলে আলাদা মন চাই । বিশ্বাস চাই ।
মোটামুটি লাগলো কবিতাটি ।
২৩| ১৯ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৫:৩০
মলাসইলমুইনা বলেছেন: এক চিলতে আকাশের নিচে বিশাল ভালোবাসার কবিতা | কবিতা ভালো লাগলো, সেলিম ভাই |
২৪| ১৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
যথারীতি বিষাদ বেদনা আকুতি আর স্মৃতির মিশেলে একখানা ফিরেপাবার কবিতা।
কবিকে বিগত পৌষ আর আগত ফাল্গুনের শুভেচ্ছা...
©somewhere in net ltd.
১| ১৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪২
কাবিল বলেছেন: এতো ভালবাসা ছেড়ে মানুষ চলে যায় কেন?