নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

প্রিয়ংবদা

২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩১



প্রিয়ংবদা ,
তুমি কি মুগ্ধ নও?
প্রচন্ড পৌরুষে;
কিংবা প্রেমিক হৃদয়ের সতত সাহসীকতায়।
বীর ভোগ্যা বসুন্ধরা কি তবে অমূলক বাণী
হতাশার দূরবনে!
পৃথিবীর সব ম্যুহ ছেড়ে
যে বার বার ছুটে আসে—তোমার তরে
তারে কেনো ফেরাও অনাদরে
এ কেমন বিচার তব?
এতো ম্যুহ নয় অকাট্য ভালোবাসা—
যার সন্ধানে প্রাসাধ ছেড়েছে কতজনে
ইতিহাসের পাতায় লেখা আছে তা—
ওগো প্রিয়তমা তুমি কোন প্রাসাদে গড়েছো আবাস?
নিখাদ ভালোবাসার চেয়েও তা কি ঢের বেশি দামী
নাকি সংশয়ের কুয়াশার চাদরে ঢেকে গেছে তোমার অনুভূতি
প্রেমিকের দৃষ্টি পারবে কি না সহিতে— এ আশংকা মনে
রমনীর সবটুকু জৌলুস লুকিয়ে থাকে
প্রেমিকের তৃষিত দু’চোখে
সে চোখে না পড়িলে
নারী রূপের কী দাম বলো আছে।
এসো সত্যায়ন করি— নবায়ন করি
সোহাগিনী, কাছে এসো প্রণয়ের সেতুবন্ধন গড়ি
এ দেহ নহে কোন ভ্রম,
এ দেহে আছে তোমার আশ্রম।
হৃদয়ের সবটুকু প্রেম দিয়েছিগো তোমায়
দেহটিও নিতে পারো তব ভালোবাসার ম্যাগনেলিয়ায়।
নারী, প্রেমহীনা তুমি হতদরিদ্র
তুচ্ছ বালুকনার চেয়ে ক্ষুদ্র।

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:২২

চাঁদগাজী বলেছেন:


বসন্তের কোকিলের গান?

২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩২

সেলিম আনোয়ার বলেছেন: বসন্ত আসিতেছে !! তাই বুকে কোকিল ডাকিতেছে ।

বসন্ত আর মহান ফেব্রুয়ারি ..পুরোই কবিতার মাস ।

২| ২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:২৪

শকুন দৃিষ্ট বলেছেন: মনে হচ্ছে ভালোবাসার দামে কবি দেহটিও বেচে দিতে রাজি!!!

নারী, প্রেমহীনা তুমি হতদরিদ্র
তুচ্ছ বালুকনার চেয়ে ক্ষুদ্র -

নারী কি তা জানে কবি?
নাকি সংশয়ের কুয়াশার চাদরে ঢেকে গেছে তার অনুভূতি?

ভাল লাগল হৃদয়ে আকুতিভরা প্রেমময় পদ্যখানি।

শুভেচ্ছা জানবেন কবি।

২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।
ভালোবাসার দামে সব বেচা যায়.....
অনলাইনে ভালোবাসা কতটুকু তা কটাক্ষ করেলিখা ।

৩| ২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৭:৪৫

রাবেয়া রাহীম বলেছেন: নিষ্ঠুরতম রমণী প্রিয়ংবদা --
এত ভালবাসা পায়ে ঠেলে সে কি যে বোকামীটাই না করছে একদিন ঠিক বুঝতে পারবে।

২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৭

সেলিম আনোয়ার বলেছেন: এত ভালোবাসা পায়ে না ঠেলুক
ভালোবাসার মালা গলে আমায় কাছে টানুক।

কমেন্টে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা ।

৪| ২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৭:৫৩

রুদ্র জাহেদ বলেছেন: প্রিয়ংবদার জন্য ভালোবাসা। বেশ!

২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৫| ২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: প্রিয়ংবদা সর্বদা প্রিয় কথা/মিষ্টি কথা নিয়ে পাশে থাকুক।

৬| ২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১১

রাজীব নুর বলেছেন: সুন্দর।

৭| ২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৩

সোহানী বলেছেন: চাঁদগাজী বলেছেন: বসন্তের কোকিলের গান?

হাহাহা........... নানানানা কঠিন প্রেম কাব্য :P

৮| ২১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৬

ওমেরা বলেছেন: ভালা লাগল !!!

৯| ২১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

জনৈক অচম ভুত বলেছেন: এরপরেও কি প্রিয়ংবদা না এসে থাকতে পারবে?

১০| ২২ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫০

জাহিদ অনিক বলেছেন:

সুন্দর প্রিয়ংবদা কাব্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.