নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

আমি হারিয়ে যেতে চাই

২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৯



আপনারে লয়ে মেতেছো বেশ—
কগজে কলমে হয়েছো মনোযোগী অশেষ—
আমারে লয়ে লিখো তারপর—
অনলাইনে, মুঠোফুনে…
এই কী তবে শেষ!

আ্মাদের কবিতা কি তবে
এতই সীমাবদ্ধ।
সখি কোন সে কারণে ?

এতদিন জেনেছি
ভালোবাসা অসীম আকাশে মুক্ত বলাকা।

আমি দেখিবো না পূর্ণিমা
আমি অন্বিষেবনা রূপকথার অপরূপ রূপ
আমি দেখিতে চাই এক মানবীর অবয়ব।
ভালোবাসিবো তোমারে
তোমার হাতেই রাখিবো এ হাত;
ওষ্ঠে মিলাবো ওষ্ঠ প্রিয়া
তব যৌবন জলে ভিজবো সরারাত।

তারপর মরণের উপারে...
তবেই তো ভালোবাসা
সীমাহীন—অশেষ।
যদি কাছেই না আসো
তবে কেমন ভালোবাসা—বাসো।

শুধু কথার মায়াজালে
বাঁধবোনা তোমায়.
তোমাকে করাবো পান
এক পেয়ালা সুখ..

তোমার ভালোবাসা স্নানে
শুদ্ধ হয়ে- ভুলে যাবো সব অতীত শোক।

তোমার জলে নাইতে নেমে কাব্য হবো
ছন্দ হবো-গোলাপ ফুলের গন্ধ হবো
ভ্রমরসম মন্দ হবো—
বর্ষার অথৈ জলে দেখার হওড়ের মত
নদে-জলে মিলে মিশে একাকার হবো।

ক্রমাগত মরিয়া হয়ে চৈত্রের বুকফাটা
জমিনের মতো—চৌচির হবো;
অতঃপর তোমার ভালোবাসা জলে
বর্ষার জমিনের মত ভিজে যাবো
তোমার করে শীতের শিশির ভেজা
শিউলিফুলের মালা হবো।
বসন্তের কোকিল হবো
ফাগুনের আগুন জ্বালা সন্ধ্যা হবো।

আমি সন্নাসব্রত করিনিকো পালন
হয়নিকো আমি হাসন রাজা অথবা লালন।

আমি কবিতা লিখি তোমারে লয়ে
উদাসীর বাতায়নে মত্ত হয়ে;
আমি হারিয়ে যেতে চাই তোমার রোমন্থনে;
আমি বাঁধনে জড়াতে চাই ওগো তোমারে
ভ্রমরের গুঞ্জনে।








মন্তব্য ২৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৩

প্রামানিক বলেছেন: কবিতা ভালো লাগল। ধন্যবাদ

২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অশেষ কৃতজ্ঞতা । ভালো থাকবেন সবসময় এ কামনা থাকলো ।

২| ২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৬

শাকির অাহমেদ বলেছেন: অনেক সুন্দর কবিতা।ভালো লাগলো।

২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৩| ২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৪

নূর-ই-হাফসা বলেছেন: দারুন কবিতা ।

২২ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৭:২৮

সেলিম আনোয়ার বলেছেন: কিঞ্চিত পরিবর্ধিত ।

৪| ২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৯

আখেনাটেন বলেছেন: এখনকার প্রেমিকারা কিন্তু বাস্তববাদী। পুরোনো আমলের প্রেমিকের মতো শুধু 'এ হবো ও হবো' বললেই তারা শুনবে বলে মনে কয় না। প্রমাণ করে দেখাতে হবে। :P

২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩০

সেলিম আনোয়ার বলেছেন: প্রমানের জন্য এক পায়ে খাড়া....আমার নাকি কলম ভাঙা.....আমার কলম লৌহদন্ডের মত শক্ত এবং সক্ষম তার উপরে প্রমান করতে হবে ।

৫| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ২:৪০

চাঁদগাজী বলেছেন:


বসন্তে সাথীহীন কোকিলের গানের মতো

২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫২

সেলিম আনোয়ার বলেছেন: বসন্তের আগে ডাক
......তারপর ভালোবাসাবাসি
বলবো না থাক ।

৬| ২২ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২১

ওমেরা বলেছেন: কবিতা তো কতই লিখলেন কাজ কি কিছু হল?

২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: কি কাজ হতে হবে ওমেরা? কবিতা কিছু কি হলো? না হলো না ।

৭| ২২ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৯

আটলান্টিক বলেছেন: এতদিন জেনেছি
ভালোবাসা অসীম আকাশে মুক্ত বলাকা।


"বলাকা" শব্দের অর্থ কি? B:-)

৮| ২২ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০১

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

৯| ২২ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪১

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে সেলিম ভাই।

১০| ২২ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর কাব্য লিখেছেন সেলিম ভাই

১১| ২২ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৪

জাহিদ অনিক বলেছেন:


হারিয়ে যান কবি। হারিয়ে গিয়ে আবার যদি ফিরে আসেন তবেই কেবল শুদ্ধ হবেন। ঋদ্ধ হবেন।

১২| ২২ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

সামিয়া বলেছেন: সুন্দর+

১৩| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:২১

কুঁড়ের_বাদশা বলেছেন: কবিতা পড়িয়া একখানা লাইক প্রদান করা হইল। :)

১৪| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১১

হয়ত তোমারই জন্য বলেছেন: অনেক দিন পরে ব্লগে আসলাম ,আশা করি ভাল আছেন সবাই ৷ভালো লাগা রোইল আনোয়ার ভাই ৷ ;)

১৫| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩০

তারেক ফাহিম বলেছেন: সহজে বৌধগম্য কবিতা।

পাঠে মুগ্ধতা ++

১৬| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৪

ধ্রুবক আলো বলেছেন: কবিতা, ভালো লাগলো

১৭| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা ! কি রোমান্টিক ;)

অনেক অনেক ভাল লাগল কবি :)

+++

১৮| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অসাধারণ লিখেছেন ভাই।

১৯| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:১৬

মলাসইলমুইনা বলেছেন: সেলিম ভাই : কবিতায় আমি হারিয়েই গেলাম |ভালো লাগলো খুব ....

২০| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৮

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,





বড়ই উদাসী, হাহাকারময় ছন্দ নিয়ে কবিতা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.