নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
তোমার আর লাগে না ভালো
আমাদের এই ছোট্ট নীড়ে
বসে বসে ছড়াতে আলো
তাইতো তুমি হঠাৎ উঠো দাঁড়িয়ে
অদূর ভবিষ্যতের কড়া নারো
দরজা ধরো —দেয়ালের গা ধরো
ধরে ধরে এগুতে পারো
দুরু দুরু বুকে ভীরু
তারপর বসে পরো।
চোখে তোমার অনেক স্বপ্ন
মনে মনে বলতে পারো
একদিন তুমিও পারবে—
আর দশজনে মতো...
এইতো গত রাতে
আমাকে মুগ্ধ করে
চারকদম সামনে ছুটেছো!
আমার কাছে তা হিমালয় জয়ের মতো...
এক পা দুপা করে অবনীর পরে
তোমার পথচলা তবে হলো শুরু।
একদিন বিশ্বজয়ী হও!
মানবতার পতাকা হাতে
হয়ে ওঠো অনন্য।
সুদীর্ঘ সফল জীবন করো লাভ,
আমার ব্যর্থতা ঘুচিয়ে
রচনা করো সাফল্যের ধারাপাত।
সারাপৃথিবী আলোকিত হোক
তোমার জন্য
যেভাবে সূর্য অবনীরে করে আলোকিত।
একদিন তুমিও হও
ধ্রুব তারার মতো শাশ্বত;
দিকহারা পথিকের পথ চলার অব্যর্থ অবলম্বন।
গত রাতে তোমার পথ চলা তবে শুরু হলো
মাত্র চারকদম...
তাতেই আমি বিমোহিত,
আবেগাপ্লুত—
এভাবেই শুরু হয় পথ চলা
এভাবেই ধীরে ধীরে রচিতোহয় জীবন কাফেলা।
২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
২| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:০৭
চাঁদগাজী বলেছেন:
কবির সন্তান সাহিত্য ভালোবাসবে, আশাকরি
২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পা ঠ অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৩| ২৪ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৪:০০
সোহানী বলেছেন: হুম চলুক কবি..............
২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ সোহানী ।
৪| ২৪ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৬:০৩
সৈয়দ ইসলাম বলেছেন:
চিরন্তন শুভকামনা থাকলো তার জন্য।
২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৫| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:১৫
আটলান্টিক বলেছেন: কবিতার সাথে পোষ্টের ছবির কোন মিল পাইলাম না
২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:২৮
সেলিম আনোয়ার বলেছেন: ছবি তুলতে পারলাম না। তাই সালমানকে ফুলেল শুভেচ্ছা দিলাম ।
৬| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৫২
নায়না নাসরিন বলেছেন: শুভকামনা থাকলো ভাইয়া
++++++++++
২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:২৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৭| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৪
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা। একদম ঝরঝরে।
২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:২৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৮| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৫
ধ্রুবক আলো বলেছেন: সুন্দর কবিতা।
২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৯| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫
জাহিদ অনিক বলেছেন:
এ বড় শক্ত কবিতা ------------
২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: বলেন কী কবি.....
১০| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫
জুন বলেছেন: সেলিম আনোয়ার, কবিতায় আপনি একজন পিতার অনুভুতিগুলোকে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন । আমাদের বাচ্চাদের প্রতিটি মুহুর্তের ঘটনাগুলো মনে হয় যেন এই প্রথমবারই ঘটলো পৃথিবীতে । আপনার আদরের সালমানের মত অযুত নিযুত শিশু চারকদম হেটে গেছে ধরনীর বুকে । কিন্ত আপনার মনে হচ্ছে এই যেন প্রথম একটি দেবশিশু হাটছে : )
খুব খুব সুন্দর মমতার প্রকাশ।
অনেক ভালোলাগা রইলো ।
+
২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কমেন্ট ও শুভকামনায় ভালোলাগা।
যথার্থ বলেছেন । তার সবকিছুতে মুগ্ধ আমি ।
১১| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়াও,
বাবুনি হাটা শিখেছে অভিনন্দন!
এই চারকদমে শুভারম্ভ! অনন্ত জীবনের পথচলাহোক সাফল্যে ভরপুর!
+++++
২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় ও কমেন্টে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবসময় এই কামনা থাকলো ।
১২| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০০
নূর-ই-হাফসা বলেছেন: বাচ্চাদের প্রথম হাটা দারুন মজার । কবিতা বেশ ভালো লাগলো ।
২৬ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:০৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১৩| ২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৫
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভাল হয়েছে++
©somewhere in net ltd.
১| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫৩
কিরমানী লিটন বলেছেন: কবিতার হাত ধরে হেঁটে গেলাম- বহুদূর....
মুগ্ধ আশাজাগানিয়া বাতায়ন পেরিয়ে অন্দরের খিিড়কি ভেদ করলো। কবিতায় প্লাস
অভিবাদন প্রিয় কবি সেলিম আনোয়ার- সুহৃদবরপষু।