নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
যেনো ফুলের মাঝে
গেঁথে আছে—নানান রকম ফুল;
তার মাঝে মুর প্রিয়ার অবয়ব
যেনো ফুলের রাণী,
ফুলডোরে বাঁধা ঝুলনায়
দিচ্ছে কেবল দোল।
ফুলের রাণী—ফুলে ঘেরা
রূপে সে যে সবার সেরা
তারে দেখেই ভ্রমর হলো
এই অবলা মন।
ফুলের রাণী যে বানাইলো
এ হৃদয়টাও তার বানানো
জানে সারা ভূবন।
সে যে ফুলের মাঝে ফুল
তার মাঝে আকূল হওয়া
নয়তো কোন ভুল।
আরও তো পুষ্প আছে
হৃদয়টা তো হয়না ভ্রমর
ছোটে না তাদের পাছে।
তাইতো বলি তার সাথে
প্রেম করিবার অধিকার
মোর আছে।
উতলা ফাগুন আসার সময় হয়ে এলো;
কোলেতে বসিয়ে তারে
খুব আদরে ভরিয়ে দেবার
লগ্ন বুঝি এলো।
ফুলের রানী ও সবুজ ঘাস পোকা
ফুলের বনে সবুজ ঘাস পোকা
ফুলের কাছে খেয়েছিলো ধোকা।
ঘাস পোকাটির একই ভুল ছিলো—
ঘাসের বদলে ফুলের রানী
তার ভালো লেগেছিলো—
ভালোলাগা নয় হয়েছিলো ভালোবাসা
ফুলের রানীর চোখে তাই লাগলো গোলকধাঁধাঁ।
ফুলের রানী বনে —পুড়ে ফাগুনের আগুনে
অপেক্ষা প্রহর গুনছিলো আনমনে;
কৃষ্ণ ভ্রমর তার কাছে আসবে কোন্ ক্ষণে?
কোন্ ভ্রমরের ভালোবাসা ঘাসপোকাটির সমান
তা যাচাইয়ে পণ্ডশ্রম—খুঁজে খুঁজে হয়রান।
না পেয়ে শেষে ঘাসপোকাটির নিখাদ ভালোবাসা
ফুলের রানীর বেশ লেগেছে আদরে আদরে ঠাসা।
অত:পর
ফুলের রানী কনে হবে ঘাসপোকাটি বর
ভালোবাসার রঙিন দ্বীপে বাঁধবে তারা ঘর ।
২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:১৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
২| ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:২৪
নূর-ই-হাফসা বলেছেন: কবিতা ভালো লাগল ।
আপনাকে মন্তব্য দিলে প্রতি উত্তর দিচ্ছেন না । কেউ প্রতি উত্তর না দিলে মন্তব্য এর সংখ্যা কমে যাবে ।
২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:২৭
সেলিম আনোয়ার বলেছেন: সবগুলোর প্রতি উত্তর দেয়া হবে। এখন শুধু ব্লগে নাম ঝুলানোর নিমিত্তে পোস্ট দেই। কোয়ালিটি যাচ্ছেতাই।
অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকলো ।
৩| ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:২৯
নূর-ই-হাফসা বলেছেন: সেক্ষেত্রে কাউকেই প্রতি উত্তর না করা উচিত । কিছু করা হলে বাকি দের না হলে দৃষ্টি কটু দেখায় ।
২৬ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:০৪
সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন। প্রথম কয়েকটা দেবার পর বাকীগুলো বাদ থেকে গেছে।ব্যাপারটি ঠিক হয়নি ।
৪| ২৬ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৫:২৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কবিতা ভালো হয়েছে। ++++
২৬ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:০২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৫| ২৬ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৭
আটলান্টিক বলেছেন: ফুলের রাণী এখন কোথায়?
২৬ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: ফুলের রানী এখন ঘুমিয়ে আছে।
৬| ২৬ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪০
দিলের্ আড্ডা বলেছেন: কবিতাওয়ালারাই পারে।
২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: জি কবিরা পারে দিলের আড্ডা দিতে...
কবিরা আগের দিনে থাকতেন রাজপ্রাসাদে..
কবিরা আভিজাত্যের প্রতিক.
আমি অং বং কবিতা লিখি. ভালো না ।
৭| ২৬ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৮
নীলপরি বলেছেন: দুটো কবিতাই ভালো লাগলো ।
২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।
৮| ২৬ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৬
ভ্রমরের ডানা বলেছেন:
দুটো কবিতাই অত্যন্ত হৃদয়গ্রাহী!
২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: অশেষ কৃতজ্ঞতা কমেন্টে ও পাঠে। ভালো থাকবেন সবসময় শুভকামনা থাকলো ।
৯| ২৬ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০১
সেলিম আনোয়ার বলেছেন: আমি এখন লালবাগ কেল্লায়।
১০| ২৬ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩০
কুঁড়ের_বাদশা বলেছেন: আনারকলি বুঝলানা সেলিমের দুঃখ।
কবিতায় লাইক প্রদান করা হইল।
২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: নিজেকে এত বড় ভাবলে কিভাবে হবে? আমার ২৫/২৬ বছরের বড় কারু চাকুরীর বয়স ন্ইি।ঢঙ্গী ।
১১| ২৬ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ
ভালো লাগার মতো কথামালায় গড়া কাব্য। মুগ্ধতা রইল কবিবর।
২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১২| ২৬ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬
সুমন কর বলেছেন: ভালো লাগা রইলো। প্লাস।
২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১৩| ২৬ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪
রুদ্র জাহেদ বলেছেন: বেশ ভালো লাগল+
২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১৪| ২৬ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫
প্রামানিক বলেছেন: কবিতা ভালো লাগল। ধন্যবাদ
২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১৫| ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আগে কি কখনও বলেছি যে, আপনার কবিতাগুলো একটি অন্য ধারা সৃষ্টি করছে?
এবার কি সময় হয় নি একটি কাব্যগ্রন্থের? কবি?
২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৪
সেলিম আনোয়ার বলেছেন: না সময় হয়নি। তবে আরও কাব্যগ্রন্থ প্রকাশিত হবে। আপনার কমেন্টে অনুপ্রাণিত হলাম ।
১৬| ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৮
মামুন ইসলাম বলেছেন: চমৎকার।
২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
১৭| ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৯
গব্বু বলেছেন: খুব সুন্দর কবিতা।
২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১৮| ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৮
ধ্রুবক আলো বলেছেন: কবিতা ভালো হয়েছে +।
১৯| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫১
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: সুন্দর...............................।
২০| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৩
জাহিদ অনিক বলেছেন:
সুন্দর+
ফুলের রানি কেন বাঁধবে ঘাস ফড়িঙের ঘর !
©somewhere in net ltd.
১| ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:০৮
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো হয়েছে+++