নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

বিভ্রম

২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৮



বুড়ো খেক শিয়াল ধান্দাবাজ
ধান্দা তার নানান বাহানায়
করবে বিয়ে সোনার মেয়ে
ধান্দাবাজির ফাঁদে ফেলে।

কাকের মুখে থেকে খাবার
যেভাবে সে নিয়েছিলো কেড়ে।
কাকের কা কা নাকি বিশ্বসেরা
স্তুতি শুনে কাক উঠেছিলো গেয়ে
মুখ থেকে খাবার তখন যায় পড়ে
বুড়ো খেক শেয়ালের লোভী অধরে।

তেমনি করে বুড়ো শেয়াল
উঠলো বলে সোনার মেয়ে
কত্ত বড়!— তবু মাথা তার গড়বড়
ছোট্ট খোকার সঙ্গে শোভা পায়না তারে।
এসব শুনে সোনার মেয়ের বিশুদ্ধ প্রেমের
ভিত্তিটাও ক্ষণিকের তরে উঠে নড়ে
মনে তার বাধে বাসা বাজে কানে একই কথা
আদতে সে কত্ত বড়ো!
কেবল বুড়ো শালিক তার যোগ্যতরো!!

মিথ্যে বন্দনা করে সোনার মেয়েরে করবে বিয়ে
বুড়ো শিয়াল তার দুরভিসন্ধি
লুকিয়ে রাখে কায়দা করে।
লালসার গ্রীবা তার
সোনার মেয়ের রূপের তরে।

সোনার মেয়ে হবে কি বিভ্রম?
মস্তবোকা কাকের মতন।
বন্ধু তার হোকনা তরুন
তারও আছে অমিত সব সম্ভাবনা;
সবার আগে নিখাদ প্রেম
গোটা পৃথিবীও যার তুল্যনা।

বুড়ো শেয়াল ধান্দাবাজ
তার থেকে ওগো সোনার ময়না
একটু না হয় তফাতে থাক;
সোনার মেয়ে সোহাগমাখা
অভিসার তার কাব্য ঘেরা—
বুড়ো শেয়ালের ধোকায় পড়ে
হবে কি সে ভালোবাসা ছাড়া।

এমনি করে সোনার মেয়ের
নামটি রবে ইতিহাসের পাতায় লেখা।
তাকে নিয়ে কবিতা তাকে নিয়েই যত গল্প;
তাকে ঘিরে রবির কিরণ— চাঁদের আলো
পাঠকের সব কল্প।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:০০

কুঁড়ের_বাদশা বলেছেন: কবিতা পড়িয়া আমি মুগ্ধ ! :)

২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:০৭

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

২| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৯

শাহিন-৯৯ বলেছেন: ট্যাকা থাকলে সোনার মেয়ে বুড়ো শেয়ালের কাছে আসবেই।

২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:২০

সেলিম আনোয়ার বলেছেন: অর্থ অনর্থের মূল । সম্প্রতি তাবলীগে র বিশ্ব আমির মাওলানা সাদ ইমামতি করে অর্জিত টাকার নিন্দা জ্ঞাপন করায় ইমামরা আন্দোলন করিয়া ইহাই প্রমান করিলো।

টাকা কতটা অপয়া। পরবর্তী কবিতা হইবেক অর্থ অনর্থের মূল । হা হা।

এটা একটা নিছক কবিতা।

!:#P

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৭:২৭

আটলান্টিক বলেছেন: পরে কি হলো?সোনার মেয়ের কি শেয়ালের সাথে বিয়ে হয়েছিল?
পোষ্টে +++

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৫

বিজন রয় বলেছেন: আপনি সেই কবে থেকেই ব্লগে লিখে চলেছেন অবিরাম।
কবিতার পর কবিতা!!

অসাধারণ আপনার ব্লগিং।
শুভকামনা রইল।

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এটা মনে হয় রুপক কবিতা।।

৬| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়ে ভাল লেগেছে+++


শুভ কামনা রইল সেলিম ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.