নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
মোরা যেন এক পাখির দুই ডানা
ঐ নীল আকাশের বুকে;
ভাসিগো মোরা অজানায় মনের সুখে।
একটি ডানা না থাকিলে
পাখি যেমন পারেনা হাওয়ায় উড়িতে
আমারো দৈন্য দশা তুমিহীনা অবনীতে।
তুমি থাকলেই করিনা ভয়
ঝড়ো হাওয়া বৃষ্টিতে
আনন্দে উঠি মেতে নতুনের সৃষ্টিতে।
তুমি না থাকিলে দুচোখে দেখি শুধু আঁধার
লাগে না ভালো যে নিদ্রা আহার।
সুতাহীন ঘুড়ি কি পারে উড়িতে
দিকভ্রান্ত পাথিক পারে কি গন্তব্যে পৌঁছতে।
তোমার হাত ধরে আমার এই ছুটে চলা
কবিতার ছলনায় ভালোবাসাবাসি বলা।
অপাঠিত কবিতার দাম কি গো আছে?
হোক না তা হীরে কিবা জহরত—থাকে অজানাতে।
এসো মোর কবিতা করিবো পরিধান
গোপন অভিসারে হয়ে থাকি একদেহ একপ্রাণ।
ভালোবাসা মানে না অযাচিত ব্যবধান
ছোটবড় উঁচুনীচু এখানে সকলেই সমান।
ব্যবধান থাকিলেই ভাঙাগড়া বিশ্ব সচল
ল' অব আইসোসটেসি যে সমতায় অচল।
সবশেষে আমরাতো এক পাখির দুই ডানা
দূরে সরে থাকা যে মোদের একেবারেই মানা।
আমরা উড়িবো গল্প কবিতার কাব্যিক আকাশে
আকাশের চেয়ে বড়ো মোদের ভালোবাসা যে।
৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: কানা বাদশাহ আনার কলি না বুঝিলে কিভাবে লিখি এত কবিতা ।
কমেন্টে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা ।
২| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৪
জাহিদ অনিক বলেছেন:
সুন্দর+
৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন। নিরন্তর শুভকামনা থাকলো ।
৩| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫১
বিজন রয় বলেছেন: ব্যবধান মাঝে মাঝে থাকা ভাল।
তাতে টান বোঝা যায়।
+++
৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৫
সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন। বোঝা যাচ্ছে ।
৪| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:০৬
চাঁদগাজী বলেছেন:
মনে হচ্ছে, কিছু পাখী উড়ে না, থাকে গাছে ডালে
৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।
কিছু পাখি ডালে থাকে কিছু খালেও থাকতে পারে। তারপরও এক ডানার পাখি বাস্তবে এক্সিস্ট করে না। ডানা কেটে ফেললে করতে পারে। অবশ্য খাঁচার পাখিও আছে বন্দি। সেটা মুক্ত বিহঙ্গ নয় ।
৫| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:১৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর কবিতাটি পাঠে ভালো লেগেছে জনাব।
৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১২
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ও কমেন্টে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৬| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:২৭
রোকসানা লেইস বলেছেন: দুই ডানার এক পাখি কবিতায় এক হয়ে থাকি
৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। অশেষ কৃতজ্ঞতা ।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০২
সেলিম আনোয়ার বলেছেন: এবারের বই মেলায় আপ নার কি কোন বই বেড় হবে ?
৭| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ২:৫৮
মলাসইলমুইনা বলেছেন: তবু যদি সে মায়াবী নাহি বুঝে
ভালোবাসা তবে কি হবে মিছে ?
সেলিম ভাই, কবিতায় ভালোলাগা অনিঃশেষ |
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫২
সেলিম আনোয়ার বলেছেন: বুঝা উচিৎ হৃদয়ের আকুতি।
কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ ।
৮| ৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:২৬
আটলান্টিক বলেছেন: শীতকালে নাকি পাখিরা ঠান্ডায় অন্য জায়গায় চলে যায়।আপনার পাখি এখন কোথায়????
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: পাখি আকাশে উড়ছে........
৯| ৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৯
জনৈক অচম ভুত বলেছেন: ভাললাগা জানিয়ে গেলাম।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১০| ৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৫
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অনেক ধন্যবাদ সুপ্রিয় ব্লগার। দীর্ঘ সময় ধরে আপনি দারুন ব্লগিং করছেন ।
১১| ৩১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪১
সুমন কর বলেছেন: ভালো হয়েছে। +।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
১২| ৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৭
তারেক_মাহমুদ বলেছেন: বরাবরের মতই সুন্দর।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩২
কুঁড়ের_বাদশা বলেছেন: এতো প্রেম ছিল সেলিমের বুকে
তবুও বুঝিলনা আনার কলি।
কবিতা পড়িয়া একখানা লাইক প্রদান করা হইল।