নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
কিংবদন্তী, আপনি চলে গেছেন
বহুদূরে- না ফেরার দেশে,
তবু বেঁচে আছেন —নিজ কর্মগুনে
আমাদের মাঝে।
ফাগুনের সেই প্রথম দিনে
অজস্র ফুল ফুটেছিলো কাননে
পাখিরাও গেয়ে ওঠিছিলো বিহাগের সুরে
সেইবার বসন্ত এসেছিলো
আপনাকে বরণ করে নিতে
নিরবে.. সবার অগোচরে
এভাবেই আপনার মহাপ্রয়াণ
ফাগুনের প্রথম আগুনদিনে—
এই তো সেদিন কাজ শেষে দুপুরে ক্লান্ত ক’জনা
বসেছিলাম কুটুমবাড়ি রেস্তোরায়-সজ্জায় বিন্যাসে সে যে অনন্যা।
খাবারের আয়োজন খুব ভালো লেগেছিলো
ক্ষণিকের আড্ডাটা বেশ জমে ওঠেছিলো
সব কিছু ছাপিয়ে বেশি ভালোলেগেছিলো
দেখে তার চিরচেনা অবয়ব—
আরো অনেকের প্রতিকৃতির সাথে তাঁরটাও ঝুলেছিলো।
ক্ষণিকের তরে নস্টালজিয়াক্রান্ত হয়েছিলো এই মন—তখন
... ... ... ....
কুটুমবাড়ি রেস্তোরায় হয়তো তিনি এসেছেন
আড্ডায় মেতেছেন-যে টেবিলে বসেছি হয়তো তিনিও বসেছেন
তিনি আর নেই আজ রেস্তোরা আছে
রেস্তোরার দেয়ালে তার একখানি প্রতিকৃতি আজও ঝুলে আছে।
বি: দ্র: ফেব্রুয়ারি ১৩ হুমায়ূন ফরীদির মহাপ্রয়ান দিবস। আল্লাহ তায়ালা তাকে জান্নাতবাসী করুক ।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২২
সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন আপনাকে ।
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৭
মাহবুবুল আজাদ বলেছেন: বেশ ভাল লিখেছেন।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:২৬
জাহিদ অনিক বলেছেন:
হুমায়ূন ফরিদীর মৃত্যুতে লেখা কবিতায় ভালোলাগা।
কেন যেন হুমায়ূন নামের লোকেরা সফল হয়; ফরিদী, আহমেদ, আজাদ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৪
সেলিম আনোয়ার বলেছেন: যেমন মুঘল সম্রাট হুমায়ূন ।
৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: সম্প্রতি তিনি একুশে পদক লাভ করেছেন।মরনোত্তর। এটি বহু আগেই তিনি পেতে পারতেন। তার নামে অভিনয়ে সর্বোচ্চ পদক প্রচলন করে তাকে সম্মানিত করা যেতে পারে। কোন অভিনেতা অসাধারণ অভিনয় করে থাকলে এই পদক লাভ করবে এমনটি করা গেলে তাকে যথার্থ সম্মান করা হবে ।
©somewhere in net ltd.
১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:১৬
আটলান্টিক বলেছেন: প্রথম হইলাম