নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

তুমি ঠিকই আসবে

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২০



হৃদয়টা ছিল ক্ষত বিক্ষত অথবা মৃতপ্রায়—জড়,
অবিকল গ্রীষ্মের প্রখর রৌদ্রে ফাটা চৌচির মাঠের মত।
অতঃপর তুমি এসেছিলে ঝর্ণাধারার মতন
এক পশলা বৃষ্টি হয়ে যেন ভিজিয়ে দিলে মন!
প্রকৃতি মেতে ওঠলো অদ্ভুত সজীবতায়
প্রাণের জোয়ার জলে সে কী স্পন্দন!
তারপর দু’কূল ছাপিয়ে উঠেছিলো প্লাবন,
কিছুটা ক্ষণ ভেসেছিলাম হাওয়ায়;
শরতের সাদা মেঘের ভেলায়
সুনীল আকাশে—
নবান্নের উৎসবে মেতে উঠেছি হেমন্তের বিকেলে
তারপর হিম হয়ে আসে উত্তরে হাওয়া
কুয়াশার চাদরে ঢেকে থাকে দু’নয়ন;
এইতো সেদিন হয়ে গেলো পূর্ণ চন্দ্রগ্রহণ
তবু চন্দ্রিমা থেমে থাকেনি
আবারো নামবে জোছনা-চলছে তারই আয়োজন
ঠিকরে ঠিকরে পড়বে আলো— তৃষিত নয়ণে
আবারো ফাগুন আসবে ,
ফুলে ফুলে ভরে যাবে কানন
আবারো আলোড়িত হবে চাতক দু’নয়ন
পাখিদের কলরবে
তুমি ঠিকই আসবে— ফাগুনের হাওয়ায় ভাসবে
শীতের পাখিদের বিদায় দিতে ক্ষনিকের দূরে যাওয়া— শেষে
তুমি ঠিকই ফিরে আসবে ফাগুনের উতাল হাওয়ায়
জঞ্জাল ঘেরা যা কিছু আছে— নির্বাসনে দিয়ে তবেই আসবে,
মুক্ত বিহঙ্গের মতো,অতঃপর তুমি ফাগুনের হাওয়ায় ভাসবে।



মন্তব্য ২৫ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৭

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে সেলিম ভাই।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৫

তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর,খুবই ভাল সেলিম ভাই

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৯

রাজীব নুর বলেছেন: আবেকটা একটু কম লাগল।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৪

সেলিম আনোয়ার বলেছেন: নিঠোর বাস্তব প্রত্যাশা ।

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৪

ভ্রমরের ডানা বলেছেন:

আশাবাদী কবিতায় উচ্ছল প্রেম! ভাল লেগেছে কবি!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৮

শামচুল হক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৪

আটলান্টিক বলেছেন: সুন্দর +

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৬

রেবন্ত বলেছেন: খুব ভালো লাগলো ভাইয়া। শুভেচ্ছা রইলো।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা।

৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: কবিতা ভাল লাগল

৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৪

অয়ি বলেছেন: কল্পনা থেকে বাস্তব কাঠ ফাটা চৌচিরই ভাল।

১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

আখেনাটেন বলেছেন: মুক্ত বিহঙ্গের মতো আসলে সে তো যুক্ত হতে চাইবে না। পালাই পালাই করবে। সেক্ষেত্রে এসেও কোনো লাভ হবে
বলে মনে হচ্ছে না। ;)

১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,




"আজি বসন্ত জাগ্রত দ্বারে ....................."
এমন একটি বারতা নিয়ে তার ঠিকই ফিরে আসার কবিতা ।

১২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৯

চাঁদগাজী বলেছেন:



এবারের কবিতা বেশ ভালো লেগেছে

১৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৫

ওমেরা বলেছেন: চাঁদগাজী বলেছেন:এবারের কবিতা বেশ ভালো লেগেছে । আমার কাছে ও।

১৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৪

মলাসইলমুইনা বলেছেন: কেন জানি তবুওআশাবাদী হয়ে উঠলাম আমিও ....সেলিম ভাই কবিতায় অনেক ভালোলাগা

১৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৭

কথাকথিকেথিকথন বলেছেন:



ফিরে আসুক হৃদয়ে সঞ্চার জাগিয়ে...

১৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সে আসুক এটাই কামনা।
কবিতায় ভাল লাগা।

১৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৩

খায়রুল আহসান বলেছেন: আশা, আসা আর ভালবাসা - মনে হয় সবই অতীন্দ্রিয় অনুভূতি!
কবিতা ভাল লেগেছে। + +

১৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৮

জাহিদ অনিক বলেছেন:


সুদিন আসবে বলে তাই--------
আমি স্বপ্ন দেখে যাই----------------
আমার বয়স বাড়ে ------------
আমি বাড়ি না (অঞ্জন দত্ত)

সুন্দর+

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.