নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আমরা ক’জনা ভেসেছিলেম নদীর জলে
নৌকোতে করে ঈষৎ দুলে দুলে—
বহিতেছিলো শীতের শেষ হাওয়া
ছোট ছোট ঢেউ যেনো করিতেছিলো খেলা।
বহুদিন পরে মেঘনার কূলে ভেসে
ব্যস্ত রাজপথে দু’চোখ মেলিয়া দেখি
ব্যস্ত নগরীর জনাকীর্ণ কাফেলা।
মধ্য গগণে পূর্ণ রবির প্রখর আলো মাথায়
বহিতেছিলো নদীর হিমেল হাওয়া
যেনো প্রচন্ড তৃষ্ণায় শীতল জলের মতো—
ছায়া সুনিবিড় শান্তির নীড় খুঁজে পাওয়া।
মেঘনার বুকে সোনালী অতীতে ভেসেছি আরও কতো
হৃদয়ে আমার ভালোবাসা ছিলো চাতক চকিত।
এখন কী আর সেই আগের দিন আছে?
সংসার কারাগারে জীবনটা মোর চলছে তফাতে
হৃদয়টা তবু কেন যেন আগের মতই থাকে
ভালোবাসার ধ্বংসাবশেষ ভাসে মেঘনার জলে,
এ তপ্ত মরুর বুকে বৃষ্টি হতো সেদিন— তিনি চাহিলে।
তখন কেবলই নদীর বুকে ভেসে হৃদয়ে বসেছিলো স্মৃতির মেলা
আমারে লয়ে হাওয়ায় দুলে দুলে করছিলো ভীষণ খেলা...
১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০০
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভ কামনা ।
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০৪
নূর-ই-হাফসা বলেছেন: বাহ বেশ ভালো লাগলো ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০১
সেলিম আনোয়ার বলেছেন: অনেক কবিতা ধরে রাখতে পারি না ।সব সময় কাগজ কলম সঙ্গে থাকে না বিধায় ।
যেমন হঠাৎ মনে হলো
বল মেঘনার জল.......তারপর মনে নেই ।
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৫১
উম্মে সায়মা বলেছেন: ইচ্ছে করেই কি সাধুচলিতের মিশ্রনে লিখেছেন সেলিম ভাই?
কবিতা ভালো হয়েছে।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৯
সেলিম আনোয়ার বলেছেন: হ্যা ইচ্ছে করেই ওরকম করা ।
৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৪০
মনিরা সুলতানা বলেছেন: কি চমৎকার লিখেছেন সেলিম ভাই !
বেশ নৌকা ভ্রমনের আমেজে।
লেখায় ভালোলাগা ।
৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:০৬
ভ্রমরের ডানা বলেছেন:
ছন্দময় কবিতায় ভেসে ভেসে অনেক দূর! ভালতো লাগবেই!
৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:৩২
মলাসইলমুইনা বলেছেন: সেলিম ভাই, আপনার কবিতা পড়ে সেই কবে দেশে ফেলে আসা এরকমই মেঘনা নয় অন্য কোনো নদীর তীরে কাটানো দিনগুলো, ছোট ডিঙি নৌকায় ঢেউয়ের দোলায় দুলতে দুলতে সেই নদী পাড় হওয়ার উদাসী স্মৃতির কথা কেন যে এতো মনে হলো ! কবিতায় আমার সেই নদীগুলোর বয়ে যাওয়া ঢেউয়ের মতো অজস্র ভালোলাগা !
৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:৩২
জাহিদ অনিক বলেছেন:
বাহ! কাব্যে নৌকার বৈঠার জল কাটার ছলাৎছলাৎ শব্দ শুনতে পেলাম
৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২৭
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
প্রানবন্ত।
©somewhere in net ltd.
১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভালবাসা কখনও ধ্বংস হয় না সেলিম ভাই। মনের গহীনে চুপটি করে লুকিয়ে থাকে। কবিতা ভাল লেগেছে।