নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
ভালোবাসার ফুল— দিলো মনে দোল
কোন সে বনে আজ
রূপোর পাখিটার সোনার কারুকাজ।
তার অনাদরে, গিয়েছিনু দূরে সরে ।
আকাশের সাথে সখ্যতা মোর
পথে পথে কাটাই প্রহর,
হয়েছে অভিমান—
প্রিয়ার সাথে কইনি কথা
হৃদয়পুর তাই যেন হয়েছে খান খান।
এক পেয়ালা ভালোবাসা
আজ দিলাম ছড়িয়ে;
প্রিয়ার প্রাণে লাগুক দোলা
ভালোবেসে মোর অধর
রাখুক জড়িয়ে।
সেই ভালোবাসা দিবস
আছেগো মোর মনে
একটি গোলাপ
রাখা ছিলো তোমার গৃহকোণে।
লাগছিলো তা বেশ
রঙিন আভা মেশাছিলো
তোমার গন্ডদেশ—
উড়ো চুম্বন ভাসিয়ে দিলাম
তোমার রঙিন ঠোঁটে
অবাক কাঁপন লাগলো প্রিয়া
আমার ভীরু বুকে ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১০
সেলিম আনোয়ার বলেছেন: কেন হাসি পেল???
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫৯
অর্ক বলেছেন: দারুণ কবি! শুভেচ্ছা।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর সম্ভাবনা ।
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০১
কুঁড়ের_বাদশা বলেছেন: সেলিমের হৃদয় বুঝিল না আনার কলির?
“আই লাভ ইউ” দিবসের শুভেচ্ছা রহিল।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৬
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও সে.ম শুভেচ্ছা ভালো থাকবেন সবসময় ।
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২০
আখেনাটেন বলেছেন: ভালোবাসা ধরা না দিয়ে যাবে কই? ধরা তাকে দিতেই হবে!
চমৎকার।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও শুভকামনায় অনেক ধন্যবাদ। বিশ্বভালবাসা দিবসের শুভেচ্ছা ।
৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৪৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: প্রকৃত ভালবাসা তো প্রতিদিনই হতে পারে। তার জন্য তো ভালবাসা দিবসের মত কোন উপলক্ষ্যের প্রয়োজন হয় না।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:৪৭
জাহিদ অনিক বলেছেন:
ভালোবাসা দিবসের শুভেচ্ছা।
সুন্দর+
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।ভালোবাসা দিবসের শুভেচ্ছা ।
৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:১২
মলাসইলমুইনা বলেছেন: ভালোবাসায় ভরপুর ভালোবাসা দিবসের কবিতায় ভালোলাগা, সেলিম ভাই |
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০০
রাজীব নুর বলেছেন: অতি মনোরম।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।
৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৭
সোহানী বলেছেন: ভালোবাসা দিবসের শুভেচ্ছা কবি..........
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫১
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ভালোবাসা দিবসের লালগুলাপের শুভেচ্ছা ।
©somewhere in net ltd.
১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫৪
ওমেরা বলেছেন: কবিতাটা পড়ে আমার শুধু হাসি পেল —— কেন তা জানি না ।