নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
বিশ্ব-ভালোবাসা দিনে—ব্যস্ততার আভরনে
দিয়েছি গাঁ ঢাকা—
ভালোবাসার এমন দিনে
কেমন করে
তার বিহনে
নিরস বিরস —স্বরচিত নির্বাসনে
একেলা একেলা থাকা।
ডেমরা রোডের ধারে
রং তৈরীর আবর্জনা যেথা
ফেলেছে সবে বিবেকহীনের মতো—দুর্গন্ধে ভরা পরিবেশে
ব্যস্ত মোরা চারজনে করে গেছি গবেষণা।
রাস্তায় থাকা গাড়িগুলো এলোমেলো
উড়িয়ে ধূলো—চলার পথ খুঁজছিলো।
ধূলোবালি ধোয়া খেয়ে
বিকট নিনাদ শব্দমাঝে
আমরা ক’জনা ব্যস্তকাজে
তিনিও ব্যস্ত অন্য কাজে
রাস্তাতে নয় রাজপ্রাসাদে
তবু ভাবি
আমার কথা কি তার মনে আছে?
ভালোবাসার এমন দিনে নয়তো রাতে,
অনেক বাঁধা হয়তো তাতে!
তবু অবুঝ প্রেমের জোয়ার কি আর
পারে কেহ আটকাতে?
ভালোবাসা তো আর মিথ্যে নয়,
নাকি প্রেম কেবলই ছলনাময়!
ক্ষণিকের এই জগতটাতে,
ভালোবাসার পরিণতি ,
বুঝিয়ে দেবে সাগর নদী।
মোহনার সন্নিকটে
নদীর কি আর থাকে গতি?
সাগর-নদী চুপটি করে
গভীরতম অনুভূতি—
এমনি করে হয় বিনিময়।
ভালোবাসার এমনি রূপ
ভালো না হয় মন্দ হোক—সবাই জানে
ভালোবাসা নদীর মতন—
গড়তে আবার ভাঙতে জানে ;
নীল আকাশে পাখা মেলে
পাখির মতন ভাসতে জানে;
অথৈ জলে হাসের মতন..
পাঠকমনে কবিতার মতন
ছন্দাকারে বাজতে থাকে।
এমনি করে ভালোবাসার এই পৃথিবী
নিজ কক্ষপথে ঘুরতে থাকে—
কাজের মাঝে তাইতো খুঁজি,
ভালোবাসার সোনার তরী।
ভালোবাসা নয় ক্ষণিকা;
বৃক্ষডালে যেমন স্বর্ণলতিকা;
উড়িয়ে দেবে তারে তুচ্ছাকারে।
ভালোবাসা ধ্রুবতারার মতন
আঁধার রাতে জ্বলতে থাকে;
যারে দেখে দিকভ্রান্ত পথিক
সঠিক দিক চিনতে পারে।
ভালোবাসার চেয়ে খাসা
আছে কী কিছু এই জগৎ সংসারে?
শতকাজের মাঝেও আজ
যত্ন করে রেখেছি তারে
এই মনে—
ভালোবাসার আসল নকল
প্রেমিক হৃদয় ঠিকই জানে।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৪
সেলিম আনোয়ার বলেছেন: সারাদিন কাজে ছিলাম। যেখানে রুমান পেন্ট তার অপদ্রব্য ডাম্প করে সেখানকার মাটির গুনাগুন পরীক্ষা ।আর ওটা করে বিশ্ব ভালোবাসা দিবস পার ।
©somewhere in net ltd.
১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১২
চাঁদগাজী বলেছেন:
অস্বাস্হ্যকর মুক্তোর স্তুতি