নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

অমর একুশে

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬




নব উদ্যমে জাগো, একুশে ফেব্রুয়ারি,
আমরা কি ভুলিতে পারি?—
ফাগুনের আগুনে থোকা থোকা লাল ফুল—
রাজপথে রক্তের আল্পনা.
ফুলে—রক্তে—শ্লোগানে, আন্দোলনে মুখোরিত
কিংবদন্তীর ইতিহাস, তুমি অনন্য;
গৌরবের চূড়ামণি, তোমাকে অভিবাদন জানাই।
বৃক্ষ-শাখে ফাগুনের বহ্নিপ্রপাতে
যেমতি নবোপল্লোব উঠে জেগে
সবুজের সমারোহে-
তেমনি তোমার পরশে বীর বাঙালীর
জেগে ওঠা —তোমার তুলনা নাই।
কত শত লালফুল কত শত মানুষের ভীড়ে
বাংলা বর্ণমালা খচিতো শহীদ মিনার
থাকো স্থির দাঁড়িয়ে
সন্তানহারা মায়ের মতো- বেদনার রঙে রঞ্জিতো
আমরা যে হারিয়েছি আমাদের বীরোগ্রজো—ভাই।
তবু তোমাতে মোদের গৌরবের সীমা নাই!
তবে কী বেদনা ফুল হয়ে ফুটে, পাখি হয়ে গায়— সোনার বাংলায়।
সুপ্রিয় বাংলা ভাষা বিশ্ব দরবারে নজির সৃজিয়া
মাথা উঁচু করে সবার উপরে
আজি দাঁড়িয়ে আছে ঠায়।
বাংলায় লিখি বাংলায় বলি বাস করি বাংলায়
বাংলা ভাষা . শিশুর জীবনে মায়ের মতোন অনিবার্য তাই।
যাদের আন্দোলনে প্রাণের দানে আমাদের মাতৃভাষা
হৃদয়ের অর্ঘ্য সপিলাম তাদের বিলিয়ে দিলাম অফুরাণ ভালোবাসা।

মন্তব্য ৩৭ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

চাঁদগাজী বলেছেন:


একুশ থেকে বাংগালী জাতি কিছুই শিখেনি; সরকারী কর্মচারীরা মানুষের অধিকার লুন্ঠন করে মানুষকে পড়তে দেয়নি, শতে ৪০ জন মানুষ বাংলা পড়তে ও লিখতে জানে না।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

সেলিম আনোয়ার বলেছেন: যারা জানে তারা কি লিখতে ও বলতে পারছে? আদালত কি ঠিক রায় লিখতে পারছে?

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২২

সেলিম আনোয়ার বলেছেন:

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যাদের আন্দোলনে প্রাণের দানে আমাদের মাতৃভাষা
হৃদয়ের অর্ঘ্য সপিলাম তাদের বিলিয়ে দিলাম অফুরাণ ভালোবাসা।

সুন্দর। সকল ভাষা শহীদদের জন্য শ্রদ্ধা।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৪২

সেলিম আনোয়ার বলেছেন: সে কি জেগেছো সারারাত, গতরাতে?
বাংলামায়ের কোলে, সকল কাজ ফেলে ভুলে ;
গতরাতে ছিলো না রবি অন্যরাতের মত
তবু কতজনে জেগেছে বুকে নিয়ে গভীর বেদনা—
চিরকালীন এক ক্ষত।
বাংলামায়ের দামাল ছেলে —দিয়েছিলো বুকের রক্ত ঢেলে
সংগ্রামে দূর্বার মিছিলে
তবু কেড়ে নিতে দেয়নি মায়ের ভাষা;
তাদের সম্নানে আজিকে মোদের সারারাত্রি জাগা
রক্তে রাঙানো ’বায়ান্নের একুশ,
রাতের নির্জনতা কেড়ে
বীর বাঙালি থেকেছে কোলাহলমুখর।
রাজপথে আজও মানুষের ঢল—
ফুল কুড়িয়ে শহীদ মিনারে হৃদয়ের অর্ঘ সঁপিতে
চল চল চল
জট লেগেছে রাজপথে
গানে গানে মুখরিত চারিদিক
একুশের মহান রাতে
আমার পাখি একলা থাকি কোন বনেতে রয়?
নগ্নপায়ে নেমেছে সবাই পথে, ধূলো—শিশির পুষ্পমঞ্জরী কই ।
তাহারে লয়ে শহীদ মিনারে দিতাম ফুলের মালা
আজিকে ফাগুন করবে যেথা খেলা
বাংলা বর্ণমালা ঘিরে আজি ফুলেল উৎসব
বাংলায় লিখি তারই স্তুতি— মোর প্রিয়তমা তার পাঠক ।

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর একটা কবিতা উপহার দিয়েছেন বাঙালি জাতির গৌরবময় ঐতিহাসিক দিনে,
কৃতজ্ঞতা জানবেন।

জয় হোক বাংলার

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২৫

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অশেষ কৃতজ্ঞতা কমেন্টে ও পাঠে। মহান একুশের শুভেচ্ছা থাকলো ।

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৫

জুন বলেছেন: সকল ভাষা শহীদদের জন্য একুশের শ্রদ্ধা।
+

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৫

সেলিম আনোয়ার বলেছেন: অশেষ কৃতজ্ঞতা কমেন্টে। একুশ আমাদের শক্তি। একুশ আমাদের বেদনার নীল রং। একুশ আমাদের মাতৃভাষা উচ্ছল চঞ্চল ।

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমাদের ইতিহাস উজ্জ্বল। এবং বুদ্ধিমান গাধার মত আমরা শুধু সে'সবের গল্প করি। অন্যকে শোনাই অথচ নিজে শুনি না।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৭

সেলিম আনোয়ার বলেছেন: আমাদের ভবিষ্যৎও আছে। আমরা গৌরবেজ্জ্বল অতীত স্বরণ করি উজ্জ্‌ল ভবিষ্য গড়ার তাগিদে।

অশেষ কৃতজ্ঞতা কমেন্টে ।

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩১

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,



একুশের জন্যে ভালোবাসা অফুরান।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪২

সেলিম আনোয়ার বলেছেন: কোন সন্দেহ নেই ।

একুশ মোদের চেতনা একুশ মোদের বিশ্বাস..।
একুশ মানে ভালোবাসা যেমতি বেঁচে থাকার নিশ্বাস।

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৯

সুমন কর বলেছেন: সময়োপযোগী কবিতা। ভালো লাগা রইলো।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২১

কথাকথিকেথিকথন বলেছেন:




কবিতা ভাল লেগেছে । মাতৃভাষার শুভেচ্ছা ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০৫

সেলিম আনোয়ার বলেছেন: অশেষ ধন্যবাদ শুভেচ্ছায় ও কমেন্টে । দিনটি বেদনার । দিনটি মাতৃভাষার ।দিনটি গৌরবের....

১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৫৭

জাহিদ অনিক বলেছেন:
সুন্দর। খুব সুন্দর

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:২৬

মলাসইলমুইনা বলেছেন: কবিতায় ভালোলাগা, ভালোবাসা অনেক অনেক

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২০

সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ কমেন্টে ও পাঠে ।

১২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:২৭

সেলিম আনোয়ার বলেছেন: সত্যি আজ মহান একুশে। কোটি বাঙালি উদযাপন করছে।

১৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে++


সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রইল।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২১

সেলিম আনোয়ার বলেছেন: অসংখ্য ধন্যবাদ শাহরিয়ার কবির ।মাতৃভাষা মায়ের মতো।

১৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪০

সৈয়দ ইসলাম বলেছেন:

ভালো লাগলো কবিতাটি। ধন্যবাদ

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

১৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৮

তারেক ফাহিম বলেছেন: কবিতায় ++
সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৯

সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।

১৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: একুশ তারিখ দুপুর বেলা
আসরেরই অক্ত;
বৃষ্টি পরে,বৃষ্টি কোথা
বরকতেরই রক্ত !! ---আল মাহমুদ

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩১

সেলিম আনোয়ার বলেছেন: আল মাহমুদ অনেক বড়ো কবি।
তার কবিতাংশ পড়ে ভালো লাগলো ।

১৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫১

নূর-ই-হাফসা বলেছেন: কথা গুলো অনেক ভালো লাগলো ।
দারুন কবিতা

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: একুশের চেতনা শুধূ প্রথম প্রহরের নয়!
মিশে যাক প্রতি প্রহরে-যাপিত জীবনের

শুভেচ্ছা কবি

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৫

লক্ষণ ভান্ডারী বলেছেন: বাংলা আমার মাতৃভাষা
বাংলা আমার প্রাণ,
বাংলা আমার মায়ের ভাষা
বাংলায় গাই গান।

ছন্দে ছন্দে অসাধারণ উপস্থাপনা।
কবিতা পাঠে মুগ্ধ হলাম।
কাব্যশৈলী চমত্কার।

প্রিয়কবিকে শহীদ ও মাতৃভাষা দিবসের রক্তিম অভিনন্দন জানাই।
শুভকামনা রইল সদা সর্বদা। ভাল থাকুন, সুস্থ থাকুন।
সাথে থাকুন, পাশে রাখুন।
প্রাণভরে লিখুন, লিখতে থাকুন।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

২০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫২

সোহানী বলেছেন: অনেক ভালো লাগলো কবি..........+++++

২১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৯

শ।মসীর বলেছেন: ভাল লাগা.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.