নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

বাসন্তী বাতায়নে গুনগুন —গুঞ্জরণ

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৭



আলোকোজ্জ্বল এক ভোরে গাইবে বাসন্তী কোকিল। ফাল্গুনের উতাল হওয়ায় সুভাস ছড়াবে পলাশ— চাঁপা— সন্ধ্যামালতী। পৃথীবির বুক বিদীর্ণ করে গজাবে এক অচিন উদ্ভিদ। প্রতীক্ষার লাল গালিচা বিছিয়ে চাতক দু’চোখ তৃষিত হৃদয়ের কিংবদন্তীর এক কাব্য বিরচণে
যেন সুপাঠ্য নিপুণ চারুলিপি। সেই অচিন বৃক্ষের নাম প্রেম অথবা প্রিয়তমা।


ময়ূরীর মতন পেখম তুলে রূপজৌলুসে ফগুনের আগুন ছড়িয়ে দেবে। দিয়শলাইয়ের কাঠির মতো জ্বলিয়ে দাও, কামনার বহ্ণিশিখা। যেন
আধার রাতে জ্বলে থাকা ধ্রুবতারা। দিকভ্রান্ত প্রেমিক অনায়াসে চিনে নেবে তারে। শিশিরের মতো অনন্ত কালে জমে জমে সৃজিত এক
সরোবর প্রেম উছলিয়া উঠিবে প্রিয়ার ম্যাগনালিয়ায়। গ্লাডিউলাসের ব্যঞ্জনায় সুরভিত হবে চারিদিক।অনন্ত পিয়াসী ভ্রমর এক সাগর তৃষ্ণা
নিবারণে হয়ে ওঠবে ভালোবাসা নিপূন শিল্পী।লজ্জাবতী লতাটিও হয়ে ওঠুক মাতোয়ারা।

বসন্তে লুকোতে নেই । বসন্তে পালাতে নেই। বসন্ত প্রেমের; বসন্ত অনন্ত যৌবনের; ভালোবাসার জলপানের । বসন্ত কোকিলের,
ফুলের, ভ্রমরের— ফগুনের আগুনের । বসন্ত অবলোকনের, উদযাপনের, অবগাহনের— অনন্ত সুধা পানের। নক্ষত্রের আকাশের;
দারুচিনি বনের।

বসন্ত হংসমিথুনের;ঘাস ফড়িঙের, সবুজ দূর্বাবনের,অনন্ত আকাশের। বাংলা বর্ণমালার। রক্তের আল্পনার । মিছিলের।ভাষা আন্দোলনের । মাতৃভাষার উত্থানের। বসন্ত প্রকাশের। বসন্ত যেন ভোরে রবি; আলোবিকীরণের।

বসন্ত মিলনের সৃজনের রতিসুখে গা ভাসিয়ে অবশেষে একান্তই আমাদের দু’জনের; দুটি প্রানের—স্বপ্নোত্থিতার নিশি জাগরণের।
ওগো প্রাণের স্পন্দন হৃদয়ের উপাসনা জীবনে সবই বৃথা প্রেমের বিভীষিকা ছাড়া। চাতকোনয়ণে বৃষ্টি জল হয়ে এসো। অনবদ্য বিন্যাসে বিনুনি ঘন কেশে মায়াবন বিহারিনি মনোব্যঞ্জণ হয়ে এসো। স্বর্গসুখের স্বর্ণালি সুখের খনি হয়ে এসো। অনন্ত পিয়াসে সুশীতল জল হয়ে এসো। ভাসাও -ডুবাও- সজ্জ্বিত করো; এলোমেলো করো দলিত পদ্মফুল হও।

আকুল দরিয়া তুমি আজি— আমি নৌকোমাঝি; প্রচণ্ড ঝড়ে অশান্ত সগরের বুকে নৌকোর মাস্তুলে পাল তুলি।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৪

করুণাধারা বলেছেন: বসন্ত বন্দনা! ভাল হয়েছে।

সাথে আম্রমঞ্জরীর ছবি দেয়াটাও ভাল লাগল। আমিও মাঝে মাঝে জানালা দিয়ে আম্রমঞ্জরী দেখে ভাবি ইটপাথরের বনেও প্রাণের বিকাশ দেখা যায়!!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪০

সেলিম আনোয়ার বলেছেন: জানালতে উঁকি দিলে ভেসে উঠে অম্রপুষ্পমঞ্জুরী। সহজ ভাষায় আমের বোল। এটা আমাদের সংস্কৃতি সঙ্গে মিশে আছে।
ওম ফাগুনে তোর আমের বনে কি দেখেছি আমি কী দেখিছি মধুর হাসি...।

অশেষ কৃতজ্ঞতা জানবেন কমেন্টে ও পাঠে ।

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ বসন্ত কাব্য গড়েছেন কবিবর। সুন্দর ও যথার্থ কথামালার গাঁথুনিতে গড়া কাব্যরসে ভরপুর মধু গুঞ্জরনে মুগ্ধতা জানিয়ে গেলাম। ছবিটিও মনোমুগ্ধকর।

দারুণ বসন্ত কাব্য গড়েছেন কবিবর। সুন্দর ও যথার্থ কথামালার গাঁথুনিতে গড়া কাব্যরসে ভরপুর মধু গুঞ্জরনে মুগ্ধতা জানিয়ে গেলাম। ছবিটিও মনোমুগ্ধকর।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০৭

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার ছবি ও কমেন্ট। অশেষ কৃতজ্ঞতা জানবেন কবি ।

নাকের ফুল আম্র মুকুল.....

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৩

রাজীব নুর বলেছেন: আপনি তো ভালো লিখেন।
বসন্ত আমার প্রিয় ঋতু।
আচ্ছা, বসন্তের বাতাসকেই লিলুয়া বাতাস বলে?

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:০৬

সেলিম আনোয়ার বলেছেন: বসন্তের বাতাসকেই লিলুয়া বাতাস বলে? হা ।

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৬

সোহানী বলেছেন: সত্যিই বসন্ত এসে গেছে............ আপনার অসাধারন গদ্য কবিতা পড়ে তাই মনে করিয়ে দিলেন।++++++

এখানো তো দুই ঋতু.... চরম ঠান্ডা, চরম গরম!!!!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:০৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা।ভালো থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো ।

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১৪

জাহিদ অনিক বলেছেন:


সুন্দর সুন্দর খুব সুন্দর

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:০৮

সেলিম আনোয়ার বলেছেন: অশেষ কৃতজ্ঞতা কমেন্টে ও পাঠে ।

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২২

ফাহমিদা বারী বলেছেন: অন্যরকম আবহে ঘেরা লেখাটি চমৎকার লাগলো।
বেশ ভালো লিখেন আপনি।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:০৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৬

চাঁদগাজী বলেছেন:


আপনি সবকিছুতে ঘুরেফিরে কামনা, প্রেম, প্রেয়সীকে নিয়ে আসেন; মনে হয়, লেখায় অন্য বিষয়ও আনার দরকার।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১০

সেলিম আনোয়ার বলেছেন: কি যানি কেন যে টেনে আনি?

৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০০

ওমেরা বলেছেন: চাঁদগাজী বলেছেন: আপনি সবকিছুতে ঘুরেফিরে কামনা, প্রেম, প্রেয়সীকে নিয়ে আসেন; মনে হয়, লেখায় অন্য বিষয়ও আনার দরকার।

চাঁদগাজী ভাইয়া ঠিকই বলেছেন আমি ও উনার সাথে একমত।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। কবিতা বোধ হয় ভালো হয়নি ।

৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০২

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,




কোকিলা বসন্ত এসে গেছে । আপনার ব্লগ বাতায়ন গুঞ্জরণ তুলে ফুলমঞ্জরীর বন্যায় ভেসে গেছে ...............

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১৩

সেলিম আনোয়ার বলেছেন: বসন্তের পরে গ্রীষ্ম আসিবে এটাই নিয়ম..এ ক্ষেত্রে কী যে হয় !!

১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:১৪

মলাসইলমুইনা বলেছেন: মহা কাব্যিক বসন্ত বন্দনা ! এক ফুট স্নোতে ডুবে থেকেও বসন্তের ছোয়া পেলাম যেন ! আহা কত চেনা চাপাইয়ের মুকুলিত ওই আম গাছগুলো অমর হোক ....

০২ রা মার্চ, ২০১৮ সকাল ৮:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.