নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

সম্মিলিত প্রয়াস..প্রজাপতি এবং যাচ্ছি গো মা মরে

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৬


এখনো পড়ছি,
আগেও পড়েছি—
আগামীতেও পড়বো..তা,
এ যে সুঘ্রান মাখা—
মৃগনাভীর মতো।
ব্যস্ততার পুরু দেয়াল ভেদ করে
ফুরসত বের করে
তারপরও করি পাঠ।
শিকারের নেশায় বুদ হয়ে থাকা
উন্মাতাল শঙ্খচিলের মতো; অবিরত প্রচেষ্টায়—
এভাবে কেটে যায় রাত,
দিনও হয় গত।—
একদিন তুমিও পড়িবে!
হয়তো ভালোবেসে একেবারে মরিবে!!
… প্রেমের মরা।
সেদিন থাকিবেনা তোমার কোন লাজ
হয়ে ভীষণ উদ্ধত।
আমরা দু’জনেই করিবো তরজমা
পাতালপুরির স্বর্গস্পর্শি দু’জনার দেহ;
হয়তো বুঝিবেনা কেহ—
অথবা বুঝিবে—
নক্ষত্রের দূর আকাশে
ভেসে থাকা, ধ্রুব তারার মতোন— সুস্পষ্ট ।

প্রজাপতি

তুমিতো স্থির নও
সারাদিন করছো হাঁটাহাঁটি;
নিকটে তোমার মন বসেনা।
রান্নাঘরে মন পড়ে থাকে
ঘরের বাইরে পারলে যেতে
হয়ে ওঠো তুমি
টগবগে অশ্বের মতো।
লুকোচুরি খেলাতেও তোমার নেই জুড়ি
আনন্দে তাতে করো গড়াগড়ি
তুমিতো আচরণে পেয়েছো সবটা তারি।
এক হাসিতেই হৃদয় কাড়ো,
তুমি যাদুকর, মস্ত বড়ো,
এখন তুমি থাটতে পারো।
আগামী কইবে কথা—হয়তো
ঝরবে মুখে মধু তারি মতো;
মোটেও অবাক হইনা আমি তাতে
তুমিতো মোর প্রিয়তমারই মতো ।

যাচ্ছিগো মা মরে



যাচ্ছিগো মা মরে—শ্বাস নিতে পারছিনা,
ছোট্ট বোনটি আমার
যন্ত্রণাতে কাতরায়—সহিতে পারিনা
তাই যাচ্ছিগো মা মরে!
বাতাসে মিশেছে বিষ—দিয়েছে ওরা ছড়িয়ে,
একটি মাত্র মাস্ক— আমরা দুটি প্রাণ,
বাঁচিবো কেমন করে।
ছোট্ট বোনের মরণ যাতনা
দেখিতে পারিনা— মনটা কেমন করে।
তারে বাঁচাতে গিয়ে—আজি যাচ্ছি গো মা মরে।
কী দোষ ছিলো মোদের,
মানুষের অবনীতে ?
আজ বিশুদ্ধ বাতাসের এত অভাব!!
অভাবে তার গেলাম আমি মরে।
ছোট্ট বোনটি আমার থাকুক বেঁচে
এই অবনীর পরে—
নিষ্ঠুর ধরনী,
কি দোষ করেছি আমি?
বিনাদোষে আজ—গেলাম আমি মরে।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩২

*** হিমুরাইজ *** বলেছেন: ঋদ্ধ নিয়ে খুব সুন্দর করে লিখেছেন সেলিম ভাই।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৩

তারেক_মাহমুদ বলেছেন: কিনেছি

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৬

সেলিম আনোয়ার বলেছেন: পড়তে থাকুন । ভালো লাগবে ।

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৭

সুমন কর বলেছেন: কবিতার মাধ্যমে রিভিউ, সুন্দর হয়েছে। +।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০২

সেলিম আনোয়ার বলেছেন: ঋদ্ধ ২ তে আপনার একটি কবিতা আছে...... ঋদ্ধ যথার্থই ঋদ্ধ!!!

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪০

ওমেরা বলেছেন: আপনি তো কবিতা ভালই লিখেন আপনার কবিতা নেই?

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০০

সেলিম আনোয়ার বলেছেন: না নেই ।
ঋদ্ধের(২) কবিতা গুলো বেশ সমৃদ্ধ। কি করি আজ ভেবে না পাই এর কবিতা পড়েছি, সুমন কর সাহেবের কবিতা পড়েছি,
বাঁশ নিয়ে একটি লেখা পড়েছি অনেক গুলো পড়া বাকী আছে। । পুরোটা পড়ে মন্তব্য করবো । একটা ভালো সৃষ্টি ।সম্পাদক অত্যন্ত যত্নের সঙ্গে কাজ করেছেন।প্রচ্ছদও ভালো হয়েছে ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৩

সেলিম আনোয়ার বলেছেন: ড. এম এ আলীর লেখা ভালো হয়েছে গিয়াস লিটন ভাই ভালো লিখেছেন

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৩

সেলিম আনোয়ার বলেছেন: ওমেরা বেদনার এক নীল যুক্ত করেছি।

৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২০

চাঁদগাজী বলেছেন:


শেষ কবিতাটা বিশ্ব মানবতার প্রতি মমতার প্রতীক

০১ লা মার্চ, ২০১৮ রাত ৯:১১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।

৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: ব‍্যাপারটি কেমন নিষ্ঠুর। বাচ্চা একটা মেয়ে মরে গেলো এই ভাবে।

৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৩

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,



প্রজাপতির মতো উড়ে উড়ে আপনিও কবিতায় ঋদ্ধ হয়ে ঊঠছেন দিন দিন ।
শেষের কবিতাটিতে আপনার মানবিক একটি দিক প্রকাশিত কিন্ত ছবির ঘটনাটি আসলে বানোয়াট । ঐ ছবি সিরিয়ার এক হাসপাতালে শিশুদের গ্যাস মাস্ক পড়িয়ে যে চিকিৎসা দেয়া হচ্ছে , তার । পত্রিকান্তরে দেখে নেবেন ।

০১ লা মার্চ, ২০১৮ রাত ৯:১২

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা তো হয়েছে। আরে ঠগ বাছতে গাঁ উজাড়।
কবিতা তো হয়েছে।
এখন আঁধার সময়।

৯| ০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শেষের কবিতাটি বেশী ভালো লেগেছে।

০১ লা মার্চ, ২০১৮ রাত ৯:১৫

সেলিম আনোয়ার বলেছেন: শেষের কবিতা ভালো লেগেছে যেনে ভালো লাগলো ।

১০| ০১ লা মার্চ, ২০১৮ রাত ৯:১৪

সেলিম আনোয়ার বলেছেন: নামকরা সব ব্লগারদের কবিতা ও গল্প ঋদ্ধ-২ কে সমৃদ্ধ করেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.