নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

বসন্ত বাতায়ন

০৩ রা মার্চ, ২০১৮ সকাল ১১:৪৮



ফাগুনের পূর্ণিমা আগুন ঝরালো
ঠিকরে ঠিকরে চারিদিকে ছড়ালো
শশীর কিরণ;

অবাক জোছনা মায়া ঢেলে দিলো
অবণীর বুকে বসন্ত বাতায়নে আজি
উন্মাতাল মন।

আমি হেঁটে চলেছি মনের দহনে ভেবে ভেবে
আনমনে_ কীভাবে কাটায় সখি ক্ষণ
একেলা যখন এমন দহন রাতে?
হয়তো বিরহের ফুল ফোটে ,
তার অনন্ত প্রতীক্ষার বুকে,
পাথর সময় ঘিরে় করে বিরচন
অবাক জোছনা কানন।

কতো কবিতা লিখেছি ভালো বাসিয়া নিজেরে সঁপেছি তার কাছে,
বারবার মন্ত্রমুগ্ধ হয়ে তাঁরে খুঁজেছি,
সপ্ন জাল বুনেছি মনে মনে দোসর গড়েছি।

কহিবো না কথা আর কাহারো সনে তারে কথা দিয়েছি।
কথাও রেখেছি...

অতঃপর দূর গ্রামে সেখানে গড়েছি নীড়, ছোট্ট পাখির। খুঁজিনি প্রাসাদ কোনো..
দূর থেকে বেসেছি ভালো।

দূর চন্দ্রিমার মতো।

প্রেমাহত মনে তবু থাকিনি থেমে,
ডানা ভাঙা শালিকের ভয় কি আর আছে?
ছুটে চলেছি সমুখপানে তাহারে লয়ে মনের গহীনে যেখানে
ভালোবাসা বাঁধে ঘর পরম যতনে।

মেনেছি তাঁর সব কথা _ ভালোবাসার অমোঘ বার্তা। এমনো ভালোবাসা কেহ বেসেছে কি কাহারে?
শুধাই তাহারে।


মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৮ সকাল ১১:৫৫

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর + :)

০৩ রা মার্চ, ২০১৮ রাত ১১:২০

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

২| ০৩ রা মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৯

পদাতিক চৌধুরি বলেছেন: আপনি ছোট্ট নীড়ের খোঁজে খুজে বেড়ান তাকে,
স্বপ্ন দেখুন এক নুতন ভোরের আশে।
ধন্যবাদ,শুভেচ্ছা নেবেন।

০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ১২:২১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে অশেষ ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৩| ০৩ রা মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৯

পদাতিক চৌধুরি বলেছেন: আপনি ছোট্ট নীড়ের খোঁজে খুজে বেড়ান তাকে,
স্বপ্ন দেখুন এক নুতন ভোরের আশে।
ধন্যবাদ,শুভেচ্ছা নেবেন।

৪| ০৩ রা মার্চ, ২০১৮ দুপুর ২:২৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা।

৫| ০৩ রা মার্চ, ২০১৮ বিকাল ৩:১৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুন্দর। +

০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ১২:৪০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

৬| ০৩ রা মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৪

রাজীব নুর বলেছেন: আমি কিন্তু আপনার কবিতার একজন মুগ্ধ পাঠক।

০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ১২:৪১

সেলিম আনোয়ার বলেছেন: আপনি একজন ভালো ব্লগার আপনার কমেন্ট আমার জন্য প্রেরণা ।

৭| ০৩ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৪

জাহিদ অনিক বলেছেন:


জোছনা আসলেই অবাক করা বিষয়---------
সবাই অবশ্য দেখে না চাঁদ
আপনি দেখেছেন এবং আমাদেরকেও দেখিয়েছেন

০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ১২:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: গতরাত ছিলো পূর্ণিমা।
অবাক জোছনা , আমার প্রিয়তমার মতো।
চন্দ্রিমা আর আমার প্রিয়তমার মধ্যে নেই পার্থক্য।
তাইতো দেখি চাঁদ। প্রিয়তমাও চাদের মতো আলো বিলোয় ।

৮| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৪৪

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: অসাধারণ হয়েছে।

১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১:১৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.