নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

হে নারী, করি তব বন্দনা

০৭ ই মার্চ, ২০১৮ রাত ১১:০৩



হে নারী, কোন জাদুমন্ত্র বলে নর
তোমার ঐ পদতলে
বিছিয়ে দেয় ফুল।

ফাগুনের হাওয়ায় ভাসে কেবল
তোমার কানের দুল।

ট্রয় নগরীর উপাখ্যান কোন সে কারণে
বিশ্বমানবতার পুলিন্দা মাদার তেরেসা
জানে সকল জনে।
বেগম রোকেয়া খুলেছেন দ্বার
আঁধার রাতে চন্দ্র তারার।

যুগ যুগ ধরে
অজস্র কবি অবণীর পরে
তোমারে লয়ে
লিখেছেন কবিতা;
অনন্ত যৌবনের সঞ্জীবনী
তুমি সুপ্তোত্থিতা।

ভাঙো আর গড়ো নদীর মতো,
হে নারী, তুমিই জননীর রূপে চিরন্তন শাশ্বত।
বেহেশতের খুশবু তব পদতলে
তোমার স্তন্য_ মানবের প্রথম অন্ন
প্রিয়তমা রূপে তুমিই দানো স্বর্গ পুরুষের জন্য।
হাসিতে তোমার মুক্তো ঝরে
চুলে হারায় মন
ঠোঁটে তোমার শরাবুন তহুরা
যৌবনের অনুরাগে তুমিই মহেন্দ্র ক্ষণ।

যুগ যুগ ধরে অবণীর পরে
সাধনার ধন মনি কাঞ্চন যোগ
হে নারী, করি তব বন্দনা ।
………………………….........………….…………........
আর কিছুক্ষণ পর ৮ মার্চ,বিশ্ব নারী দিবস। কবিতাটি বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূত যারা বিশেষ করে নারী ব্লগার জানা , শায়মা হক,জুনাপি, আরজুপনি, মুনিরা সুলতানা, সোহানী, নূর-ই-হাফসা, গুলশান কিবরিয়া, নীল পরী, উম্মে সায়মা, ওমেরা সহ সকল নারী ব্লগারদের শ্রদ্ধাবনত চিত্তে উৎসর্গ করা হলো। আরো উৎসর্গ করা হলো কর্মজীবি সকল নারী । আমার অফিসের নারী কলিগদের । সবার।

ছবি: নেট ।


মন্তব্য ৩৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৮ রাত ১১:১৪

রায়হানুল এফ রাজ বলেছেন: সকল নারীর প্রতি বিনম্র শ্রদ্ধা।

০৮ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: অশেষ কৃতজ্ঞতা ।বেটার হাফ একজন নারী। শ্রেয়তর অর্ধেক.. :)

২| ০৭ ই মার্চ, ২০১৮ রাত ১১:৪৫

রোমিও সবুজ দাস বলেছেন: সকল মা, বোন,এবং আমার (বউ, প্রেমিকা, সহকর্মী) বান্ধবিদের নারী দিবসের শুভেচ্ছা।

০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

৩| ০৭ ই মার্চ, ২০১৮ রাত ১১:৫৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সহব্লগারসহ সব নারীকে শুভেচ্ছা ও অন্তরের অন্তস্তল থেকে শ্রদ্ধা। ধন্যবাদ সেলিম ভাই।

০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৪০

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা ।

৪| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ১২:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: গুরুত্বপূর্ণ দিন নারী দের শ্রদ্ধাঞ্জলি।

৫| ০৮ ই মার্চ, ২০১৮ ভোর ৬:৩৬

সৈয়দ ইসলাম বলেছেন:
সকল নারী ব্লগারসহ বিশ্বের প্রত্যেক নারীর জন্য রইলো নিরন্তর শুভকামনা।

০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৫১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

৬| ০৮ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৪০

সেলিম আনোয়ার বলেছেন: সকল নারী আমার অফিসের সকল কর্মজীবী নারী সারা বিশ্বের সকল নারী।

৭| ০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪৯

রাজীব নুর বলেছেন: গত ১০০ বছরে নারীরা বেশ এগিয়েছে তবে যেতে হবে অনেকদূর। সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি এমন কোন ক্ষেত্র নেই, যেখানে নারীর পদচারণা ঘটেনি। বিভিন্ন চ্যালেঞ্জিং পেশা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, পুলিশ, সেনা, বৈমানিক, নাবিকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ পদে স্বল্প পরিসরে হলেও যুক্ত হয়েছেন নারীরা । নারীকে জানাই এক আকাশ ভালোবাসা ও সম্মান । পৃথিবীর সকল নারী ভালো থাকুক, সুখী থাকুক, আনন্দে থাকুক ।

০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।

সকল নারীর প্রতি শ্রদ্ধাঞ্জলী । :)

৮| ০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১:১০

দিশেহারা রাজপুত্র বলেছেন: ফাগুনের হাওয়ায় ভাসে কেবল তোমার কানের দুল, ভাল লাগছে।

১২ ই মার্চ, ২০১৮ রাত ১০:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: ভালো লাগায় ও কমেন্টে অনেক ধন্যবাদ।

৯| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ৮:০৪

সোহানী বলেছেন: হুম নারী দিবস আসলে স্মরণ আর বাকি সময় মরন.............হাহাহাহা

থ্যাংকস্ কবি অন্তত নারী দিবসে স্মরণের জন্য।

১২ ই মার্চ, ২০১৮ রাত ১০:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অশেষ ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

আপনারা এক সময় নারীদের অগ্রপথিক হিসেবে গন্য হবে ন।

১০| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ৯:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যাদের নাম দিয়েছেন, যাদের দেন নি সকলের জন্য নারী দিবসের শুভেচ্ছা ।

১২ ই মার্চ, ২০১৮ রাত ১০:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: আসলে সকল নারীকে শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপনে আমার এ কবিতা ।

১১| ০৯ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২০

শায়মা বলেছেন: গুড গুড এ্যান্ড থ্যাংক ইউ ! :)

১২ ই মার্চ, ২০১৮ রাত ১০:৫০

সেলিম আনোয়ার বলেছেন: তোমাকেও ধন্যবাদ। তুমি শুধু নারী নও তুমি শিশুদের জন্য দারুন সেবা দিয়ে যাচ্ছো ।

তবে অজ্ঞাত কারণে কবিতা লিখছোনা । বেশির ভাগ ফানিতা। মানে ফান করে যে কবিতা = ফানিতা ।

তুমিও লিখতে পারো কবিতা ।

কেন লেখো না । না কি পারো না ???

১২| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ১০:৩৮

উম্মে সায়মা বলেছেন: ভালো লিখেছেন!+++

১২ ই মার্চ, ২০১৮ রাত ১১:০৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে অনেক ধন্যবাদ। নারীর ক্ষমতায়ন নারীর অধিকার এসময়ে অন্যতম দাবী ।

১৩| ১০ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে অশেষ কৃতজ্ঞতা। ভালো লেগেছে জেনে ভালো লাগলো। সুযোগ মত সবার কমেন্টের জবাব দিতে হবে।

১৪| ১০ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন: মুগ্ধতা রেখে গেলাম।অনন্ত শুভেচ্ছা।

১২ ই মার্চ, ২০১৮ রাত ১১:১৪

সেলিম আনোয়ার বলেছেন: অশেষ কৃতজ্ঞতা সুপ্রিয় ব্লগার । ভালো থাকবেন সবসময় এ শুভকামনা থাকলো ।

১৫| ১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৯

জাহিদ অনিক বলেছেন:


বাহ !
নারী না হলে পূর্ন হত না নর জীবন

১২ ই মার্চ, ২০১৮ রাত ১১:৫১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অশেষ ধন্যবাদ জাহিদ অনিক ।

নিরন্তর শুভকামনা ।

নারী না হলে পূর্ণ হতো না নর ,,,,,যথার্থ বলেছেন ।

১৬| ১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৯

জাহিদ অনিক বলেছেন:


বাহ !
নারী না হলে পূর্ন হত না নর জীবন

১৭| ১০ ই মার্চ, ২০১৮ রাত ১০:৪৯

খায়রুল আহসান বলেছেন: নারীদের প্রতি উৎসর্গিত আপনার এ কবিতাটি ভাল লেগেছে।
তুমি সুপ্তোল্থিতা - বাহ!

১২ ই মার্চ, ২০১৮ রাত ১১:৫২

সেলিম আনোয়ার বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগিলো ।

কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা ।

১৮| ১১ ই মার্চ, ২০১৮ রাত ২:২৪

মনিরা সুলতানা বলেছেন: আপনার জন্য ও শুভ কামনা ভাইয়া !
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।

১২ ই মার্চ, ২০১৮ রাত ১১:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: আপনার জন্য শুভকামনা । এখন দারুন সব কবিতা লিখছেন ।

১৯| ১২ ই মার্চ, ২০১৮ দুপুর ১:১৮

শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লিখেছেন +++

১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.