নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ভালো লাগিবে না জানি

১২ ই মার্চ, ২০১৮ রাত ১০:৩০



জলকনা গড়ে মেঘমালা, মেঘমালা দানে বৃষ্টি
বৃষ্টি খুঁজে অবনীর বুক— লাগে ভীষণ মিষ্টি।

বৃষ্টির নূপুর বর্ষা আনে — নদের বুকে বান
নৌকো মাঝি ভাসায় তরী মুখে তার গান।

নদীর বুকে উঠে ঢেউ— আছড়ে পড়ে কূলে
ফসলের মাঠ পেয়ে তারে— তৃষ্ণা যায় ভুলে।

এমনি করিয়া মিথোজীবিতা , আমি আর তুমি
তুমি ছাড়া আমি যেন ঊষর —মরুভূমি।

যত লোকেই করূক বাস আমার চারিধার,
তুমি ছাড়া
জীবন আমার
লাগে যেন তিমিরো আঁধার।

নিজেরে তুমি যতই ভাবো সুখী
আমি ছাড়া ছন্নছাড়া তুমি বোধহয় দুখী!!

ভেবে ভেবে দিনে দিনে কতো সময় গেলো!
তুমি ছাড়া কবিতারা সব বড্ড এলো মেলো।

তবু নিরলে
ভাবি বসে বিরলে.......

আমরা দু'জন করিবো কূজন প্রেমের বৃন্দাবনে,
পাখিরা যেমন করে কলতান বসন্ত বাতায়নে।




মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৮ রাত ১১:১৫

আখেনাটেন বলেছেন: ভেবে ভেবে দিনে দিনে কতো সময় গেলো!
তুমি ছাড়া কবিতারা সব বড্ড এলো মেলো।
-- এলোমেলো তো মনে হল না।


সুন্দর +

১২ ই মার্চ, ২০১৮ রাত ১১:১৯

সেলিম আনোয়ার বলেছেন: এলোমেলো তো রুমান্টিক এপ্রোস.....গভীড় ভালোবাসায় এমনটা হয় ।

২| ১২ ই মার্চ, ২০১৮ রাত ১১:৩১

নূর-ই-হাফসা বলেছেন: শেষ ছয় লাইন চমৎকার ।
অবনী নাম টা দারুন । অবনী মানে কি?

১২ ই মার্চ, ২০১৮ রাত ১১:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: অবনী মানে পৃথিবী, ধরা ,ধরিত্রী।

কমেন্টে অশেষ কৃতজ্ঞতা । কমেন্ট পেলে দারুন ভালো লাগে।

৩| ১৩ ই মার্চ, ২০১৮ রাত ১২:০৩

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে কবি।।

১৩ ই মার্চ, ২০১৮ রাত ১২:০৯

সেলিম আনোয়ার বলেছেন: ভালোলাগিবে না জানি । :(

৪| ১৩ ই মার্চ, ২০১৮ রাত ১২:১৭

রাফা বলেছেন: শোকার্ত মণ নিয়ে চমৎকার একটি কবিতা পড়লাম।

ভালো থাকুন স্বষ্টিকর্তার দ্য়ায়,ধন্যবাদ সে.আনোয়ার ভাই।

১৩ ই মার্চ, ২০১৮ রাত ১২:২১

সেলিম আনোয়ার বলেছেন: ভালো লাগিবে না জানি।

অনেক দিন পর ব্লগে পেলাম। ভালো লাগলো ।

৫| ১৩ ই মার্চ, ২০১৮ রাত ১২:২৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুব সুন্দর কবিতা। দারুণ লিখেছেন সেলিম ভাই!

১৩ ই মার্চ, ২০১৮ সকাল ১১:২৪

সেলিম আনোয়ার বলেছেন: যতলোকেই করুক বাস তোমার চারিধার
জীবন তোমার লাগে যেনো তিমির আধার

প্রথমে এমন টা লিখেছিলাম

পরে বদলিয়ে দিলাম ।

৬| ১৩ ই মার্চ, ২০১৮ ভোর ৬:১৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর হলে ও তো লাগে নিতো ভালো।
আপনার তরে অশেষ কৃতজ্ঞতা থাকলো।

৭| ১৩ ই মার্চ, ২০১৮ সকাল ৯:১৫

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ভালো লেগেছেতো ভাইজান।

১৩ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: বুঝতে তো পারছিনা ।
খুশি করার জন্য বলছেন।
যাতে মন খারাপ না করি।

সেরকম পাঠক তো দেখছি না । কমেন্টও নেই। তবে নিজের মত করে লেখার চেষ্টা করেছি।

মডু কা-ভা তো বলেই খালাস তিনি কবিতা বুঝেন না ।

ভালো লাগা এতো সোজা না ।

৮| ১৩ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪৪

রাজীব নুর বলেছেন: চমৎকার শব্দ বিন্যাশ।

১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অশেষ কৃতজ্ঞতা । ভালো লাগিলো কিনা বুঝিতে পারিলাম না ।

৯| ১৩ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর কাব্য।

১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৩১

সেলিম আনোয়ার বলেছেন: আপনার ভালো লাগিলে লাগিতেও পারে। আমার অংবং লেখা আপনি উৎসাহ ব্যঞ্জক কমেন্ট করেন। এই আর কি?

১০| ১৪ ই মার্চ, ২০১৮ ভোর ৬:৪০

মলাসইলমুইনা বলেছেন: সেলিম ভাই, ভালো লাগিবে না জানি ? কেমন করে জানেন ? পুরোই ভুল জানেন |কবিতা ভালো লাগলো অনেক অনেক |

২০ শে মার্চ, ২০১৮ রাত ২:০২

সেলিম আনোয়ার বলেছেন: ধরে নিলাম ভালো হয়েছে। আজকের টা কিন্তু ভালো হয় নাই।

১১| ১৪ ই মার্চ, ২০১৮ রাত ১১:৩১

সেলিম আনোয়ার বলেছেন: ধরে নিলাম ভালো হয়েছে। আজকের টা কিন্তু ভালো হয় নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.