নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
ঘরের কোনে পাইনি ঠাঁই
মনের কোণে পেয়েছি।
দূরে থেকেও ঐ দুনয়নে
জোছনা রাতের চাঁদের মতো
ক্ষণিকের তরে—হয়তো ভেসে ওঠেছি।
এই তো ঢের পাওয়া—
নস্টালজিক মন খুঁজিতেছে এখন
ভালোবেসে যে তারে
এই তো জীবনের বাস্তবতা;
যে বেসেছে ভালো ঢের,
সে কি কভু তুচ্ছ হতে পারে?
সে কি পারিবে না তবে!
প্রচণ্ড পরাভবে— কাছে টেনে নিতে
ক্ষুদ্র এই হৃদয়টারে !
হতে পারি ক্ষীণতরো জোনাকির আলো
আঁধারের রাতে সেই কী নহে বেশি ভালো?
কি হবে খুঁজে খুঁজে দূর আকাশের তারা?
অনন্ত প্রতীক্ষায় জীবন হবে সারা।
ক্ষণিকের জীবনে কর্পূরের মতো
উবে যায় বসন্তকাল;
তবু ভালোবাসার রেশ থেকে যায় জীবনে
অবনীর পরে অনন্তকাল।
১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে আর পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।
২| ১৪ ই মার্চ, ২০১৮ রাত ১১:৫৩
সোহাগ তানভীর সাকিব বলেছেন: প্রযুক্তি নির্ভর বর্তমান যুগে কে ঋতুর খবর রাখে রাতের চাঁদ দ্যাখে। গ্রাম অঞ্চলে চাঁদ দেখা গেলেও শহরে চাঁদ আমাবশ্যার চাঁদ।
যাই হোক, আপনার কবিতাটি ভালো লেগেছে। ধন্যবাদ।
১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: আমি রাখি। একটু অবসর পেলে আকাশের দিকে তাকাই । প্রকৃতি দেখি, কবিতা পাঠ করি । বাস এই তো জীবন ।
৩| ১৪ ই মার্চ, ২০১৮ রাত ১১:৫৫
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো হয়েছে++
১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ভালো লাগায় ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৪| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১২:১২
পদাতিক চৌধুরি বলেছেন: এমন বসন্ত আসুক,
জীবনে বারে বারে।
হয়তো জোৎস্না নয়,
কিমবা ভরাট চাঁদে,
জোনাকির ক্ষীন আলো
শতগুন হয়ে দেহ,মনে
পুলকিত হোক কবি বারে।
১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা ।
৫| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১:২৫
শাহিন বিন রফিক বলেছেন: বিশাল সুন্দর হয়েছে আপনার কবিতাটি।
১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।
৬| ১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৭:৪২
ওমেরা বলেছেন: নেই মামার চেয়ে কানা মামাও ভাল। আমাবশ্যার রাতে জোনাকির আলোও ভাল। কবিতাটা বেশ ভাল লাগল ধন্যবাদ ।
১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ও ভালো লাগায় অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।
৭| ১৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০৭
রাজীব নুর বলেছেন: সুন্দর।
খুব সুন্দর।
১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:০১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা ।
৮| ১৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০১
সেলিম আনোয়ার বলেছেন: বিশাল সুন্দর কেমন সুন্দর।
©somewhere in net ltd.
১| ১৪ ই মার্চ, ২০১৮ রাত ১১:৪৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: তবুও ভালোবাসার রেশ থেকে যায় জীবনে অনন্তকাল।
আপনার জন্য ভালবাসা