নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

কেন লুকিয়ে রাখো?

২৭ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৪৪



কেন লুকিয়ে রাখো?
ঐ দুটি চোখ — আমার দু’চোখ থেকে।
চৈত্রদিনের প্রখর আলো
আছে ভীষণ রেগে- চারচোখের মিলন
তবে কবে হবে?

কিসের এতো ভয়?
মনের কথা চোখে চোখে
পড়ে নিতে হয়।
কি লেখা আছে ঐ লুকোনো চোখে
ক্ষণে ক্ষণে সেই কথা বাজিছে এই বুকে।
চৈত্র দিনের প্রখর আলোয়
প্রেরণার পালে লাগে হাওয়া
আছে কি লেখা তাতে ভালোবাসার ঘর?

হবে কি তার দেখা তবে?
বোশেখ এলে পরে ,
চারিদিক আধার করে এই অবনীর বুকে
বহিবে যখন কেবল কালবৈশাখি ঝড় ।

মন্তব্য ২৩ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৮ সকাল ৯:০৩

শামছুল ইসলাম বলেছেন: চমৎকার । +

২৭ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৫২

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। অশেষ কৃতজ্ঞতা । ভালো থাকবেন সবসময় এই কামনা থাকলো ।

২| ২৭ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৩০

পদাতিক চৌধুরি বলেছেন: বাহ! চমৎকার ভাবনা।আপনি আমার বাড়িতে আসার পরে বুঝলাম, কবি নিশ্চয় নুতন কিছু নামিয়েছে।
শুভেচ্ছা অনন্ত।ভাল থাকা নিরন্তর।

২৭ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

৩| ২৭ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: বসন্তে না এলে বোশেখে অবশ্যই আসবে। কবিতা ভাল হয়েছে।

২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৩১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৪| ২৭ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সে কাল বোশেখি ঝড়ের মত কবির বুকে আছড়ে পড়ুক

২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৫১

সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় অশেষ কৃতজ্ঞতা জানবেন সুপ্রিয় ব্লগার । ভালো থাকবেন সবসময় এই শুভ কামনা থাকলো ।

৫| ২৭ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৩৬

কুঁড়ের_বাদশা বলেছেন: আনার কলি আসলেই কানা...
বুঝিল নাহ সেলিমের দুঃখ । :) ;)

কবিতা দারুন হয়েছে। ;)

২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:২৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।

কবিতা পাঠ না করেই কবিতার সমালোচনা সে করেছে #:-S

৬| ২৭ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৩৯

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন কবি।

২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: এখানে খারাপ কি ? বুঝে আসিলো না সুপ্রিয় ব্লগার। না পড়িয়া লেখা খারাপ বলাটা কি ঠিক হলো??



অথচ আপনি ঠিকই সুন্দর বলেছেন । লাইক ও দিয়েছেন। সেজন্য অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

৭| ২৭ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৫৮

সুমন কর বলেছেন: ভালো লাগল। +।

২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: ভালো লাগায় ও কমেন্টে ধন্যবাদ। নিরন্তন শুভকামনা ।

৮| ২৭ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০৬

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,




চমৎকার ...........
"মনের কথা চোখে চোখে
পড়ে নিতে হয় ..."

৯| ২৭ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৪

নায়না নাসরিন বলেছেন: ++++++

১০| ২৭ শে মার্চ, ২০১৮ দুপুর ১:২৮

রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ থাকলেই এই করে লেখা সম্ভব।

১১| ২৭ শে মার্চ, ২০১৮ দুপুর ১:২৯

রাজীব নুর বলেছেন: আগের মন্তব্যটা ভুল হয়েছে। আমি দুঃখিত।

শুধু মাত্র সুন্দর আবেগ থাকলেই এই রকম লেখা সম্ভব।

১২| ২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:০৯

এফ.কে আশিক বলেছেন: কবিতায় ভালো লাগা +++

১৩| ২৭ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: কেন দূরে থাক গানটার কথা মনে পড়লো। আমার মতে এইটা আমাকে ভাবতে আলোড়িত হতে বাধ্য করেছে। শুভ কামনা।

১৪| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪২

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো হয়েছে কবি ভাই।

১৫| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৫

জাহিদ অনিক বলেছেন:


কত চোখ যে পুড়ে গেল চৈত্রের দহনে;
যে লুকায় চোখ লাজে
তার কথার ভাঁজে ভাঁজে আছে লুকিয়ে কত না কথা

১৬| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন: শুভ কামনা অতল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.