নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসায় আকাশ কুসুম বলে কিছু নেই

০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৫


তুমি তাহলে প্রলাপ বকছো!!
— মিথ্যে যুক্তি খন্ডনে
যুক্তি বিদ্যা শিকেয় তুলে
আঁধাররাতে চন্দ্র খুঁজিছো অবিশ্বাসের দোলাচলে
তারপর দর্শন বলে বেড়াও……
মনে রেখো আকাশে কোন মানবীর বাস হয়না
তবে প্রেমিকের হৃদয়াকাশে হয়
জানোতো আকাশে নক্ষত্রমন্ডলী থাকে, চন্দ্র থাকে আর থাকে সূর্য ।
পরম মমতায় প্রিয়তমা থাকে কেবল হৃদপিন্ডের প্রকোষ্ঠে,
তারপর স্পন্দনে স্পন্দনে আন্দোলিত হয় ধমনীতে,
ত্বকের লোমকূপে, হিজলের বন থেকে ফেনিল সাগরে —ঢেউয়ে,
তুমি বড়জোর একঘন্টা পাঁচমিনিট ব্যবধানে আছো!
একঘন্টা মহানগরীর ট্রাফিক জ্যাম বিবেচনায়
আর বাকীটা সময় —
তোমার ভাষায় আকাশকুসুম বিষয়ক উপাখ্যান বিরচনে।
আমাকে কাছে পেলে উৎফুল্ল চিত্তে তুমিই লিখিবে কবিতা
এর চেয়ে বাস্তব, এর চেয়ে মধুর আর কিছু নেই প্রিয়ো
কেন আসোনি আগে? তুমি কী দেখোনি
কত বসন্ত গেলো দখিনের বাতায়নে....
আলতো পায়ে একবার এসে দেখো!
ভালোবেসে তবেই না হয় শেখো।
ভালোবাসায় আকাশ কুসুম বলে কিছু নেই
মানুষে মানুষে ভালোবাসা হয়।
ভালোবাসা সৃজেছেন ঈশ্বর
ভালোবাসা আমোঘ শক্তিধর,
সকল ব্যবধান ঘুচানোর— সে নিপুণ কারিগর।




মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৯

সৈয়দ তাজুল বলেছেন: আনোয়ার ভাই,

শেষের পাঁচ লাইন আমাকে বেশি বিমোহিত করলো।

সেইরকম কবিতা হয়েছে।

প্লাস++++

০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪০

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা বেশি পাঠক পাঠকরেনি , লাইকও দেয়নি। আপনার ভালোলেগেছে জেনে ভালো লাগলো ।

২| ০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৮

রোদেলা বলেছেন: াঝের তিন লাইন কোড করতে চাইলাম।আফসোস ,পারলাম না ।

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:০৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৩| ০১ লা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০১

শাহরিয়ার কবীর বলেছেন: দিন দিন হৃদয় নিড়ানো প্রেমের কবিতা বের হচ্ছে !!! :)

কবিতা ভালো হয়েছে++++


কবি’র জন্য শুভ কামনা রইল।

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:১৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৪| ০১ লা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১২

শাহানাজ সুলতানা অধরা বলেছেন: কেমন আছেন সেলিম আনোয়ার ভাই? অনেক দিন পর পড়ছি আপনার লেখা। অনেক ভালো লাগলো।

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:২০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভালোলাগায় অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা । কবিতারা এমন হয় । কঠিন প্রশ্নের জবাব ।

৫| ০১ লা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

চাঁদগাজী বলেছেন:


আকাশ কুসুম ভাবনার মাঝে নয়, প্রতিদিনের যাপিত জীবনের মাঝে ভালোবাসা গড়ে উঠে, এটাই সত্য

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:২২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৬| ০১ লা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

ইবিএস খাইরুল বলেছেন: স্রষ্টার খেলার মহিমা বুঝা খুব কঠিন।

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:০১

সেলিম আনোয়ার বলেছেন: দারুন বলেছেন ।

৭| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৮:০৩

দিবা রুমি বলেছেন: ভালবাসা। কবিতা তার পক্ষে হোক কিংবা বিপক্ষে তার পরশে কবিতা লাবণ্যময়ী হবেই।

আপনার কবিতা ভাল লেগেছে খুব।

৮| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৮:১৫

আকিব হাসান জাভেদ বলেছেন: ভালোবাসার আকাশ সপ্ন জড়িয়ে আছে সবার মনে । শুধু কোথায় যেন না পাওয়ার একটা শুন্যতা বিরাজ করছে। সুন্দর কবিতায় ভালোবাসা কবি জন্য।

৯| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৮:২৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন:

লাইন কয়টি দারুণ লাগল। কবিতা ভাল হয়েছে।

১০| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৭

সকাল রয় বলেছেন: ভালো কবিতা :)

১১| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১০:৩০

পদাতিক চৌধুরি বলেছেন: স্বপ্নময় ভালবাসা প্রবাহিত হোক শহর গজ্ঞ সমুদ্রে।শুভেচ্ছা অনন্ত।

১২| ০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ৮:২২

সেলিম আনোয়ার বলেছেন: সবাইকে শুভ সকাল। অশেষ কৃতজ্ঞতা জানবেন।

১৩| ০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ৯:১৯

শামছুল ইসলাম বলেছেন: দারুণ একটা কবিতা কবি ।
মাঝে মাঝে কবিতা হৃদয়ের কথা হয়ে ওঠে ।

'ভালোবাসায় আকাশ কুসুম বলে কিছু নেই' - এক লাইনেই বাজিমাত ।
কবিতায় ++++ ।

০১ লা জুন, ২০১৯ বিকাল ৫:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১৪| ০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৫

সৈয়দ তাজুল বলেছেন: কিছুদিন যাবত ব্লগ একটু খিচুড়িপনাযুক্ত মনে হচ্ছে।

পাঠকেরা খুব একটা এক্টিব বলে বুঝা যায় না। কাদের লেখা পড়া উচিত সেটাও বুঝতে পারছে না।
সবাই যেন রাজনীতি বিশেষজ্ঞ হয়ে উঠছেন। B:-)
সেটা ভাল কথা, তবে অন্যসব ছেড়ে নয়!

০১ লা জুন, ২০১৯ সন্ধ্যা ৬:০০

সেলিম আনোয়ার বলেছেন: যারটা ভালো লাগে তারটাই পাঠ করুন। আর ভাল থাকুন সবসময় ।নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.