নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

প্রেমলিপিকা

০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৩



কোথায় লুকিয়ে থাকে প্রেম? কোন যমুনাতে
নাকি সবই ছলনা এই নিষ্ঠুর অবনীতে?
কারে বেসেছো ভালো সখি ? আমারে কি বাসো নি ?
চোখের ইশারায় মিষ্টি ঠোঁটে তুমিতো সবই দিয়েছো বলে
আকণ্ঠ করেছি পান তোমার ভালোবাসাজল পরিষ্কার দিবালোকে ।
আমাদের প্রেম মিথ্যা হতে পারে না,
তুমি, হৃদয়মালতী হৃদয়ের রানী দারুন আর্দ্রতায়
হিরে তো ক্রীড়ানক হতে পারে না
তোমাকে লোকচোখে হেয় করা আমার পৃথিবীতে
বড্ডো অশোভন, আদরিনীগো—
নাহলে ফেলতাম লিখে নগ্ন চোখে খোলা দেয়ালে তোমার কাগজে
যেখানে সুখপাখি লুকিয়ে থাকে?
কলমের কালিতে লিখে দিতাম স্বর্গীয় কবিতা,
যা বলে বলুক লোকে
তুমিতো আকাশলীনা
এই হৃদয়ের প্রকোষ্ঠে রক্তের সঞ্চালনা—হৃদস্পন্দন তুমি
ভালোবাসিবো সখি তোমারে নিভৃতে কতনা যতনে
যেমতি শশি বিলোয় জোছনা পূর্ণিমা রাতে সুখ উদযাপনে।
আমিই হবো পানকৌড়ি তোমার ঐ রূপে
ডুবসাতারে করিবো পাড় ঐ জলাধার
ভালোবাসা ফেরাতে নেই; স্বার্থকতা নিহিত ভালোবাসাতেই।
চৈতালী হাওয়ায় উড়িয়ে দিলাম সুতীব্র চুম্বন
...... .... .... .... .... ....
বৈশাখী ঝড় উঠুক হৃদয়ে তোমার
তুমি উদ্বেলিত হও প্রেরণার নবো উদ্যমে;
তুমি কেঁপে উঠো ভালোবাসার সুখ শিহরণে
আমার অনন্ত পৌরষ মিথ্যে হয়ে যাবে তোমার বিহনে।
হৃদয়ের কবিতা, আবারো বলি ভালোবেসেছি অপরাধ করিনি কোন
চৈত্র দিনের বৈশাখী ঝড় করেছে ভর এই বুকে
কাছে এসো কাছে এসো আরো কাছে তারপর কান পেতে শুণো....

....................................................
উৎসর্গ: যে লিখায়, যাকে নিয়ে লিখি, আমার কবিতা






মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৪

চাঁদগাজী বলেছেন:


আন্দোলনের সময় প্রেমিকা খুঁজে বেড়ালে মানুষ কি বলবেন, বউ-পাগল?

০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫০

সেলিম আনোয়ার বলেছেন: আজকে আর থাকতে পারবে না। কমেন্ট করে ফেলবে। বউপাগল হওয়া মন্দনা ।

২| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৭

আবু আফিয়া বলেছেন: ভাল লাগল

০৯ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০২

সেলিম আনোয়ার বলেছেন: ভালো লাগায় ও কমেন্টে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৩| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
আমি যদি নাট্য নির্মাতা হতাম তাহলে আপনার কবিতা দিয়ে একটা টেলিফ্লিম বানাতাম।

০৯ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

সেলিম আনোয়ার বলেছেন: আরে আমার কবিতা ফেলনা নয়।

আমি লিখি অসাধারণ কবিতা ........

টেলিফিল্ম বানাতে পারলে মন্দ হতো না .......

৪| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: আহারে! হৃদয়ের ছবিটা / কবিতা বেশ বড় ভালো।

১০ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৫| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৪

সৈয়দ তাজুল বলেছেন: আহ, অমর হোক... ;)

১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: কবিতাতে কেউ লাইক দেয় নাই ।

৬| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: যখন দাবীতে উত্তাল হৃদয়
যখন ছররায় ক্ষত বিক্ষত বুক, পিঠ, মাথা
যখন নারীরাও নির্ঘুম রাত অধিকারের দাবীতে
তখন কবি তুমি চুম্বনে ওষ্ঠে আর স্তনে ঝড়ের স্বপ্ন কাব্য লয়ে বিভোর!

কসম সেই বিপ্লবী নারীর যে সারা রাত জেগে তার সহপাঠীদের সাহস দিয়েছে
কেউ ভালবাসবেনা তোমায় কবি ;)
হা হা হা

কবিতা ভাল হয়েছে
+++

১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:১২

সেলিম আনোয়ার বলেছেন: তাহলে বিদ্রোহের কবিতা লিখতে হবে । #:-S

৭| ১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৪

সৈয়দ তাজুল বলেছেন: ভাই, এটা অনেকের মত কামখেয়ালিতে আমারও মিস্টেক হয়েগেছ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.