নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

কোটাপ্রথা চাই না আর

১০ ই এপ্রিল, ২০১৮ রাত ২:৪০

বাংলাদেশ এক স্বাধীন দেশ তারে নয়নভরে দেখতে চাই।
পাকিস্তানী কায়দায় এই দেশে বৈষম্যের আর জায়গা নাই।
দেশের অগ্রনায়ক হবেন তারা
মেধাবী আর যোগ্য যারা।
কোটা প্রথার অভিশাপে দেশটা যাচ্ছে রসাতলে
মেধাবীরা বঞ্চিত আজ কোটাপ্রথার যাতাকলে।
কোটার নামে দূর্ণীতি আর বাণিজ্য
বিবেকবান শিক্ষিতের হয়না আর সহ্য।
স্বাধীন দেশের জনতারা আজও বৈষম্যের স্বীকার হবে কেন তারা।
স্বাধীন দেশে মত প্রকাশে ন্যায়ের পক্ষে সমাবেশে
এখনো নির্যাতন করে যারা রাজাকারে প্রেতাত্না তারা।
একই দাবী মানতে হবে কোটা প্রথা থাকবে নারে।
যারা পরিশ্রমী আর মেধাবী তাদের হাতেই দেশ উন্নয়নের চাবি
কোটা প্রথার অভিশাপে আজ মেধা পাচার অন্যদেশে
তাই এই মুহুর্তে দরকার কোটাপ্রথার সৎকার।
যোগ্যতার মাপ কাঠি কোটা হতে পারে না
যোগ্যতার ভিত্তিতেই ফলুক দেশে খাঁটিসোনা ।
-----------------------------------------------------------------------
স্বাধীনতার ৪৭ বছর হয়ে গেলো।অথচ আমরা প্রকৃত স্বাধীনতা পেলামনা ।অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে পুলিশি হামলা ন্যাক্কার জনক ঘটনা।
পুলিশি রাষ্ট্র চাই না । সত্যিকারে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। মানুষের হক প্রতিষ্ঠিত হোক ।

মন্তব্য ১৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:৩৬

রসায়ন বলেছেন: মাঝরাতের কোবতে

১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

২| ১০ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জাতায় সংসদের মুক্তিযোদ্ধাও তাদের সন্তানদের জন্য ২০০ আসন সংরক্ষিত রাখা হোক। এটা তাদের হক। কিন্তু চাকরির বাজারে এই সব কোটা সাধারণ মানুষের হক মেরে খাবার সামিল। কোটা প্রথা চাই না। বাতিল করা হোক।

৩| ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:০২

সেলিম আনোয়ার বলেছেন: কোটা বাতিলের দাবিতে যারা আন্দোলন করেছে তারা সবাই শিক্ষিত। এদেশের জনগণ। তাদের পাকিস্তানি কায়দায় হেনস্থা করা ঠিক হয়নি। দেশের বৃহত্তর অংশ কোটার বিরুদ্ধে। ৫৬ ভাগ কোটা য় দেশের জনগণ এর কত শতাংশ প্রতিনিধিত্ব করে সে টা অবশ্য ই বিবেচনায় নিতে হবে। বিশেষ করে বিসিএস ক্যাডার এর মতো গুরুত্বপূর্ণ জায়গায় ওটা বাদ দেয়া আবশ্যক। নাহলে প্রশাসন মেধাশূন্য হয়ে যাবে। নিচের সারির পদে কোটা থাকতে পারে। প্রথম শ্রেণীর কোন পদে কোটা থাকা অনুচিত।

৪| ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৪২

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: হ্যাঁ ভাই পাকিস্তানী কায়দায় এদেশে বৈষম্যের জায়গা নেই।

৫| ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৮

মিরোরডডল বলেছেন: খুব ভাল লিখেছেন

৬| ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৯

শামছুল ইসলাম বলেছেন: কবি, আপনাকে মূলত: প্রেমের কবি হিসাবেই জানি । আপনি যে অন্যায়ের ব্যাপারে এতো সোচ্চার, তা জানতে পেরে কবি সত্তার প্রতি শ্রদ্ধাটা বেড়ে গেল ।

৭| ১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১১

সেলিম আনোয়ার বলেছেন: মুছে ফেলো ব্যবধান
যতটুকু এদেশে আজও বিদ্যমান
এদেশের মানুষেরা সকলেই সমান
ঐ যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেধাবী তরুণ।
তার বঞ্চনার বেদনার নিনাদ
বাংলার আকাশ প্রকম্পিত করে।
সে ও এদেশের সন্তান
তার ও আছে অধিকার
সেও হয় তো হাতে তোলে নিতো হাতিয়ার
দেশের তরে মহান একাত্তরে
তাই অযৌক্তিক এই বৈষম্য অযাচিত ব‍্যবধান।
আর নহে পাকি কায়দার কোটা প্রথা
দেশের সমৃদ্ধির তরে গাহি সাম্যের জয়গান।

৮| ১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: কতিপয় নব্য রাজাকার
যারা ছিলনা একাত্তরে
এভাবেই ধরা দিলো
হিংস্র শকুনের অবয়বে
তারা নির্যাতন করেছে
এদেশের সূর্য সন্তানদের
যারা কোটা সংস্কারের দাবী নিয়ে রাজপথে নেমেছিলো
রাজাকারের ফাঁসি হলে নব্যরাজাকার তাদের কি বিচার?
শত ধিক্কার তাদের ।ওরা কুলাংগার।
ওদের বিতাড়িত করতে হবে এদেশ থেকে।

৯| ১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৪

রাজীব নুর বলেছেন: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘কোটা এখন যা আছে, তা বোধহয় অনেক বেশি হয়ে গেছে। এটা সংস্কার করা উচিত।

১০ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

সেলিম আনোয়ার বলেছেন: মাল মুহিতকে দেখলে আমার মমি মনে হয়। বেচারা দুধভাত। কত কিছু বললেন দায়িত্বশীল পদে বহাল তবিয়তে থেকে । এত ক্ষমতাবান মন্ত্রী আমার জীবনে দেখিনি মাইরি ।

বিএনপির ধর্ম মন্ত্রী বলেছিলেন আল্লাহর মাল আল্লা নিয়ে গেছে বাস তার পায়ের তলার ধূলো মাটি সরে গেলো ।
সে বিবেচনা মাল সাব কত শক্তি রাখেন।

এবার তার কথা ঠিক আছে। আসলে প্রথম শ্রেণীর জবে কোটাপ্রথা বিলোপ চাই। নিম্নশ্রণীর পদে এসব দান দাক্ষিণ্য চলে। কিন্ত উপরে এখজন খয়রাতি বসে আছেন ব্যাপারটি কতটা লজ্জাজনক !!!

১০| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:০৫

এফ.কে আশিক বলেছেন: কোটা নয়, যোগ্যতার ভিত্তিতেই দেশে ফলুক খাঁটিসোনা।
কবিতায় দারুন প্রতিবাদ জানিয়েছেন।
সহমত কবি...।

১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১১| ১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৩

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভালো লাগায় অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.