নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

অভিশপ্ত কোটা

১৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩৩

আমাদের নেই কোন কোটা
যদিও সারাদিন করি পড়া লেখা
তারপরও পাইনা ভালো কোনো চাকরি
জানিনা কি আছে আমাদের ললাটে লেখা।

আমাদের ও স্বপ্ন ছিলো
একদিন করিবো জয়
দেশের ঝাণ্ডা হাতে
আমাদের দেশপ্রেম সেই কথা কয়।

পরীক্ষায় অনেক ভালো করার পরে
চাকরি নামের সোনার হরিণ
দেয়না ধরা মোদের করে।

কোটা সুবিধা আছে যাদের
বেশি যোগ্যতা লাগে না তাদের।
দেশটার অপার সম্ভাবনার দ্বার
খুলিতে দরকার মেধা আর যোগ্যতার।

অযোগ্য লোক জন কি আর পারে!
এগিয়ে নিতে এই দেশটারে।

এখানেই শেষ নয় কোটা সুবিধা নিতে
ভূয়া সাটিফিকেট নিয়ে
অসৎ লোক যায় পরীক্ষা দিতে।
কর্তা ব্যক্তিরা ও থাকেন না বসে
কোটা বাণিজ্যের রমরমা ব্যবসায়
কোটার ফাঁকটারে কাজে লাগায়।

কোটার বিরুদ্ধে বলতে গেলে
রাজাকারের মিথ্যে অপবাদ জোটে ললাটে।
কোটা নামের বৈষম্য কুড়ে কুড়ে খাচ্ছে
এভাবেই স্বাধীন বাংলাদেশের লক্ষ্য টাকে।
বৈষম্যের প্রতিবাদে এদেশের জন্ম
বৈষম্য তাই পায়না শোভা এদেশের জন্য।
এদেশের মানুষের সকলের সমান অধিকার
সমুন্নত রাখিতে চলো মিলে সকলে করি অঙ্গীকার।

..….............
উৎসর্গ: কোটা বঞ্চিত শতকরা ৯৫ ভাগ চাকরি প্রত্যাশী। অনগ্রসর দের কোটার বিরুদ্ধে নয়

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫১

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন:


কোটার বিরুদ্ধে বলতে গেলে
রাজকারের মিথ্যে অপবাদ জোটে ললাটে :(

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: হ্যাঁ।ব‍্যাপারটি সম্পূর্ণ অযৌক্তিক।

২| ১৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:১১

সেলিম আনোয়ার বলেছেন: বিষয় টি অনেক কষ্টকর। বন্ধুদের মধ্যে প্রতিযোগিতা থাকে কিন্তু ভালো ফলাফল করা বন্ধুটি ভালো চাকরি পায়না।পায় কোটা ধারী। এভাবেই চলে আসছে বহুদিন।

৩| ১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৩

কালীদাস বলেছেন: শেষ পর্যন্ত কি করবে জানিনা। জেলা কোটা এবং নারী পুরাপুরি ক্যান্সেল করা উচিত, বাংলাদেশের উন্নয়নের যে লেভেল দাবি করা হয় সেটা সত্য হলে।

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: সম্পূর্ণ একমত।

৪| ১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৬

চাঁদগাজী বলেছেন:


৪৭ বছর চলে আসা কোটা প্রমাণ করেছে যে, ৪৭ বছর দেশে প্রয়োজন অনুসারে চাকুরী সৃষ্টি করতে পারেনি সরকারগুলো ও প্রশাসন; এই সরকারগুলো ও প্রশাসনের লোকগুলো জাতির জন্য কাজ করেনি সঠিভাবে, এরা দায়ী বর্তমান সমস্যার জন্য

১৮ ই এপ্রিল, ২০১৮ ভোর ৪:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা।
করলে এমন সমস্যায় পড়তে হতো না।

৫| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৯

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।

১৮ ই এপ্রিল, ২০১৮ ভোর ৪:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ও নিরন্তর শুভকামনা রইলো।

৬| ১৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৫

সেলিম আনোয়ার বলেছেন: কোটা বাদ দেয়াই সর্বোত্তম । যেহেতু দাবি অনুযায়ী অনগ্রসর কেহ নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.