নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

মায়াবতীর এ কেমন তরো রূপ

১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৮


কাজের মাঝে জীবন আছে
কর্মহীনতায় মরণ।
তবু কাজ কী আর লাগে ভালো
থেকে থেকে কাজের মাঝে যদি হয়
তার স্মরণ।
আনন্দময়ীর বেশে নিছক ছলনা যেন  সে

হিতাহিত জ্ঞান নাহি যার
ভালোবাসার তরে।
কোন কাননের ফুল সে যে বিলোয় শুধু ঘ্রাণ
দূরে থেকে থেকে যেন করি অবাক জোছনা পান।ভরা পূর্ণিমার রাতে।
মম হিয়ার সাথে।

মায়াবতীর এ কেমন তরো রূপ
বসন্ত বাতাসে।

ভালোবাসার পাখিটাকে দূরে ঠেলে ঠেলে।
ভালোবাসার পাখি মোর মুদিলো কি আঁখি
বেদনার জোনাকি জ্বেলে জ্বেলে।

সে কী আমার তরে শুকিয়ে যাবে
শুকনো বেলী ফুলের মতো। কোন সে কারণে।
তার তরে করিতে সব আমি যে উদ্ধত।
খাঁচার পাখির মতো বেঁচে বদ্ধ কারাগারে যেচে
থেকে আছে কি আর সুখ।

আমি না হয় কাটাবো বেলাস
সবার চোখে ধুলো দিয়ে
ভালো বাসার হৃদয় নিয়ে
পানকৌড়ি যেমন ঝিলে
তাঁর অপরূপ অথৈ পাথারে
এক সকালে ডুব সাঁতারে।
আমরা দুজন না হয় পথ
হারিয়ে দূর অজানায় পা বাড়িয়ে থাকিবো নিশ্চুপ।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৬

রাজীব নুর বলেছেন: রোমান্টিক ওয়েদারে বেশ লাগল কবিতা পড়ে।

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ভালো লাগায় অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা রইলো।

২| ১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৭

সোহাগ তানভীর সাকিব বলেছেন: দারুন রোমান্টিক! এক কথায় অসাধারণ।

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা রইলো।

৩| ১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১১

মনিরা সুলতানা বলেছেন: মায়াবতীদের অনেক অনেক রুপ ভাইয়া !!
চমৎকার লেখা :)

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৩১

সেলিম আনোয়ার বলেছেন: তাই বোধ হয়। লেখা ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।

৪| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০৬

খায়রুল আহসান বলেছেন: মায়াবতী বিশ্রাম নিচ্ছেন মনে হয়। তবে আপনার আকুল আহ্বানে হয়তো কোনদিন অথৈ পাথারে পানকৌড়ির মতই ভেসে উঠবে!!!

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০১

সেলিম আনোয়ার বলেছেন: শুভ কামনায় ও কমেন্টের জন্য ধন্যবাদ আপনাকে। নিরন্তর শুভকামনা রইলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.