নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

এই কি প্রতিদান প্রেমে

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১২

চাতকিনির মতন
সুতীক্ষ্ণ দৃষ্টিতে সে আছে
সঙ্গে আছে আরও কয়েকটি শকুনী
ঘ্রাণ শুঁকে শুঁকে তারা করিবে সারা কবিতার ব‍্যবচেছদ
তারপর ছিন্নপত্র এক জীবনের এপিটাফে
এই কি প্রতিদান ? এ কেমন বিধান?

মৃগনাভীর ঘ্রাণে উন্মাতাল করো
বোশেখের বাউল বাতাসে বসন্ত এনে দাও
রক্ত করবী আমাকে মুগ্ধ করো
গেয়ে ওঠো বিহগের সুরে
আমাকে বিমোহিত করো
দিয়োনা ঠেলে আর মৃত্যু কূপে।

একটি বাগান দাও
এক মুঠো রোদ দাও অথবা চাঁদের আলো
আমি ও কোকিলের মতো উঠবো গেয়ে
কুহু কুহু গানে তোমার কাননে
এক পশলা বৃষ্টি দাও
প্রস্ফুটিত হোক
ভালোবাসার ম‍্যাগনেলিয়া।

অতঃপর
অঙ্কুরিত হোক সোনালী সোপান
প্রতিক্ষা লাগে না ভালো আর
তার চেয়ে ঢের ভালো প্রেম আকুল দরিয়ার।

মন্তব্য ২৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১৬

সোহাগ তানভীর সাকিব বলেছেন: প্রেমের প্রতিদান খুব কম সময়-ই সুখকর হয়।

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: তার পর ও তো হয়।

২| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২৩

নীল মনি বলেছেন: ম্যাগনেলিয়ার মত সুন্দর কবিতাটি।

১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৩০

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ

৩| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০২

স্বপ্ন কুহক বলেছেন: ভাবির ঝাড়ু চিকিৎসা সঠিক হইলে প্রেমের ম্যাগনলিয়ার অপেক্ষার অবসান হইবে।


কবিতা চর্বিত চরবন আগের গুলির

১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৩১

সেলিম আনোয়ার বলেছেন: #:-S

৪| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২৫

ওমেরা বলেছেন: ম্যাগনেলিয়ার মতই সুন্দর কবিতা।

২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন। নিরন্তর শুভকামনা আপনার জন্য।

৫| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৩

কাওসার চৌধুরী বলেছেন:


ভাল লেগেছে।

২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: ভালো লাগায় ও পাঠে অনেক ধন্যবাদ।

৬| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:১৬

সুমন কর বলেছেন: সুন্দর এবং +।

২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং ভালো লাগায় অনেক ধন্যবাদ।

৭| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৩

আকতার আর হোসাইন বলেছেন: একটি বাগান দাও
এক মুঠো রোদ দাও অথবা চাঁদের আলো
আমি ও কোকিলের মতো উঠবো গেয়ে
কুহু কুহু গানে তোমার কাননে

২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:৪০

সেলিম আনোয়ার বলেছেন: অশেষ কৃতজ্ঞতা কবিতাংশ তুলে ধরার জন্য।

৮| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৩১

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: কবিতার শুরুটায় ভাব আছে । ভাল লাগা রেখে গেলাম কবি ।

২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:৪১

সেলিম আনোয়ার বলেছেন: শুরু পায় বাস্তবতা তুলে ধরা হয়েছে।

৯| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:২০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ভালো লাগা ।

১০| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ আপনাকে।

১১| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৮

রাজীব নুর বলেছেন: মাও দে’জং কিসিঞ্জারকে মিলিয়নখানেক নারী উপহার দিতে চেয়েছিলেন। বলেছিলেন—‘চীন গরীব দেশ। এতই গরীব দেশ যে আমেরিকাকে দেবার মত আমাদের কিছু তো নাই। তবে আমাদের অনেক নারী উদ্বৃত্ত আছে। আমরা আপনাকে হাজার হাজার নারী, চাই কি মিলিয়ন মিলিয়ন নারীও উপহার দিতে পারি’। উত্তরে কিসিঞ্জার বলেছিলেন-‘খুবই চমৎকার প্রস্তাব তো! ভেবে দেখা যায়!’

২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩২

সেলিম আনোয়ার বলেছেন: দারুন তথ্য জানা গেল। কমেন্টে আর পাঠে অনেক ধন্যবাদ।

১২| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৬

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে++

২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ সুপ্রিয় কবি। অশেষ কৃতজ্ঞতা।

১৩| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৭

প্রামানিক বলেছেন: ভালো লাগল।

১৪| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৫

সেলিম আনোয়ার বলেছেন: ভালো লাগায় ধন্যবাদ।

১৫| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৪০

জাহিদ অনিক বলেছেন:


প্রেমের প্রতিদান? সেটা কিরকম !

১৬| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:০৬

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টের জন্য। আর নিরন্তর শুভকামনা রইলো।

১৭| ২০ শে এপ্রিল, ২০১৮ ভোর ৫:২৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.