নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

কেন বারণ করেছিলে তবে?

২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৯



আরশিতে চেয়ে দেখো
খুব ভালো করে নিজেরে
তবেই চিনিবে সখি- তোমারে আমারে
আমাদের দু'জনারে।

শত যুবকের ভীড়ে
সরল বিশ্বাসে একজনই বলেছিলো
সে ভালোবাসে শুধু তোমারে
ভেজাল ছিলো না কোন তার মনে
তুমিও বেসেছিলে, অনেক হেসেছিলে
খুব করে বলেছিলে
হে যুবক! কহিবে না কথা অন্য কারো সনে;
কেন বারণ করেছিলে তবে?

তারপর কি যে হলো!!
কি করিলে তুমিই বলো?
কারে ভেবে ভেবে গেল চলে এতগুলি বছর?
কার প্রতীক্ষায় সাজিয়াছো এত বসন্ত প্রহর?
ছলনা রেখে বলো— আবার
সেই যুবকের মাঝে ঢের বেশি আছে যা চাই তোমার।


মিথ্যে ভণিতা করোনা আর
জেনে গেছে পাড়াশুদ্ধো লোকে
জেনে গেছে ঐ অসীম মহাকাশ
আরশিতে একবার মুখ তুলে তাকাশ।

.............................
উৎসর্গ: মিথ্যেবাদী অহংকারী ইগোর পাহাড়

মন্তব্য ৩৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৫

পদাতিক চৌধুরি বলেছেন: ভেজাল নেই আমারও মনে, বলছি সে কথা,কবিতা ভাল হয়েছে লিখেছি যেকথা।

২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

২| ২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:১২

শাহরিয়ার কবীর বলেছেন:

এতো অভিমানে মুখ লুৃকিয়ে আর কতকাল !
যতদিন তার অভিমান না ভাঙ্গেব
ততদিন কবির কলম চলবে! :)

কবিতা ভালো হয়েছে ++


কেমন আছেন সেলিম ভাই।।

২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:০৪

সেলিম আনোয়ার বলেছেন: চলবে কলম।

ভালো আছি্ আরো ভালো থাকতে হবে ।

৩| ২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৫

শিখা রহমান বলেছেন: কবি মিথ্যে ভণিতা করছি না। মনের আরশিতে কবিতার ছায়া পড়েছে। মন জেনে গেছে কবিতা সুন্দর!!

খুব সুন্দর!! একরাশ ভালোলাগা আর মুগ্ধতা রইলো।

শুভকামনা কবি।

২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:০৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৪| ২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৫

মোঃ মঈনুদ্দিন বলেছেন: অসাধারণ! ভালো লাগলো বেশ। শুভকামনা রইলো।

২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:০৫

সেলিম আনোয়ার বলেছেন: আপনার জন্য ও শুভকামনা ।

৫| ২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪১

নিলাদ্রী বলেছেন: চমৎকার

২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:০৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৬| ২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৩

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লাগল সেলিম ভাই।

২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:০৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৭| ২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৫

রোকনুজ্জামান খান বলেছেন: ভালো লেগেছে

২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:০৭

সেলিম আনোয়ার বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।

৮| ২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২২

নতুন নকিব বলেছেন:



ভাল লিখেছেন। ধন্যবাদ।

২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:০৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৯| ২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৬

নীলপরি বলেছেন: ভীষণ আবেগী কবিতা । ভালো লাগলো ।

২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:১০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১০| ২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৩

রাজীব নুর বলেছেন: বন পুরাটাই এক দূধর্ষ মুক্তির সংগ্রাম!
যে জীবন পেলো তাকে ,সেই সংগ্রাম করে যেতেই হবে !
ও আমার শিশু প্রস্তুত হও, প্রস্তুত হও!

২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:১১

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন ।

১১| ২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১০

কাওসার চৌধুরী বলেছেন:


আপনার কবিতাটি চমৎকার। ভাল করে বুঝতে দুইবার পড়লাম।

২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:১২

সেলিম আনোয়ার বলেছেন: দুইবার পাঠে ডাবল কৃতজ্ঞতা । ভালো থাকবেন সুহৃদ ।

১২| ২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৪

তারেক ফাহিম বলেছেন: মিথ্যে বণিতা আর নয় আর নয় এই আছি এই বেশ।

কবিতা+ +

২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:১৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

১৩| ২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫১

বিএম বরকতউল্লাহ বলেছেন: মিথ্যে ভণিতা করো না আর।
ভণিতাটুকুও করতে দিবেন না?
আনোয়ার ভাই বলে কথা।

ভাল লাগলো। শুভেচ্ছা।

২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:১৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে অশেষ কৃতজ্ঞতা ।

১৪| ২৩ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০১

চাঁদগাজী বলেছেন:


"হে যুবক! কহিবে না কথা অন্য কারো সনে!"

-ইহা ভালোবাসার শর্ত নয়, ইহা দাসত্বের শর্ত

২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:১৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃত্জ্ঞতা ।

জীবনান্দও তেমন বলেছিলেন। সুরঞ্জনা ঐখানে যেয়োনাকো তুমি। কয়োনা কথা ঐ যুবকের সাথে ।

১৫| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০৯

ইমরান আল হাদী বলেছেন: চমৎকার কবিতা ।

২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:১৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা ।

১৬| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৫২

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন। +।

২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:১৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

১৭| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৩:০২

জাহিদ অনিক বলেছেন:


তুমি দেবী, তুমি লোভি

২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:২০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.