নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

শুধু জানি যাচ্ছে কেটে বেলা কর্পূরের মতন

২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

তুমি আছো দূরে কোথায় কে জানে?
আমি হেথা বসে আছি নিরালায়
ভাবছি বসে আনমনে—
কেমন আছো ঐ খানে?

হয়তো নদীর তীরে
দখিনের বাতায়নে আনমনে
হয়তো আমাকেই পড়িবে মনে
হয়তো পড়িবে না আর
অযাচিত বেদনার অতল গহীনে।

হৃদয়ের সবকথা রেখে এসো তটিনীর বুকে
তারপর খোলা আকাশে—
চেয়ে দেখো আকাশের বিশালতা
মেঘ জানে কতটুকু উষ্ণতায় পুড়িলে জল মেঘ হতে হয়
বৃষ্টি জানে কতটুকু শীতলতায় নেমে আসে মেঘ অবনীর বুকে।

উষ্ণতায় ভেসে গেছো দূরে মেঘের মতো
চাইলেই নেমে আসতে পারো বৃষ্টির মতো মরুভূমি বুকে
আমি দেখিবোনা দূরের বেনাজল
দেখিবোনা ফসলী জমির মতো চিরসবুজ বন;
এখানে ইটপাথরের ভীড়ে আমি একেলা নস্টালজিক এখন
শুধু জানি যাচ্ছে কেটে বেলা কর্পূরের মতন ।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

মুচি বলেছেন: বেলা কেটে যাবেই....... সে কাছে কিংবা দূরে থাকুক। :``>>

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: সময় চলে যায় নদীর মতন ।

২| ২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

চাঁদগাজী বলেছেন:


এখন ভালোবাসার খবরের খবর আনা নেয়া করবে "মেঘদূত"; এর বাইরে কি আর কোন সম্ভাবনা?

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: চাইলেই আছে।মেঘদূত লাগেনা ।

৩| ২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

কাওসার চৌধুরী বলেছেন:


বরাবরের মতো চমৎকার কবিতা।

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২০

সেলিম আনোয়ার বলেছেন: কমেনে্ ও পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা।

৪| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:০৩

তারেক ফাহিম বলেছেন: মনটা তবু আশা করে যায়।
কবিতায় প্লাস

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: ঠিক বলেছেন ।

৫| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:১১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হৃদয় ছোঁয়া কথামালা, কাব্যিক শব্দবহ পুরো কবিতা জুড়ে।
মুগ্ধ করলেন ভালোবাসা দিয়ে কবিবর।

শুভকামনা জানবেন সবসময়

৬| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৩

আখেনাটেন বলেছেন: কর্পূরের মতো উবে গিয়ে ঘনিভূত হয়ে শিলাবৃষ্টি আকারে প্রেয়সীর উপর পড়ুন। দেখবেন শিলাবৃষ্টির আকার যেন ছোট হয়। না হলে হিতে বিপরীত হতে পারে। :P

৭| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মেঘ জানে কতটুকু উষ্ণতায় পুড়িলে জল হতে হয়- দারুণ।

৮| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন ।

৯| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৭

রাজীব নুর বলেছেন: আমি আপনার কবিতার মুগ্ধ পাঠক !

১০| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো লেগেছে কবিতা!

১১| ২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১:৩৪

জাহিদ অনিক বলেছেন:


কবিতা ভালো লেগেছে।
সময় দ্রুত চলে গেলে সেটা আশীর্বাদ
সময় ধীরে গেলে সেটা চিন্তার বিষয়।


হয়তো আমাকেই পড়িবে মনে, আমারেই দিলে শুনতে ভালো লাগে

১২| ২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৯

নীলপরি বলেছেন: ভালো লাগলো কবিতা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.