নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ঘরের বাহিরে

০৩ রা মে, ২০১৮ বিকাল ৫:২৩



ঘরের বাহিরে
আছে যে সুখ কতো!
জানে খোকন সোনা।
পরিয়া তার জামা জুতো
আর মনতো মানে না।

তারে সঙ্গে লয়ে
গেটের অভিমুখে
বাড়াই যখন পা—
খুশিতে তার চাঁদ বদনে
আনন্দের আর বাঁধ মানে না।

ওটুকু খুশি কিনতে যদি
লাগে সোনাদানা;
তাও এনে দিতে জানি
পিছপা হবো না।

দেখলে তারে পরাণ জুড়ে
বেদনার অথৈ সাগর তুচ্ছ করে
পাই মনে স্বান্তনা ।

সুদীর্ঘ পথ দিয়ে পারি
তার কাছে যাই ছুটি
লাগে মন্দ না ।

সে যে আমার —সাতরাজার ধন
তারে ছাড়া এই অবলা মন
নরক যন্ত্রনা ।

তার হাসিতে পুষ্প হাসে
তার ক্রন্দনে জাগৎ কাঁদে
তিমির রাতে সে যেন এক
প্রখর রবির দ্যুতনা।
তার প্রখর আলোয় উদ্ভাসিত হয়ে
আঁধার থাকে না।

মন্তব্য ৩০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৮ বিকাল ৫:২৯

ওমেরা বলেছেন: ভাইয়া এটা কি সালমান বাবু ?

০৩ রা মে, ২০১৮ বিকাল ৫:৩১

সেলিম আনোয়ার বলেছেন: হ্যা। তিনি এখন হাঁটেন।ধরলা নদীর তীরে বালুকাবেলায় হারিয়েছে তার মন ।

২| ০৩ রা মে, ২০১৮ বিকাল ৫:৩৮

ওমেরা বলেছেন: মাশাআল্লাহ !! খুব সুন্দর হয়েছে সালমান বাবু । আল্লাহ তাকে ভাল রাখুন সবসময়।

আচ্ছা !! তাহলে আপনার কোলে নিয়ে ছবি দিবেন না তাহলে না বেশী মানানসই হত কবিতার সাথে !
তবে কবিতায় বাবার আবেগ সবটুকুই আছে তাই আর কিছু বল্লাম না ।

অনেক ধন্যবাদ ভাইয়া ।

০৩ রা মে, ২০১৮ বিকাল ৫:৪৫

সেলিম আনোয়ার বলেছেন:

ও এখন আর থাকে না কোলে......বড়ো হয়ে গেছে ???

৩| ০৩ রা মে, ২০১৮ বিকাল ৫:৩৯

সৈয়দ তাজুল বলেছেন: আমাদের সালমান কত্ত বড় হয়েছে। :| অসম্ভব কিউট হয়েছে দেখছি।

আল্লাহ তাকে দুনিয়া ও আখেরাতের উঁচু জ্ঞান দান করুন, আমিন।

০৩ রা মে, ২০১৮ বিকাল ৫:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৪| ০৩ রা মে, ২০১৮ বিকাল ৫:৪৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৩ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা যাই হোক সালমান আমার চোখে সবচেয়ে সুন্দর ।

কমেন্টে ভালোলাগা ।

৫| ০৩ রা মে, ২০১৮ বিকাল ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:


পিতা-পুত্রের আদুরে পদ্য

০৩ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:১১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।

আপনার জন্য শুভকামনা ।

৬| ০৩ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

কাওসার চৌধুরী বলেছেন: কবিতাটা পড়ে ভাল লাগলো। আপনার ছেলের জন্য শুভ কামনা।

০৩ রা মে, ২০১৮ রাত ৯:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: আপনার জন্যও শুভকামনা।

৭| ০৩ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

প্রামানিক বলেছেন: বাচ্চার জন্য শুভ কামনা।

০৩ রা মে, ২০১৮ রাত ১০:০১

সেলিম আনোয়ার বলেছেন: আপনার জন্যও শুভকামনা ।

৮| ০৩ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সালমানের জন্য শুভ কামনা।

০৩ রা মে, ২০১৮ রাত ১০:০২

সেলিম আনোয়ার বলেছেন: সালমানের জন্য শুভ কামনায় অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা ।

৯| ০৩ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: সালমানকে বাবার স্নেহাশিস! উত্তরসূরিকে শেখায় নিতে অঙ্গীকার, এক নুতন ভোরের।

০৩ রা মে, ২০১৮ রাত ১০:২৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেস কৃতজ্ঞতা জানবেন ।

১০| ০৩ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

করুণাধারা বলেছেন: মাশাল্লাহ! সালমান দেখছি বড় হয়ে গেছে। এর আগে যে ছবি দিয়েছিলেন তাতে সালমান মাত্র কয়েক মাস বয়সের ছিল। দোয়া করি, সালমান সব সময় ভালো থাকুক।

পুত্রকে নিয়ে লেখা কবিতা চমৎকার লাগলো, ভালোলাগা।

০৪ ঠা মে, ২০১৮ সন্ধ্যা ৭:১০

সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় অনেক ধন্যবাদ।

সালমান দারুন সব কান্ড করে বেড়াচ্ছে। রাগ দেখাতে বললে সে কৃত্রিম রাগ দেখায়। লেবুর টক খাওয়ার পর দারুন টক মুখের ভঙ্গি দেখে অবাক হতে পরে এমনি এমনি টক মুখ করবে।

তবে সে কেমন যেন মারমুখি হচ্ছে।হাত চালাতে পারে বেশ।সঙ্গীতের তালে তালে মাথা শরীর দুলায়। ওর মা ওকে ঢঙ্গী বলে। #:-S

সত্যি সালমান আমার জন্য আল্লাহ তায়ালার রহমত স্বরূপ। সবচেয়ে বড়ো নিয়ামত। আল্লাহ ওকে অনেক বড় করুক।সুদীর্ঘ সুস্হ সফল জীবন দান করুক।

কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা ।

১১| ০৩ রা মে, ২০১৮ রাত ৮:০৮

বিএম বরকতউল্লাহ বলেছেন: বাহ খোকনসোনাকে নিয়ে দারুন ছড়া।
সোনামণির জন্য আশীর্বাদ রেখে গেলাম।

০৪ ঠা মে, ২০১৮ রাত ৮:০৯

সেলিম আনোয়ার বলেছেন: আশীর্বাদের জন্য অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

১২| ০৩ রা মে, ২০১৮ রাত ৯:১২

কবি হাফেজ আহমেদ বলেছেন: মাশাআল্লাহ !

কবিতার শব্দে শব্দে আবেগ আর নিঃস্বার্থ ভালোবাসার চিত্র ফুটে উঠেছে।
সোনাদানার চেয়েও এ সুখ কত যে দামি ! কবিতার অনুভবে তা ফুটে উঠেছে।
শুভকামনা সতত !

০৪ ঠা মে, ২০১৮ রাত ১০:০৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১৩| ০৩ রা মে, ২০১৮ রাত ১১:০৭

কথাকথিকেথিকথন বলেছেন:




চমৎকার। ভয় ডরহীন পুত্র আপনার। বাবা সন্তানের জন্য শুভ কামনা।

০৪ ঠা মে, ২০১৮ রাত ১১:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: না দেখিলে তারে সহিতে পারি নারে
আমার প্রাণের বুলবুলি তারে ছাড়া কেমনে চলি
নিজেরে তা-ই শুধা্ই সকল প্রহর ।

১৪| ০৩ রা মে, ২০১৮ রাত ১১:১৩

সুমন কর বলেছেন: সুন্দর এবং সত্য লিখেছেন। সময়গুলো কেমন করে দ্রুত চলে যায়.......
+।

০৪ ঠা মে, ২০১৮ রাত ১১:৫২

সেলিম আনোয়ার বলেছেন: সে যে রাতের বেলা আমার বুকে
দিনের বেলা কোলে
আমার সাথে কত কথা
নাবলে যায় বলে ।

১৫| ০৫ ই মে, ২০১৮ রাত ১২:১২

সোহানী বলেছেন: ওরে বাপরে...... ও তো দেখি কিউটের ডিব্বা............ অনেক অনেক আদর................

০৫ ই মে, ২০১৮ রাত ১২:২৩

সেলিম আনোয়ার বলেছেন:

আবারো দেখেন!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.