নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

এই লও কলম

০৫ ই মে, ২০১৮ রাত ১:১৮



এই লও কলম দিলাম ভালোবাসা
যতটুকু পারো, যতবার পারো
লিখে ফেলো কবিতা,
বাংলা বর্ণমালায়
বোধের দেয়ালে চেতনার ধ্বজা ধরে
লিখে ফেলো—লিখে ফেলো স্বাধীনতার ইতিহাস
কিভাবে এলো লাল সবুজ পতাকা
গণিতের মারপ্যাচে হিসেব কষে কষে
গুণে দেখো কত তাজা প্রাণ
কতো রক্ত হয়েছিলো প্রবাহমান
পদ্মা মেঘনা যমুনার ঢেউয়ে
রক্তের আল্পনা আঁকা।
নদীর পার ভেঙে অগণিত শহীদের রক্ত
পরে মিশে গেছে তারপর ভেসে গেছে
অথৈ সাগরের বুকে।
তোমরা কি পড়নি বীরত্বগাথা ?
ইতিহাসের পাতা ঘেটে
বলিতেছি স্বাধীনতার কথা,
কেবলমাত্র থ্রিনটথ্রি দিয়ে বাংলার দামাল ছেলে
একের পর এক বিজয় ছিনিয়ে নিচ্ছে
হানাদার প্রাণ ভয়ে পালিয়ে যাচ্ছে...
ইতিহাসের পাতায় তা আছে লেখা
যুদ্ধ বিধ্বস্ত নিষ্ঠুর পৃথিবীর বুকে রক্তে লেখা
মহাকাব্য-অপরাজেয় বাংলা।
এই লও কলম— লিখে দাও
জননীর দু”চোখ বেয়ে বয়ে চলা
এক নদী অশ্রুজল।
বাংলার ছাপ্পান্ন হাজার বর্গমাইল
যেন বীরঙ্গনার ক্ষতবিক্ষত দেহ
শকুনেরা খাবলে খেয়েছে শব।
এই লও কলম
লিখে ফেলো কত চড়া মূল্যে
সোপার্জিত স্বাধীনতা।
এই লও কলম—নির্ভয়ে লিখে ফেলো
অশুভ ছায়া কিভাবে ঘিরে ধরেছে আজও
কিভাবে ধর্ষিত হয়েছে নারী
কিভাবে গুম হয় লাশ হয়
মানুষ হয় ফেরারি।
কিভাবে আজও রগকাটা বালিকা
ছটফট করে ব্যথা ভরা মনে
কিভাবে আজও সন্তানহারা মায়ের আর্তনাদে
কেঁপে উঠে বঙ্গভূমি।
ভূমিহীন কৃষকের বেনাজলে আর্দ্র হয় জমি।
এই লও কলম,
তারপর লিখে ফেলো চরমপত্র এক
কে নিতে চায় কেড়ে মহান স্বাধীনতারে
কার এতো হিম্মত ?
কে দাসত্বের মালা পড়াতে চায় গলে
লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা
কে দিতেছে নিলামে তুলে
কে নিতেছে প্রবঞ্চনার আশ্রয়
ভেঙে দাও গুড়িয়ে দাও পাপিষ্ঠের কালো হাত
ভেঙে ফেলো বকধর্মিকের মিথ্যে অজুহাত।
এই লও কলম তারপর লিখে ফেলো
আরেকটি একাত্তর তারপর
স্বৈরাচারের পাঁজর ভেঙে ধরাও আগুন
স্বর্বংসহা পৃথিবী সহিবেনা আর
এই লও কলম,
তারপর লিখে ফেলো দ্রোহের অগ্নিবাণ
ভেঙে ফেলো অযাচিত কারাগার
ভেঙে ফেলো দাসত্বের শৃঙ্খল জাল
তারপর লিখেফেলো মুক্তির শ্লোগান।
এই লও কলম,
আর নহে দাসত্ব শৃঙ্খল।
লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা
আর নহে ভেদাভেদ বাংলার জনতায়
শিক্ষা চাকুরী কিংবা ব্যবসায়
উঠবে না মেতে কেহ মিথ্যে লিপসায়।
এই লও কলম—তারপর লিখে ফেলো
স্বাধীনতার প্রখর সূর্য
পোড়ে দেবে জঞ্জাল সব
করো হে দৃপ্ত শপথ।
এই লও কলম লিখে ফেলো কবিতা
স্বাধীন বাংলাদেশে সবার অপার স্বাধীনতা।

মন্তব্য ২৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৮ রাত ১:৩৭

ওমেরা বলেছেন: ভাইয়া এত পোষ্ট দেন কেন ? আপনার না হয় লিখতে কষ্ট লাগে না আমার পড়তে কষ্ট লাগে।

০৫ ই মে, ২০১৮ ভোর ৬:০২

সেলিম আনোয়ার বলেছেন: একদিন দিলাম। আর এমন হবে না। কষ্ট হ ওয়া তে দু:খিত।

২| ০৫ ই মে, ২০১৮ রাত ২:০০

চাঁদগাজী বলেছেন:


বাংলার সবাই কলমের ব্যবহার আজো জানে না।

০৫ ই মে, ২০১৮ সকাল ৭:১৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা জানবেন। কলমের ব‍্যবহার যে করতে পারে তিনিই সবচেয়ে শক্তিশালী।

৩| ০৫ ই মে, ২০১৮ সকাল ৯:৩২

রাজীব নুর বলেছেন:

০৬ ই মে, ২০১৮ সকাল ১১:১৩

সেলিম আনোয়ার বলেছেন: কবিতাটি লিখতে পারিনি। আবেগাপ্লুত হয়ে লেখা থেমে গেছে্ । বাতাসে তখন ভাসছিল দারুন একখানি কবিতা। তার কিছুটা আমি ধরতে পেরেছি। তবু কেন যেন মনে হয় এটি যথার্থ কবিতা।আমার লেখা শ্রেষ্ঠ কবিতা।

কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।

৪| ০৫ ই মে, ২০১৮ সকাল ১০:৩২

পদাতিক চৌধুরি বলেছেন: কলমের ডগায় স্বাধীনতা, শহিদের মায়ের আর্তি কাঁপিয়ে দিল হৃদয়কে।

শুভ সকাল, অনেক শ্রদ্ধা কবিকে ।

০৬ ই মে, ২০১৮ সকাল ১১:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: ষোলকোটি বাঙালি কেন কাপেনা । তারা কি মানুষ হয় নাই? কবিগুরুর সময়ের বাঙালি রয়ে গেছে। বঙ্গুবন্ধুর বাঙালির মানুষ হওয়ার দাবী অমূলক। মূলত তারা মানুষ হলো না ।

৫| ০৫ ই মে, ২০১৮ সকাল ১০:৩২

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও শুভসকাল।

৬| ০৫ ই মে, ২০১৮ সকাল ১০:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: জানিনা কবিতা টি লিখতে চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়লো। লিখা থেমে গেল। আবার লিখতে লাগলাম আবারো। আবারো থামলাম। এভাবে কবিতা লিখার প্রথম অভিজ্ঞতা।
মহান স্বাধীনতা!!! বাংলার মানুষ আমরা কি পরাধীন রয়ে গেলাম। স্বাধীনতার নামে শুধু শাসক ও শোসক গোষ্ঠীর পরিবর্তন হলো।

৭| ০৫ ই মে, ২০১৮ সকাল ১০:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: মহান স্বাধীনতা!!! বাংলার মানুষ আমরা কি পরাধীন রয়ে গেলাম। স্বাধীনতার নামে শুধু শাসক ও শোসক গোষ্ঠীর পরিবর্তন হলো।

এটাই চলমান পরম সত্য!
চেতনার নাম দিয়ে স্বৈরাচারিতায় বাংলার আকাশ আবার কালো!
গণতন্ত্রকে হত্যা করে চলছে একদলীয় স্বৈরশাসন!
৩০ লাখ শহীদান আজ কবরে কাঁদছে - -
স্বাধীনতা ঞয়ে গেছে মুষ্টিমেয়র হাতের মোয়া! আমজনতা যেইকে সেই নির্যাতিত, অত্যাচারিত, দরিদ্র!

কবিতায় ++

০৬ ই মে, ২০১৮ সকাল ১১:১৫

সেলিম আনোয়ার বলেছেন: বিদ্রোহী ভৃগু এটা হলো আমার কবিতা ।
একেবারে স্বতন্ত্র কবিতা ।

৮| ০৫ ই মে, ২০১৮ সকাল ১১:১০

সেলিম আনোয়ার বলেছেন: পাঠকের কেমন লাগছে এখনো বুঝতে পারছি না। নিজের কবিতা নিজেই আবৃত্তি করছি।

৯| ০৫ ই মে, ২০১৮ দুপুর ১২:১৩

সনেট কবি বলেছেন: কষ্ট করে লিখেছেন। আবেগে ভরপুর কবিতা। সবার চাওয়া এক করে কবিতা খুব চমৎকার হয়েছে।

০৬ ই মে, ২০১৮ সকাল ১১:২১

সেলিম আনোয়ার বলেছেন: এটা বাংলাদেশের বাতাসে ঘুরে বেড়াচ্ছে। আমার না । উদাসীর বাতায়ণে ক্যাচ ধরার মতন ধরে ফেলেছি।এটিও হারিয়ে যেতে পারতো । অনেক কবিতা ধরতে পারিনি। হাওয়ায় মিলিয়ে গেছে। দারুন সব কবিতা।
এতে আমার কোন কৃতিত্ব নেই ।

কবিতার নাম দিতে পারতাম বাংলাদেশ। দেই নাই । :(

১০| ০৫ ই মে, ২০১৮ দুপুর ১:২৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা জানবেন। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

১১| ০৫ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৮

ব্লগার_প্রান্ত বলেছেন: সুন্দর লিখেছেন।

০৬ ই মে, ২০১৮ সকাল ১১:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: এই কবিতায় কোন পাপিষ্ঠ কমেন্ট করতে পারবে না। যারা আমার মতো স্বাধীন তারা পারবে ।

১২| ০৫ ই মে, ২০১৮ রাত ৮:২৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।

১৩| ০৭ ই মে, ২০১৮ সকাল ৭:২৫

কাওসার চৌধুরী বলেছেন:
শুভ সকাল।

০৭ ই মে, ২০১৮ সকাল ৭:২৭

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও সুপ্রিয় ব্লগার। কেমন হলো কবিতা ??

১৪| ০৭ ই মে, ২০১৮ সকাল ৭:৩৫

কাওসার চৌধুরী বলেছেন: আমি কবিতার ভাব কম বুঝি, এজন্য ভয়ে কমেন্ট করি না। আপনার কবিতাটি পড়েছি। আর এক-দুইবার পড়তে হবে। যতটুকু বুঝতে পেরেছি তা হলো, কলমের মাধ্যমে সমাজকে, রাষ্ট্রকে এবং পৃথিবীকে পরিবর্তনের কথা বলেছেন। কলমের বলিষ্ট লেখনির তেজের কথা বলেছেন।

তবে ভুল হলে ক্ষমাপ্রার্থনা করছি। আমার ব্লগে মাঝে মাঝে আপনার মতো গুণীজন ঘোরে আসলে অনুপ্রাণিত হতাম। (ধন্যবাদ)

০৭ ই মে, ২০১৮ সকাল ৭:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: হা এটা্ই আমার শ্রেষ্ঠ কবিতা।

তাই বলি এই লও কলম। :)

১৫| ০৭ ই মে, ২০১৮ বিকাল ৫:২৩

জাহিদ অনিক বলেছেন:

চমৎকার !!! এই লও কলম ! জোশ আছে লেখনীতে
আপনার লেখাগুলোর মধ্যে এটা আমার প্রিয়তে থাকবে

০৭ ই মে, ২০১৮ রাত ৮:০৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা কবি।

আপনার জন্য নিরন্তর শুভকামনা ।

১৬| ০৯ ই মে, ২০১৮ সকাল ১১:২৭

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,




প্রত্যেক বিবেকবান মানুষেরই এমন একটা কলম থাকা উচিৎ । যা দিয়ে সে লিখবে ইতিহাসের, সভ্যতার , সমাজের কবিতা ।

কবিতা এবারে অনেক ভালো হয়েছে ।

১০ ই মে, ২০১৮ দুপুর ১:৩২

সেলিম আনোয়ার বলেছেন: অশেষ কৃতজ্ঞতা সুপ্রিয় ব্লগার।

কলম তলোয়ারের চেয়ে শক্তিশালী..।

কতটা শক্তিশালী তা চিনিয়েছেন বিদ্রোহী কবি নজরুল ..।

কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।

১০ ই মে, ২০১৮ দুপুর ২:৫৯

সেলিম আনোয়ার বলেছেন:

ওরে ভীরু ওরে মরা —এবার না হয় ঘুরে দাঁড়া
এদেশটা তো মায়ের মতই—সর্বনাশ তার করছে যারা
তাদের বিরুদ্ধে না দাঁড়ালে—হবি রে তোরা সর্বহারা।
ওই যে লুটে দেশের টাকা—রাজকোষাগার করছে ফাঁকা
মুখে তাদের মধুর বাণী—আসলে সব ছল চাতুরী জানি
তৃতীয় নয়নে একটু তাকা।
তার বিচারের কাঠগড়াটা আর কিছু নয় খামখেয়ালি
মানুষের অধিকার লয়ে খেলছে কারা ছিনিমিনি।
স্বাধীনতার নাম ভাঙিয়ে পরাধীনতার বীজ
করছে বপন— এই দেশের পবিত্র জমিনে।
দেশের মানুষে গড়ছে বিভেদ
উপনিবেশিক শাসকের মতো উদ্দেশ্য প্রণোদিত প্রাণে
স্বাধীন দেশের বুকে তারা এঁকেছে এক গভীর ক্ষত
প্রত্যাখ্যান কর না তাদের সেই মহান একাত্তরের মত।
জঙ্গী—রাজাকার সাজানো সব নাটকের মোহরায়
নিজো স্বার্থে দেশটার মুখ ডোবায় তারা— বিশ্বের দরবারে
উন্নয়নের নামে নিজের পকেট ভরছে কেবল
কালোটাকার পাহাড়ে চড়ে করছে ধরাকে সরা।
বীরজনতার সম্মান কেড়ে দেশের বাহিরে যাচ্ছে কে রে
ওরে ভীরু ওরে মরা এবার না হয় দেখরে তোরা।
তোদের পূর্বসরি যদি একাত্তরের বীরযোদ্ধারা ,
স্বদেশ ভূমির পবিত্র জমির বুকের উপর
কেমন করে যেন মরে পরে থাকিস তোরা!
অন্ধের মতো আর কতকাল পদলেহন করবি তাদের
তারাতো নয় প্রভু কোন নয় তারা দূত কোন দেবের।
মায়ের ভাষায় বলবে বলে যারা জীবন দিতে জানে
তাদের উত্তরসরী থাকবে সদা ভীরু-মরা তা কেউ কি মানে ?
এই দেশের বীরজনতা কেনা গোলাম নয়তো কারো
তাই বলি মন স্বাধীনতার স্বাদ আস্বাদনে দলকানার পথটা ছাড়ো
যাদের কাছে ধর্ষিত হয় এই দেশের লাখো নারী
নরেরা হয় গুম নয় ফেরারী —তাদের কি আর পায়রে শোভা
দেশ শাসনের ঝান্ডা হাতে
তাই তো বলি করো না আরাধনা পাপিষ্ঠ শাসকের কোন
কোথায় গেলে স্বাধীন তুমি এবার না হয় একটু শোন।
এদেশটাতো আমাদেরই ভাই শোষনের তরে দেইনি তুলে
পাকিস্তানীদের হাত থেকে বাকশালীদের হাতে এনে উপনিবেশ গড়তে কোন
এই দেশের কর্তৃত্ব সব এই দেশেরই বীরজনতার তরে।
স্বাধীনতার মর্মকথা মনে প্রাণে সবাই শুনো
আমাদের দেশে আমরা যে ভাই সবাই রাজা— তা না হলে
প্রয়োজনে আবার না হয় নতুন কোন একাত্তর হবে
তবু যে দেশের সকল নর আর সকল নারী সবাই রাজা
— তেমন দেশ গড়তে হবে ।

কবিতাটি বিদ্রোহী কবি কাজী কজরুল ইসলামকে উৎসর্গ করা হলো ।

১৭| ১৮ ই মে, ২০১৮ রাত ৮:৫৯

নীহার দত্ত বলেছেন: চমৎকার চমৎকার কাব্য !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.