নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

আহা আসতো যদি!

১০ ই মে, ২০১৮ দুপুর ২:০৫


বোশেখ মাস
কালবোশেখী ঝড়তো হবেই
সাথে বজ্রসহ বৃষ্টি হলে
অবাক হবার নয়তো কিছু
এখন তো প্রিয়ো গ্রীষ্মকাল;
রোদে পুড়ে ঝড়ে উড়ে
জীবনটাই যে টক-মিষ্টি-ঝাল।

জ্বলছে কেবল দিনমজুর গুলো
যারা খোলা আকাশের নীচে
রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে
জীবিকার তাড়নায় আছে
কেহ কি আর সে খবর রাখে?

আমার বুকেও ঝড় বৃষ্টি
খরতাপের পুড়ও আছে
বুঝিনা সেথা কোন সে কাল
মনে প্রাণে চাহিতেছি
আসুক এবার সন্ধিকাল।

ভাবছি কবে প্রিয়ার দেহে আমার দেহ
এই চুপ করো তোমরা সবে
উলটপালট বকবে না তো!
অতঃপর ঝড়ের পরে বৃষ্টি হবে
ডাক গুর গুর মেঘলা দিনে
আহা আসতো যদি সন্ধিকাল।

মন্তব্য ৩০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৮ দুপুর ২:১৫

তারেক ফাহিম বলেছেন: অাহা সন্ধিকাল অপেক্ষায়তো আছি।

দেহে দেহের পর দেখি কবি চুপ করতে বলল :D

তাই আরকী বাকিটুকু পড়িনি।

১০ ই মে, ২০১৮ দুপুর ২:১৭

সেলিম আনোয়ার বলেছেন: ঘাট হয়েছে মশাই।
বলেন কথা অবিরত। :)

২| ১০ ই মে, ২০১৮ দুপুর ২:১৯

পদাতিক চৌধুরি বলেছেন: আহা! এমন সন্ধিকালের অপেক্ষায় না থেকে যে পারিনা।

শুভকামনা নিরন্তর ।

১০ ই মে, ২০১৮ দুপুর ২:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: বসন্ত বলেন কিংবা বর্ষা, কালের মধ্যে সন্ধিকাল সর্বোত্তম । যে ঝড় গেলো কবিতা না লিখে পারলাম না ।

৩| ১০ ই মে, ২০১৮ দুপুর ২:৩০

রাজীব নুর বলেছেন: খুব ভালো লাগলো।

১০ ই মে, ২০১৮ দুপুর ২:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: আর তিনটি পোস্ট হলে আমার পেস্টের সংখ্যা হবে ৯০০।

ভালোলেগেছে জেনে ভালো লাগলো ।

অনেক বড়ো ঝড় গেলো । :)

৪| ১০ ই মে, ২০১৮ বিকাল ৪:১৮

খালেদা শাম্মী বলেছেন: আহা! সুন্দর শব্দচয়ন আর অভিব্যক্তি প্রকাশ! আসতো যদি সন্ধ্যেকাল। ভাল লেগেছে খুব।

১০ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

সেলিম আনোয়ার বলেছেন: আপনার ভালোলেগেছে জেনে ভালো লাগলো।

কবিতায় ছন্দের সঙ্গে সঙ্গে ভাবে গভীরতা যেমন মূখ্য হয়ে ওঠে ঠিক তেমনি আবৃত্তির বিষয়টিও মাথায় রাখা উচিত বলে আমি মনে করি। তাই কবিতার শেষ অংশে একটু ঢং জুড়ে দেয়া হলো।
মাঝখানে কিছুটা মানবিক আবেগ রেখে দিয়েছি
কবিতা পড়ার সময় যাতে পাঠকের মনে ধাক্কা লাগে কষ্ট কে খেটে খাওয়ার মানুষগুলো কথা ভেবে । অনেকে হয়তো ভাববে এ অংশটাই মূখ্য।

অশেষ কৃতজ্ঞতা কমেন্টে ।

৫| ১০ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

কথার ফুলঝুরি! বলেছেন: আহা আসত যদি সন্ধিকাল! :|
সুন্দর কবিতা।

১০ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৬| ১০ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

সেলিম আনোয়ার বলেছেন: তিনি ছিলেন এখন নাই
উন্নয়নের গতিতে ভাটা
দেশের অর্থনীতিও মুখ থুবড়ে
পড়েছে তাই
থাকলে তিনি কি আর
এমন হতো?
উন্নয়নের জোয়ারে দেশ
ভেসে যেতো।
এমন কথা চলছিল মালয়েশিয়ায়
অতঃপর এতদিনে আসলেন তিনি
নতুন দলের কান্ডারী হয়ে
পরাজয় মানায় না তাঁর নামের সাথে
সেই কথাটি প্রমাণ হলো
নতুন এক রেকর্ড গড়ে
বিজয় তার সূচিত হলো
মাহাথির আবারো নেতা
বৃদ্ধ বয়সে এসেও তিনি
এখনো সবার সেরা।
মাহাথির তোমার তুল্য নেতা
পৃথিবীতে একটিও নাই।
............................
মালয়েশিয়ায় শিক্ষালাভের সময় ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে লিখলাম কবিতা ।

৭| ১০ ই মে, ২০১৮ রাত ১১:১৯

শিখা রহমান বলেছেন: ছড়ার ছন্দে কবিতাটা শুরু হলেও শেষে এসে মন ছুঁয়ে গেছে। বিশেষ করে শেষের লাইনটা "আহা আসতো যদি সন্ধিকাল।" লাইনটা পড়লে কবির আকুলতা অস্থির করে একটু পাঠককেও।

কবিতা ভালো লেগেছে। শুভকামনা।

১০ ই মে, ২০১৮ রাত ১১:৩০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ। আজকের ওয়েদার বেশ ঠান্ডা।বসে বসে রবীন্দ্র সংগীত শুনি আর ব্লগিং করি ভালো লাগছে খুব। :)

৮| ১১ ই মে, ২০১৮ রাত ১:০৬

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা, খুব ভালো লাগল।

১১ ই মে, ২০১৮ রাত ১:১০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা প্রামানিক ।

৯| ১১ ই মে, ২০১৮ সকাল ৮:৪৮

সুমন কর বলেছেন: বোশেখ ভালো ফুটিয়ে তুলেছেন। +।

১১ ই মে, ২০১৮ সকাল ৯:০১

সেলিম আনোয়ার বলেছেন: সুমন কর মনে সব সময়ই বোশেখ কাল। এই খুশি এই বেদনা এই হাসি এই কান্না ।আহা থাকতো যদি সন্ধিকাল ভালোবাসার মানুষটার সঙ্গে ।সরি মানবীর সঙ্গে ওষ্ঠে ওষ্ঠ মিলিয়ে ভালোবাসার মহা লগনভ

সুমন কর শুভ সকাল।

১০| ১১ ই মে, ২০১৮ বিকাল ৩:১৫

জাহিদ অনিক বলেছেন:

আহা যদি আসতো এলোকেশী কবরী উজাড় করে কালো পাহাড়ের মত মেঘ হয়ে !

১১ ই মে, ২০১৮ বিকাল ৫:১৮

সেলিম আনোয়ার বলেছেন: কবি ভালো বলেছেন !!তেমনটি হলে দারুন হতো ।

১১| ১১ ই মে, ২০১৮ বিকাল ৩:৪১

সেলিম আনোয়ার বলেছেন: প্রথমেই আছে জানা তারপরেই জুন
আমার পরাণ যাহা চায়
বলবো না এখন।
আরজুপনিও আছে
রেজোয়ানা কোথায় গেছে?
তারে ছাড়া আধার ভূবন।
সবথেকে ছোট কিন্নরী আছে
চড়ুই পাখির মতন
কাছে পেলেই আদর করে
শুধাবো তারে
সোনামণি কিখাবে এখন?
এখন দেখি মুনিরাও লিখে
ছবি কবির অনন্ত যৌবন
রাবেয়া রহিম লিখে
তারে দেখে ইপসিতা শিখে
সোহানির কথা সবার জানা
নীল পরি কালো পরি
শাদা পরি আছে আরো একখানা
মানের টানেই লিখে ওমেরা
মাতিয়ে ভূবন।
এতো সুন্দর অবনী
তাদের করেই আজি হবেরে সৃজন।

.....
জুমার নামাযের সময় মনে মনে এই কবিতা ঘুরছিলো। এর চেয়ে পবিত্র কবিতা হতে পারে না ।

১২| ১১ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

সেলিম আনোয়ার বলেছেন: শনশন হাওয়া রিমঝিম বৃষ্টি
এমন বৈরী আবহাওয়ার
আমাদের দুজনের মাঝে
হতো যদি সৃষ্টি, মাঝে মাঝে ডাকিতেছে মেঘ
চমকিতেছে বিজলী
আমাদের মিলন কামনায়
জানাইতেছে উদ্বেগ।
হিমেল হাওয়ায় আনমনে
ভাবিতেছি তোমারে ক্ষণে ক্ষণে
দিয়ে কাঁথামুড়ি থাকিতাম সুখে
তোমারে জড়ায়ে ধরি
এর চেয়ে বেশি চাহিনা
মেঘ ঘুরঘুর মেঘলা দিনে
তুমি থাকিলে দূরে
ভাবি বসে আনমনে
তুমি ছাড়া পৃথিবীতে
আর কিছু চাহিনা।

১৩| ১১ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:১১

জুন বলেছেন: খুব ভালো লাগলো আবার আসতো যদি কবিতাটি
+


জুমার নামাযের সময় মনে মনে এই কবিতা ঘুরছিলো। এর চেয়ে পবিত্র কবিতা হতে পারে না ।
জুমার নামাজের সময় আপনার মাথায় কবিতা ঘুরছিল !! বলেন কি সেলিম আনোয়ার :-*
তবে বেশ লিখেছেন ।

১১ ই মে, ২০১৮ রাত ১১:১৭

সেলিম আনোয়ার বলেছেন: জুনাপি মসজিদে বসে লিখলে পুরো কবিতা লেখা হতো এতো সময় পর লিখলে কবিতা কি আর থাকে। কবিতা দৌরাত্বে গবেষনাপত্র লিখতে পারছি না। আমি আবার সবচেয়ে মেধাবী ভূতত্ত্ববিদ। জাতির অপূরনীয় ক্ষতি হচ্ছে। :)

১৪| ১১ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:২১

সেলিম আনোয়ার বলেছেন: জুন সুন্দরীতমা নামাজের সময় বলতে মসজিদে বসে কবিতার ছন্দ মাথায় উড়ছিল সামান্য কেনাকাটা শেষ করে বাসায় বসে লিখলাম। :P

কমেন্টে অশেষ কৃতজ্ঞতা জুনাপি।লেডি বতুতার কিযে হলো আজকাল অমাবস্যার চাঁদ মনে হতিছে। #:-S

১৫| ১১ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

জুন বলেছেন: কি বলেন ! আমিতো কালও নতুন পোষ্ট দিয়েছি । আপনারই খবর নেই । দেখেন ও নি । অবশ্য সেটা নির্বাচিত হয়নি এবং আলোচিত পাতায় এত কম সময়ের জন্য ছিল তা আপনার নজরে পরেনি হয়তো বা :||
:)

১১ ই মে, ২০১৮ রাত ১১:২১

সেলিম আনোয়ার বলেছেন: ও তাহলে সময় করে পড়ে আসবো । আজকে দারুন আবহাওয়া। কবিতা পাঠের দিন। অশেষ কৃতজ্ঞতা কমেন্ট আর পাঠে

১৬| ১১ ই মে, ২০১৮ রাত ৮:২৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আর তিনটি পোস্ট হলে আমার পেস্টের সংখ্যা হবে ৯০০।

ভালোলেগেছে জেনে ভালো লাগলো ।

অনেক বড়ো ঝড় গেলো ।

৯০০ !!!!
শাবাস।

১১ ই মে, ২০১৮ রাত ১১:২৩

সেলিম আনোয়ার বলেছেন: হ্যা ঝড়টা বেশ বড়োসড়ো হলো।

অশেষ কৃতজ্ঞতা। সবসময় সঙ্গে থাকার জন্য ।


ভালো থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো।

১৭| ১১ ই মে, ২০১৮ রাত ৮:২৮

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভলো লিখেছেন++

১১ ই মে, ২০১৮ রাত ১১:২৮

সেলিম আনোয়ার বলেছেন: লাইকতো দেন নাই । কিভাবে বুঝবো?? #:-S

নাকি বোকা বানানোর প্ল্যান???

সে যাই সুন্দর কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।ভালো থাকবেন নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.