নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
একদিন এদেশ সবার সেরা হবে
বাংলার আকাশে উড়িবে স্যাটেলাইট
পথে পথে থাকিবে সুন্দর মোজাইক।
আরও হবে পাতাল রেল পাতাল রাজপথ
একনিমিষে যাবো চলে টেকনাফ থেকে তেতুলিয়া
লাগিবেনা চলার পথে কোন যানজট।
আকাশ ছুঁয়া প্রাসাদ হবে
মাঠে ঘাটে ফুলের বাগান থাকবেনা আর ঝড় তুফান
অশুভ রাজনীতি কেন্দ্র করে;
থাকবেনা কোন লোড শেডিং
পেটপুড়ে খাবে সবাই, থাকবে সবার মাথা গুজার ঠাঁই,
সুরম্য সব অট্টালিকার পরে ।
ধর্ষক আর খুনিদের ফেলবে ছূড়ে আস্তাকুড়ে
সততাই সর্বোৎকৃষ্ট পন্থা সেই পথে চলবে সবাই
দেশের মানুষ বুক ফুলিয়ে বলবে কথা স্বাধীনচেতা।
তর্ক বিতর্ক চলতে পারে করবে তা পরস্পরে শ্রদ্ধাভরে
আর তর্কশেষে বলবে সবাই আমার সবাই ভাই ভাই
আমাদের এই বাংলাদেশে।
জনে জনে থাকবে না কোন বিভেদ
সবার সঙ্গে কহিবো কথা রইবো নাকো আর দূরে
বীরজনতা, দূর করো হে ,দূর করো প্রভেদ - মিলন মন্ত্রগানে।
১২ ই মে, ২০১৮ রাত ৯:১৭
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
২| ১২ ই মে, ২০১৮ রাত ৯:১৬
ঢাবিয়ান বলেছেন: এমনটা সম্ভব হবে
দুই পরিবার বিদায় হলে।
১২ ই মে, ২০১৮ রাত ৯:২০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অসংখ্য ধন্যবাদ। রাজনতিবিদদের মধ্যে বেগম জিয়া দৃষ্টান্ত দেয়ার মতো সৎ এবং যোগ্য নেত্রী। এমনকি আওয়ামীলগেও শেখ হাছিনা তেমন।
৩| ১২ ই মে, ২০১৮ রাত ৯:২৭
চাঁদগাজী বলেছেন:
কখন, এপারে, ওপারে?
১২ ই মে, ২০১৮ রাত ৯:২৮
সেলিম আনোয়ার বলেছেন: অবশ্য শেখ হাছিনা ক্ষমতা থেকে সরে গেলে আসল তথ্য জানা যাবে ।
এপারে হওয়া উচিৎ।
৪| ১২ ই মে, ২০১৮ রাত ৯:৩০
জুন বলেছেন: আকাশ রেল আর পাতাল রেল হোক। যানজট অবসান হোক। রাস্তাঘাট ঠিক হোক। ঝগ্রাঝাটি দূর হোক এই হলো মোর প্রার্থনা সেলিম আনোয়ার।
+
১২ ই মে, ২০১৮ রাত ৯:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: আপনার প্রার্থনা সুন্দর সন্দেহ নেই । কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।
৫| ১২ ই মে, ২০১৮ রাত ১১:১৫
পদাতিক চৌধুরি বলেছেন: আহা দারুণ অভিব্যক্তি। একদিন পূর্ণ হবেই সে আশা, এই কামনায়। তবে যানজটের হাত থেকে রক্ষা পেতে ইতিমধ্যে উবের /ওলার মত ফ্লাইং ট্যাক্সি বাজারে চলে এসেছে। খুব শীঘ্রই আমরা আপনারা তার সুফল পাবো।
অনেক ভাল লাগা আমার প্রিয় কবিকে।
১৩ ই মে, ২০১৮ সকাল ৯:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: একদিন হয়তো হবে। ইথিওপিয়া যেন না হয়। বাংলাদেশ নাইজেরিয়া যেন না হয় ।
৬| ১২ ই মে, ২০১৮ রাত ১১:১৭
কাওসার চৌধুরী বলেছেন: আমার চাওয়াটা যেন স্বার্থক হয়।
১৩ ই মে, ২০১৮ সকাল ১০:১৭
সেলিম আনোয়ার বলেছেন: শুভ কামনা রইলো। সাফল্য লাভ করুন।
৭| ১২ ই মে, ২০১৮ রাত ১১:১৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: একদিন হবে। একদিন দূর হবে! কিন্তু অপেক্ষার প্রহর শেষ হচ্ছেনা।
১৩ ই মে, ২০১৮ দুপুর ১২:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: অপেক্ষার প্রহর শেষ হোক এই কামনা থাকলো।
৮| ১২ ই মে, ২০১৮ রাত ১১:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: যত দ্রুত হবে তত মঙ্গল।
৯| ১৩ ই মে, ২০১৮ সকাল ৯:৪৭
রাজীব নুর বলেছেন: আপনার হাতে কবিতা ভালো আসে।
পড়ে আননব্দ পাই।
তাই বলে কবিতা ছাড়া আর কিছু লিখবেন না??
১৩ ই মে, ২০১৮ সকাল ৯:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা কি আমি লিখি? যে আমাকে কবিতা লেখায় সে লেখালে সব পারি। লিখালেই লিখবো।
©somewhere in net ltd.
১| ১২ ই মে, ২০১৮ রাত ৯:১২
প্রামানিক বলেছেন: আর তর্কশেষে বলবে সবাই আমার সবাই ভাই ভাই
সুন্দর কথা কবিতায় তুলে ধরেছেন। ধন্যবাদ