নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
১। সাম্য
মানুষে মানুষে করো না বিভেদ
পারলে তাদের মিলিয়ে দিয়ো—
মানুষই আশরাফুল মাখলুকাত
এই কথাটি মাথায় রেখো।
এদেশের মানুষগুলো
গুটি কয়েক জীবন দিলো
মায়ের ভাষায় বলতে কথা
একাত্তরে লাখো জনতা করেছিলো একাত্বতা
মরণের সাথে—আরো যারা বাকী ছিলো
স্বাধীনতার সূর্য বুকে নিয়ে
অনেক দহনে তারাও জ্বলেছিলো।
তাদের মাঝে করে যারা প্রভেদ
মানবতার শত্রু তারা
হোক না তা —ক্ষমতার মসনদে বসে
চলো মোরা বাকী কটা দিন
এক সঙ্গে আনন্দে কাটিয়ে দেবো।
একটি দেশের একটি জাতি
মিলেমিশে মুরা আনন্দে মাতি ।
২। দ্রোহ
ওরে ভীরু ওরে মরা —এবার না হয় ঘুরে দাঁড়া
এদেশটা তো মায়ের মতই—সর্বনাশ তার করছে যারা
তাদের বিরুদ্ধে না দাঁড়ালে—হবি রে তোরা সর্বহারা।
ওই যে লুটে দেশের টাকা—রাজকোষাগার করছে ফাঁকা
মুখে তাদের মধুর বাণী—আসলে সব ছল চাতুরী জানি
তৃতীয় নয়নে একটু তাকা।
তার বিচারের কাঠগড়াটা আর কিছু নয় খামখেয়ালি
মানুষের অধিকার লয়ে খেলছে কারা ছিনিমিনি।
স্বাধীনতার নাম ভাঙিয়ে পরাধীনতার বীজ
করছে বপন— এই দেশের পবিত্র জমিনে।
দেশের মানুষে গড়ছে বিভেদ
উপনিবেশিক শাসকের মতো উদ্দেশ্য প্রণোদিত প্রাণে
স্বাধীন দেশের বুকে তারা এঁকেছে এক গভীর ক্ষত
প্রত্যাখ্যান কর না তাদের সেই মহান একাত্তরের মত।
জঙ্গী—রাজাকার সাজানো সব নাটকের মোহরায়
নিজো স্বার্থে দেশটার মুখ ডোবায় তারা— বিশ্বের দরবারে
উন্নয়নের নামে নিজের পকেট ভরছে কেবল
কালোটাকার পাহাড়ে চড়ে করছে ধরাকে সরা।
বীরজনতার সম্মান কেড়ে দেশের বাহিরে যাচ্ছে কে রে
ওরে ভীরু ওরে মরা এবার না হয় দেখরে তোরা।
তোদের পূর্বসরি যদি একাত্তরের বীরযোদ্ধারা ,
স্বদেশ ভূমির পবিত্র জমির বুকের উপর
কেমন করে যেন মরে পরে থাকিস তোরা!
অন্ধের মতো আর কতকাল পদলেহন করবি তাদের
তারাতো নয় প্রভু কোন নয় তারা দূত কোন দেবের।
মায়ের ভাষায় বলবে বলে যারা জীবন দিতে জানে
তাদের উত্তরসরী থাকবে সদা ভীরু-মরা তা কেউ কি মানে ?
এই দেশের বীরজনতা কেনা গোলাম নয়তো কারো
তাই বলি মন স্বাধীনতার স্বাদ আস্বাদনে দলকানার পথটা ছাড়ো
যাদের কাছে ধর্ষিত হয় এই দেশের লাখো নারী
নরেরা হয় গুম নয় ফেরারী —তাদের কি আর পায়রে শোভা
দেশ শাসনের ঝান্ডা হাতে
তাই তো বলি করো না আরাধনা পাপিষ্ঠ শাসকের কোন
কোথায় গেলে স্বাধীন তুমি এবার না হয় একটু শোন।
এদেশটাতো আমাদেরই ভাই শোষনের তরে দেইনি তুলে
পাকিস্তানীদের হাত থেকে ছিনিয়ে এনে উপনিবেশ গড়তে কোন
এই দেশের কর্তৃত্ব সব এই দেশেরই বীরজনতার তরে।
স্বাধীনতার মর্মকথা মনে প্রাণে সবাই শুনো
আমাদের দেশে আমরা যে ভাই সবাই রাজা— তা না হলে
প্রয়োজনে আবার না হয় নতুন কোন একাত্তর হবে
তবু যে দেশের সকল নর আর সকল নারী সবাই রাজা
— তেমন দেশ গড়তে হবে ।
বিদ্রোহী কবি
দ্রোহের আগুন ছড়িয়ে দিলে
কবিতা গানে শিখিয়ে গেলে
মানুষে মানুষে বৈষম্য আর নয় কোন
দুখু মিয়া নাম নিয়েও করেছো জয় দুঃখটারে
ভালোবেসে অমর হলে এই অবনীর পরে
দেশের মানুষ বাসে ভালো সবচেয়ে বেশি আজও তোমারে
তোমার কলম খানা কইতো কথা দারুন রকম ছন্দাকারে।
মাটির কথা মানুষের কথা নারীর কথা তোমার কবিতায় আছে লেখা
পৃষ্ঠা জুড়ে দারুন রকম মানবতা,
পরাধীনতার বধ্যভূমি —তোমার মানসপটে আঁকা
বাঙালি চেতনার ঐ ধ্বজা ধরে।
মসজিদ প্রাঙ্গনে শায়িত তুমি চির উন্নত শির প্রাণ
তোমার স্মরণে আজও উঠে মেতে গেয়ে ওঠে জাগরনি গান
আবহমান বাঙলার সব চির সবুজ আর তাজা প্রাণ।
লহো মোর শ্রদ্ধাঞ্জলী ওহে অগ্রজ ওহে মহান।
হৃদয়ের এই গহীন থেকে।
---------------------------------------------
বিদ্রোহী কবির জন্মদিন ১১ই জৈষ্ঠ্য, মে এর ২৫ ১৮৯৯। এইদিনে সবাই প্রিয় কবিকে নিয়ে মেতে উঠবেন। উৎসব হবে গান হবে আনন্দ হবে । কবির জন্মদিন এবার পবিত্র রমযানে। তাকে নিয়ে অনেকে কবিতা লিখবেন, প্রবন্ধ লিখবেন স্মরণ করবেন। আমি স্মরণ করি তারে শ্রদ্ধাভরে হৃদয়ের গহীন থেকে।
একটু আগেই জানিয়ে দিলাম। বাংলার দুই দিকপাল। আমাদের অমূল্য সম্পদ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। রবি বাবুকে ও স্মরণ করছি এই লেখায় নজরুলের হৃদয়ে রবির অবস্থান। মুছে দিতে সাধ্য কার। তাঁরা দুজন
বাঙালীর চলার পথের পাথেয়। আপাতত এ পর্য ন্তই । শ্রদ্ধাভরে স্মরি বিদ্রোহী কবি কাজী নজরুল তোমারে। আল্লাহ তায়ালা তাকে বেহেশত দান করুন। বাংলাদেশের স্বাধীনতার বীজ নজরুল ইসলামের সৃষ্টিতে বিরাজমান।
অন্যান্য
কোটা সংস্কার
শিবির কোটা নয় লীগ কোটা নয়
দল কোটা নয়—
তাহলে তার অন্যায় কি করে হয়?
ষোলভাগ মেধা কোটা একান্ত কাম্য
মেধা তো সার্বজনীন
দলমত নির্বিশেষে সব মানুষেরই হয়।
শিবির বললো, দল বললো নাকি লীগ বললো
সেটি তো ভাববার বিষয় নয়।
কি বলা হলো সেটিই বিবেচ্য বিষয়।
শিবির পড়িলে নামায তোমরা কি পড়িবে না তাই
ছাত্রলীগ ধর্ষণ করিলে তোমরা কি করিবে তাই?
না ঠিক তা ন য়—
মানুষের কি করতে হবে আল-কোরআন হাদিসে আছে
তার উপর আল্লাহ তায়ালা মানুষ কে বিবেক দিয়েছে।
তাই বলি মন যাহা হক তাহাই করো
গুরুত্বপূর্ণ ইস্যুতে দেশটারে বিবেচনা করো।
আকাশে উড়াতে স্যাটেলাইট লাগে মেধা
কোটা তে কি আছে কিছু বৈষম্য ছাড়া।
মানবতা থাক হৃদয় জুড়ে
দেশকে পৌঁছাতে হলে উন্নতির শিখরে
প্রয়োজনে মাহাথির হতে হয়।
দেশজনতায় নেই ভেদাভেদ কোনো
কোটা প্রথারে এখনই করো হে শেষ
সতীদাহ প্রথার মতো এতেই মঙ্গল নিহিত
নহে কোন সন্দেহ সংশয়।
বর্তমান অতীতের দর্পন
--------------------------------------
প্রকৃতি অথবা মানব
বর্তমানই বলে দেবে তার অতীত-ভবিষ্যৎ- সব;
ঝড়-বৃষ্টি-সূর্যোদয়
অতীতের মতই আজো অক্ষয়;
আগামীতেও থাকিবে তা—
সুদূর অতীতেও বহিতো আজিকার মতো হাওয়া
ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত
প্রাগৈতিগাসিক কালেও হতো ভূতাত্ত্বিক বিজ্ঞান বলেছে তা।
অতীত ভালো ছিলো বলেই
ভালো আছো তুমি
বর্তমান যেন অতীতের চারণভূমি।
ঠিক তেমনি ভাবিষ্যতের এপিটাফ
বর্তমানের কর্মগুণে।
বর্তমান অতীতের সুষ্পষ্ট প্রতিফলন;
বর্তমান মিলিবে অতীতের দর্পনে।
হুমায়ূন ফরীদি
লড়েছেন দেশের তরে মহান সেই একাত্তরে
মুখফুটে বলেননি কভু—অহংকারভরে
জন্মেছেন যে দেশে—পায় কি শোভা কভু তারে?
দেশপ্রেম যার হৃদয়জুড়ে।
মা—মাটি—জল তার ঋণ শোধিতে কে পারে?
তাঁর যুদ্ধের খবর
জানাবে তার প্রবাসি সুহৃদজন
সুদূর সুইডেনে বসে।
বহেমিয়ান জীবন তার খরস্রোতা নদীর মতো
তিনি ছিলেন এক মহান দাতা
ঈশ্বরের কাছ থেকে অনুগ্রহ নিয়ে
রেখেছেন নিজের করে
দিনে দিনে দান তার গিয়েছে কেবল বেড়ে
বেলি ফুলের মালা দিয়ে —বধুবরণ
ইতিহাসের পাতায় লেখা
আবারো ভালবেসে তার মরণ
একাকিত্বের আভরণ পরে।
তাঁর অনেক দুঃখ ছিলো
জানেনা কেউ তাহা
তাতেই নাকি সে অত বড়ো হলো—
অভিনয় জগতের রাজা— অভিনয় নয়তো সোজা
দেশটারে ভালোবেসে—ভালোবাসার বসন্তদিনে এসে
মহা প্রয়ান তার যে হলো—দেশের মানুষ কেঁদেছিলো
কেঁদেছিলো এক হৃদয়হীনা
অমন করে কেউ কি পারে
অভিনয়টারে গলধকরণ করে।
সৃষ্টি তাঁর কহিবে কথা
অভিনয় শিল্প যতোদিন আছে টিকে।
দক্ষিণের ঐ বঙ্গোপসাগর
তার সমান এক হৃদয় নিয়ে
সবার মুখে ফুটিয়েছেন হাসি
চোখে দানিয়েছেন জল অগণিত দর্শকের চোখে
নায়ক হলে তো কথাই নেই।
খলনায়ক হলেও তিনি— সবাই তার পক্ষ নিতো।
হুমায়ূন ফরীদি জন্মেছিলেন এই বঙ্গেতেই
যায় না ভুলা কভু তারে
মুখের উপর অবলীলায় বলে দিতেন সত্যটারে
বলবেন না কেনইবা তিনি
স্বাধীনতার সূর্যটারে
ছিনিয়ে এনেছিলেন যুদ্ধ করে —
এমন মানুষ যায়না ভুলা
১৮ ই মে, ২০১৮ সকাল ১০:০৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা রইলো।
২| ১৭ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৫
চাঁদগাজী বলেছেন:
আপনি বলেছেন, "অমুল্য সম্পদ কবিগুরু ও বিদ্রোহী কবি"!
১৮ ই মে, ২০১৮ সকাল ১০:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: এই বার কি হয়েছে?
৩| ১৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:১২
সেলিম আনোয়ার বলেছেন: চাঁদ গাজী আপনি কি বলেন?
৪| ১৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:২১
সেলিম আনোয়ার বলেছেন: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সব লিখে গেছেন বাকি কিছু রাখেননি।
৫| ১৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫
অনুতপ্ত হৃদয় বলেছেন: স্বরণ করি শ্রদ্ধা ভরে
১৮ ই মে, ২০১৮ দুপুর ২:০৬
সেলিম আনোয়ার বলেছেন: মাহে রমজানের শুভেচ্ছা । অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্টের জন্য ও শুভকামনার জন্য।
৬| ১৭ ই মে, ২০১৮ রাত ৯:৪৯
ইনাখ বলেছেন: কবি নজরুল, কে বলে তুমি নেই ?
তুমিতো আছো আমাদের মাঝেই |
তোমার কবিতা সবাই পড়বে
চিরদিন তোমাকে মনে করবে ||
নজরুলের ওপর একটা কবিতা মনে হয় স্কুলে থাকতে লিখেছিলাম | অনেক অনেক বছর আগে |সেই কবিতার কয়েকটা লাইন | পুরো কবিটাটা আজ আর মনে নেই | আপনার নজরুল বন্দনায় আমার চেষ্টাটাও যোগ করে দিলাম |সুন্দর হয়েছে কবিতা |
১৮ ই মে, ২০১৮ রাত ১০:২৭
সেলিম আনোয়ার বলেছেন: নজরুল আছেন আমাদের মাঝে সাম্য দ্রোহ আর প্রেরণা হিসেবে।
তাইতো নজরুল কে এতো ভালোবাসে মানুষ।
কমেন্টে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা রইলো।
৭| ১৭ ই মে, ২০১৮ রাত ১০:৫৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সেলিম ভাই!!
আমাদের জন্য একদিন গল্প লেখা যায় না???
১৮ ই মে, ২০১৮ রাত ১০:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: যায় খুব যায়। কবিতা লিখতে ভালবাসি। কবিতা লিখা অনেক কঠিন। কবিতা সুন্দর তম সৃষ্টি। সুন্দর তম শ্রেষ্ঠ কোন বিষয় বাদ দিয়ে অন্য কিছু লেখা ঠিক না।
৮| ১৮ ই মে, ২০১৮ রাত ১২:০৬
শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লিখেছেন
জাতীয় কবির প্রতি অশেষ শ্রদ্ধা ও ভালবাসা রইল ।
২০ শে মে, ২০১৮ সকাল ৮:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ এবং অশেষ কৃতজ্ঞতা।
৯| ১৮ ই মে, ২০১৮ সকাল ৮:২৩
ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: 1. বাঙালি মুসলমানের এক গোত্র মনে করে নজরুলই পৃথিবীর একমাত্র ও শেষ কবি। তাদের আর কোনো কবির দরকার নেই। 2.নজরুল সাহিত্যের আলোচকেরা সমালোচক নন তারা নজরুলের মাজারের খাদেম।
(হুমায়ূন আজাদের প্রবচনগুচ্ছ)
২০ শে মে, ২০১৮ সকাল ৮:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: তার মেনে থাকে।
কবিতো নবী নন। শেষ কবি ব্যাপারটি তাই গ্রহণ যোগ্য নয়।
১০| ২০ শে মে, ২০১৮ দুপুর ১২:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: শিবির কোটা নয় লীগ কোটা নয়
দল কোটা নয়
তাহলে তার অন্যায় কি করে হয়?
ষোলভাগ মেধা কোটা একান্ত কাম্য
মেধা তো সার্বজনীন
দলমত নির্বিশেষে সব মানুষের হয়।
শিবির বললো, দল বললো নাকি লীগ বললো
সেটি তো ভাববার বিষয় নয়।
কি বলা হলো সেটিই বিবেচ্য বিষয়।
শিবির পড়িলে নামায তোমরা কি পড়িবে না তাই
ছাত্রলীগ ধর্ষণ করিলে তোমরা কি করিবে তাই?
না ঠিক তা না
মানুষের কি করতে হবে আল-কোরআন হাদিসে আছে
তার উপর আল্লাহ তায়ালা মানুষ কে বিবেক দিয়েছে।
তাই বলি মন যাহা হোক তাই করো
গুরুত্বপূর্ণ ইস্যুতে দেশটারে বিবেচনা করো।
আকাশে উড়াতে স্যাটেলাইট লাগে মেধা
কোটা তে কি আছে কিছু বৈষম্য ছাড়া।
মানবতা থাক হৃদয় জুড়ে
দেশকে পৌঁছাতে হলে উন্নতির শেখরে
প্রয়োজনে মাহাথির হতে হয়।
দেশজনতায় নেই ভেদাভেদ কোনো
কোটা প্রথারে এখন ই করো হে শেষ
সতীদাহ প্রথার মতো এতেই মঙ্গল নিহিত
নহে কোন সন্দেহ সংশয়।
১১| ২০ শে মে, ২০১৮ দুপুর ২:১৫
পবন সরকার বলেছেন: অনেক ভালো লাগল।
২০ শে মে, ২০১৮ দুপুর ২:৩০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন। নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।
১২| ২০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯
কাইকর বলেছেন: অনেক ভাল লাগলো পড়ে। আমি ব্লগে নতুন। ছোটখাটো একজন গল্পকার। সময় পেলে আমার ব্লগে ঘুরে আসবেন।ধন্যবাদ ও ভালবাসা রইলো
২০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।
১৩| ২১ শে মে, ২০১৮ দুপুর ১২:৩৪
বৃষ্টি বিন্দু বলেছেন:
কবি নজরুল আমাদের আত্মায় সবসময় মিশে থাকুক,
জ্বলে উঠুক আমাদের মাঝে তার বিদ্রোহী মনন।
২২ শে মে, ২০১৮ দুপুর ২:৫০
সেলিম আনোয়ার বলেছেন: এই সময়ে একান্ত কাম্য। বিদ্রোহী কবির বিদ্রোহী মনন।
১৪| ২৪ শে মে, ২০১৮ দুপুর ১:১৯
নতুন নকিব বলেছেন:
সুন্দর। ধন্যবাদ।
২৪ শে মে, ২০১৮ দুপুর ১:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা ।
১৫| ২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪
জাহিদ অনিক বলেছেন:
নজরুল আমার প্রিয় বিষয়।
আগামীকাল তাঁর জন্মজয়ন্তী।
লেখাটা ভালো লাগলো।
২৫ শে মে, ২০১৮ সকাল ১১:২৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ এবং শুভকামনা রইলো আপনার জন্য। বিদ্রোহী কবির সঙ্গে আমার ও জন্ম দিন।
১৬| ২৫ শে মে, ২০১৮ রাত ৩:০৯
চাঁদগাজী বলেছেন:
কবির শেষদিনগুলো ভক্তদের মাঝে কেটেছে, ভালো।
২৫ শে মে, ২০১৮ সকাল ১১:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: বিদ্রোহী কবি বলিয়াছিলেন, পর জনম বলিয়া যদি কোন থাকে তবে কবি হিসেবে নয় কুকুর হিসেবে যেন জন্মলাভ হয়।তাতেও শরৎ বাবুর মঠে আশ্রয় ও খাবার মিলিবে। কথা সরমর্ম আমার ভাষায় লিখলাম।
প্রবন্ধের নাম "বড়র পীরিতি বালির বাঁধ" । উহা পাঠ করিলে দুখু মিঞাকে অনুধাবন করিতে পারিবেন।
লেখার শিরোনাম অমন কারন কবি গুরু কোন এক কবিতা রক্ত শব্দটি ব্যবহার না করে খুন শব্দটি ব্যবহার করায় রবিবাবু একটু তীর্যক কমেন্ট করেছিলেন ব্যাস গুরুদেব এটা বললেন কেন তাই এ প্রবন্ধ লিখা। কবিগুরুকে কতটা ভালোবাসতেন সম্মান করতেন নিজের কাছের জন মনে করতেন নজরুল এই প্রবন্ধ তার অকাট্য দলিল ।
১৭| ২৫ শে মে, ২০১৮ রাত ৩:৪৯
জাহিদ অনিক বলেছেন:
কবি সেলিম আনোয়ার, আপনাকে জন্মদিনের অনেক অনেক অনেক শুভেচ্ছা
ভালো থাকবেন
২৫ শে মে, ২০১৮ দুপুর ১২:০১
সেলিম আনোয়ার বলেছেন: জাতীয় কবির সম্মানে পোস্ট খানা ঝুলিয়ে রাখলাম কবির জন্মদিন পর্যন্ত।
আপনাকে অনেক শুভেচ্ছা। জন্মদিনে শুভেচ্ছা পেয়ে আমি বিমোহিত । ভাল থাকবেন সবসময় এ শুভকামনা থাকলো ।
২৫ শে মে, ২০১৮ বিকাল ৩:২৯
সেলিম আনোয়ার বলেছেন: হুমায়ূন ফরীদির জন্মদিন ২৯ মে ১৯৫২।
১৮| ২৫ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: ম চিত্তে নিতি নৃত্যে
কে যে নাচে তা তা থৈ থৈ
তা তা থৈ থৈ, তা তা থৈ থৈ।
তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে
তা তা থৈ থৈ
হাসি কান্না হিরা পান্না দোলে ভালে
কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে
নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে
তা তা থৈ থৈ .
কি আনন্দ কি আনন্দ কি আনন্দ
দিবা রাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ
সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে
তা তা থৈ থৈ
১৯| ২৬ শে মে, ২০১৮ দুপুর ১:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: যতটুকু চায় প্রাণ
মরণ এলে বাঁচতে
ততটুকু চায় এই হৃদয়
তোমায় ভালোবাসতে।
©somewhere in net ltd.
১| ১৭ ই মে, ২০১৮ বিকাল ৫:৫২
রাজীব নুর বলেছেন: শরীরটা ভরে গেছে যাপনের বিষে, পারো যদি এরে তুমি মধু দিয়ে ধুয়ে দাও, পিঁপড়েরা খেয়ে যাক চেটে ----