নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

আজিকার এই দিনে জিয়া তোমায় পড়ে মনে।

৩০ শে মে, ২০১৮ দুপুর ১:৫২



সেইদিন বীর চট্টলার সর্কিট হাউজ যেন পলাশীর প্রান্তর, বিশ্বাস ঘাতক মীরজাফর,
আবারো অবনীর বুকে— রক্তের আল্পনা দিয়েছিলো এঁকে;
একাত্তরের এক মহান যিশু— যেন ক্রুশ বিদ্ধ হলেন।
তাজা রক্ত, ফিনকি দেয়া রক্ত— রক্তে সয়লাব স্বাধীন বাংলার পবিত্রভূমি।
লুটিয়া পড়িলো ধূলোয় চিরো ভাস্বর— স্বাধীনতার কন্ঠস্বর।
বাংলার সবুজপ্রান্তর সূর্যাস্তের লালিমা মেখে গায়ে
যেন লালসবুজ পতাকা – আর একটিবার।
হায় হেক্টর! হায় জিয়া!
মহান মুক্তিযুদ্ধের অপরাজিত কমান্ডার —
হে অধিনায়ক, এই ছিল নিয়তি তব!
ছেড়া টিশার্ট গায়ে— কাস্তে-কুদাল হাতে নিয়ে
মেহনতী মানুষের মতো—
কি কাব্য লিখিয়া ছিলে বাংলার মসনদে বসে
মরণে তোমার মানুষের ঢল নেমেছিলো ,
বীরজনতার মিছিলে নামাজে জানাজায় তিল পরিমান— দাঁড়াবার ঠাঁই নাই।
আকাশে বাতাসে ক্রন্দনরোল— জিয়া নাই, জিয়া নাই
বিলাপের জনসমুদ্র তখন — ঢাকামহানগর;
সময় অতন্দ্র প্রহরী — ইতিহাসের নিপূণ কারিগর।
বাংলার রাখাল রাজা,
স্বাধীন বাংলার খোলা হাওয়ায়
মনের বনে ;
বাংলার্ ইতিহাসে যেন নীলদিগন্তের ঐ প্রখর সূর্য তুমি—
বাংলার শস্যভাণ্ডারের জাগরণি গান—
কৃষকের মুখের অম্লান হাসি— সে তোমারি দান;
তোমার মরণে তাই বিয়োগের ক্রন্দনরোল বাংলার দিগন্ত কাঁপিয়া—
আজিকার এই দিনে
জিয়া তোমায় পড়ে মনে।

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৮ দুপুর ২:৩১

নীল আকাশ বলেছেন:
একদিন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব কেবিনেট মিটিংয়ে মন্ত্রীদের উদ্দেশ্যে বললেন, দেখেন আমি বাংলাদেশের প্রেসিডেন্ট। আমার দেশ খুবই গরিব দেশ। পৃথিবীর সবাই তা জানে। আমাকে সি অফ করার জন্য বা রিসিভ করার জন্য এতোগুলো লোক এবং এতো গাড়ি বিমানবন্দরে আসা যাওয়ার দরকার হয় না। এসব অপব্যয় বিদেশিরা দেখেন এবং তারা মনে করেন তাদের পয়সা দিয়ে এসব অপব্যয় করা হচ্ছে। রাত্রিবেলা আপনারা যখন আমাকে রিসিভ করে ফিরেন তখন মনে হয় যেন বিমানবন্দরে আগুন লেগে গেছে। সব লোক পালাচ্ছে। গাড়ির বহর একসাথে বের হচ্ছে। সুতরাং এখন থেকে শুধুমাত্র স্বরাষ্ট্র মন্ত্রী সাহেব যাবেন। Click This Link

জিয়া তোমায় কোনোদিন ভুলব না। তুমি আছো বাংলার অস্তিতের গভীরে চিরদিন অম্লান। যতদিন বাংলার স্বাধিনতা থাকবে ততদিন শহীদ জিয়ার নাম বাংলার পথে প্রান্তরে সব জায়গা থেকে উচ্চারিত হবে....একদিন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব কেবিনেট মিটিংয়ে মন্ত্রীদের উদ্দেশ্যে বললেন, দেখেন আমি বাংলাদেশের প্রেসিডেন্ট। আমার দেশ খুবই গরিব দেশ। পৃথিবীর সবাই তা জানে। আমাকে সি অফ করার জন্য বা রিসিভ করার জন্য এতোগুলো লোক এবং এতো গাড়ি বিমানবন্দরে আসা যাওয়ার দরকার হয় না। এসব অপব্যয় বিদেশিরা দেখেন এবং তারা মনে করেন তাদের পয়সা দিয়ে এসব অপব্যয় করা হচ্ছে। রাত্রিবেলা আপনারা যখন আমাকে রিসিভ করে ফিরেন তখন মনে হয় যেন বিমানবন্দরে আগুন লেগে গেছে। সব লোক পালাচ্ছে। গাড়ির বহর একসাথে বের হচ্ছে। সুতরাং এখন থেকে শুধুমাত্র স্বরাষ্ট্র মন্ত্রী সাহেব যাবেন। Click This Link

জিয়া তোমায় কোনোদিন ভুলব না। তুমি আছো বাংলার অস্তিতের গভীরে চিরদিন অম্লান। যতদিন বাংলার স্বাধিনতা থাকবে ততদিন শহীদ জিয়ার নাম বাংলার পথে প্রান্তরে সব জায়গা থেকে উচ্চারিত হবে....

৩০ শে মে, ২০১৮ দুপুর ২:৪০

সেলিম আনোয়ার বলেছেন: জিয়াউর রহমানের সততা কিংবদন্তি । খুব সাধারণ পোশাক পরিধান করতেন। তিনি একজন মুক্তিযোদ্ধা। কম্বল চোরেরা তার থেকে দূরে থাকত।

২| ৩০ শে মে, ২০১৮ দুপুর ২:৪২

বিজন রয় বলেছেন: হুম....

৩০ শে মে, ২০১৮ বিকাল ৩:২১

সেলিম আনোয়ার বলেছেন: হুম আমার হাতে কলম আছে......কলম ফেটে সত্য বেড় হবে ।

৩| ৩০ শে মে, ২০১৮ দুপুর ২:৫৩

নিয়াজ সুমন বলেছেন: চমৎকার লিখেছেন প্রিয়।

৩০ শে মে, ২০১৮ বিকাল ৩:৪২

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।

৪| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৩:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জিয়া বেচে থাকলে বাংলাদেশ এতদিনে বাস্তবিকই সোনার দেশ হত।
কবিতাটা হয়েছে অসাধারন।

৩০ শে মে, ২০১৮ বিকাল ৩:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: তিনি দেশে উন্নয়নের উৎপাদনের রাজনীতি চালু করেছিলেন। তিনি দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তার মৃত্যুর দিন মনে আছে ।তখন আমি ছোট। দেশে মারাত্বক হৃদয়বিদারক কিছু একটা হয়েছে ছোট হয়েও বুঝতে পারছিলাম ।

কবিতা অসাধারণ হয়েছে জেনে অসাধারণ অনুভূতি বিরাজ করিতেছে মনে ।

আজ শ্রদ্ধাভরে স্মরণ করছি অন্যতম শ্রেষ্ঠ বীর মুক্তিযুদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে।

৫| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৩:১৩

শাহাদাত নিরব বলেছেন: সকাল থেকে অনেক বার ডু দিয়েছি সামুদের বাড়িতে দেখি কোনো সাহসী যোদ্ধা আছে কিনা যে কিনা এই ৩০ই মে কে স্মরণ করে মহান নেতা কে নিয়ে কিছু লিখবে।
সামুর বাড়িতে অনেক লোক বাস করে কিন্তু কারো বুকে এই সাহস টা জন্মায় নি কারন হয়তো বা তার উপর চাঁদগাজী ভাই প্রমুখ অনেক রোষানলে পড়তে হবে কারন তারা শুধু ১৫ই আগষ্ট কেই কলঙ্কময় দিন মনে করে । আমি বাংলাদেশী আমি উচ্চস্বরে বলবো ১৫ই আগষ্ট যেমন বাঙ্গালী জাতির জন্য কলঙ্কময় তেমনি ৩০ই মে বাঙ্গালী জাতির জন্য কলঙ্কময় আমরা হারিয়েছি আমাদের লাল সবুজের রুপকার কে আমরা হারিয়েছি গণতন্ত্রের প্রবক্তা কে।
ধন্যবাদ প্রিয় লেখক
অনেক সুন্দর করে সাজিয়ে তুলেছেন মহান নেতা কে ।

৩০ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: দারুন কমেন্ট।

তার আত্নার মাগফিরাত কামনা করি ।
তিনি মানুষকে শান্তিতে ঘুমোতে দিয়েছেন । দেশে বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন । একজন সামরিক শাসক হয়েও রাজনীতি বিদদের চোখে আঙুল দিয়ে গণতন্ত্রচর্চাও উৎপাদরে রাজনীতি শিখিয়েে গেছেন ।

৬| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৩:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাজীসাবের প্রতিক্ষায় !
ওয়েটিং ফর গাজীসাব !!

৩০ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: চাদগাজী মাঝে মাঝে দারুন কমেন্ট করেন। তবে একজন মানুষ ভূলের উর্দ্ধে নয় । দেখা যাক।

কমেন্টে ধন্যবাদ। কবি সবার জন্য রবি যেমন সবার ঠিক তেমনি ।

৭| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৩:৫২

সোহাগ তানভীর সাকিব বলেছেন: স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানও কম নয়। আমরা রাজনৈতিক ভাবে যে যে মতাদর্শের হই না কেন, এটা কিছুতেই অস্বীকার করার উপায় নাই।

৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:৩০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন আপনার জন্য নিরন্তর শুভকামনা।

৮| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:২৮

রাজীব নুর বলেছেন: জিয়ার মোটামোটি সব ভালো। তবে দুই তিনটা বিষয় খুব খারাপ। বিশেষ করে রাজাকারদের সম্মান দিয়ে দেশে ফিরত নিয়ে আসা।

৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: রাজাকার সম্মান বিষয় টি আমি অপছন্দ করি। তিনি একজন মুক্তিযোদ্ধা এটাই মূখ্য বিষয়।
কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন। নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।

৯| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৫:২৯

কাইকর বলেছেন: খুব ভাল লাগলো পোস্ট পড়ে।ধন্যবাদ আপনাকে

৩০ শে মে, ২০১৮ বিকাল ৫:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা জানবেন। আপনার জন্য নিরন্তর শুভকামনা রইলো।

১০| ৩০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জিয়া তোমায় মনে পড়ে। কবিতাটা দারুণ। দেশ একটা বিরাট কিছু মিস করল উনাকে হারিয়ে...

৩০ শে মে, ২০১৮ রাত ১০:০৫

সেলিম আনোয়ার বলেছেন: সারা দেশে তার অগণিত ভক্ত। তাঁর জনপ্রিয়তা অনস্বীকার্য।

১১| ০১ লা জুন, ২০১৮ দুপুর ২:৫২

করুণাধারা বলেছেন: জানতাম আপনি কবি, কিন্তু কবির হৃদয়ে যে সত্য প্রকাশের দুরন্ত সাহস আছে, তা জানা ছিলনা।

চমৎকার কবিতা লিখেছেন, বর্ণনাগুলো খুব ভালো হয়েছে।

ধন্যবাদ, এবং অভিনন্দন এই চমৎকার কবিতার জন্য।

০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৩:৫২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতাও নিরন্তর শুভকামনা ।

সত্যচর্চার কবিতার সাহসের অভাব হয় না ।--

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.