নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

চলো ভিজি দুজনে

৩১ শে মে, ২০১৮ রাত ১২:১৮



পূর্ণিমা রাতে
মেঘে ঢেকে গেছে চাঁদ
থেকে থেকে সে উঠিতেছে জেগে,
তিমির আঁধার কেটে কেটে ডুবসাঁতারে
ভালোবাসার তরে তার
হলো বুঝি সাধ।

বৃক্ষরাজি ঢলিতেছে ঘুমে
থমকে গেছে সময়-
আলোআধারির এমন মায়াবি রাতে একেলা
কেমন করে কাটে সময়?
ভেবে ভেবে কাটে বেলা
প্রিয়তমাগো, তোমাতে আমাতে
হতো যদি মধুর পরিণয়!

এই মুগ্ধ দু’নয়নের পাতায়
তোমার ঐ কাজলকালো চোখ,
স্বপ্নের প্রদীপ দিলো জ্বেলে
দুরু দুরু কাঁপে ভীরু বুক;
মিলনমন্ত্রগানে।

আজিকে রাতে
চলো ভিজি দু’জনে,
‍বৃষ্টির জলে ভিজিতে ভিজিতে আমাদের পই পই ভালোবাসা
রুপোলি জোছনায় ফাগুনের আগুনে ।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৮ রাত ২:২১

কাইকর বলেছেন: বাহ.....

৩১ শে মে, ২০১৮ সকাল ১০:২৭

সেলিম আনোয়ার বলেছেন: বৃষ্টি কিন্তু এসে গেছে।

২| ৩১ শে মে, ২০১৮ সকাল ৭:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: আসলেই মুষলধারে বৃষ্টি হচ্ছে।

৩| ৩১ শে মে, ২০১৮ সকাল ৭:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: দারুন বৃষ্টি। কবিতার কথা মত

৪| ৩১ শে মে, ২০১৮ সকাল ৯:৫৭

শামচুল হক বলেছেন: ভালো লাগল।

৩১ শে মে, ২০১৮ সকাল ১০:২০

সেলিম আনোয়ার বলেছেন: ভালো লাগায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

৫| ৩১ শে মে, ২০১৮ সকাল ১০:০৮

রাজীব নুর বলেছেন: আমি দুঃখিত। কবিতায় তেজ বা ধার নেই।

৩১ শে মে, ২০১৮ সকাল ১০:২৫

সেলিম আনোয়ার বলেছেন: প্রিয়তমা কে তেজ দেখাতে নেই। তেজের সময় খিপ্র চিতার মতো হতে হয়। প্রিয় তমা জানে। ভালো বাসার ক্ষিপ্রতা আমার আছে। :P

৬| ৩১ শে মে, ২০১৮ দুপুর ১:২৬

কথার ফুলঝুরি! বলেছেন: পূর্ণিমা রাত, বৃষ্টি এমনি তেই রোমান্টিক :P তার উপর সেই পূর্ণিমা রাত আর রোমান্টিক বৃষ্টি কে নিয়ে এত সুন্দর একটি প্রেমের কবিতা :-B

৩১ শে মে, ২০১৮ দুপুর ১:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: হৃদয় থেকে লেখা। বুঝতে পারলেই হলো । :)

৭| ৩১ শে মে, ২০১৮ দুপুর ১:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন: বৃষ্টির কবিতাগুলো আমার কাছে একটু বেশি স্পেশাল ।। :)



কবিতা ভালো লিখেছেন++

৩১ শে মে, ২০১৮ দুপুর ২:০১

সেলিম আনোয়ার বলেছেন: বেশি স্পেশাল কবিতাই লিখেলাম ।

কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।

৮| ৩১ শে মে, ২০১৮ রাত ৯:৫১

প্রামানিক বলেছেন: ভালো লাগল।

০১ লা জুন, ২০১৮ সকাল ৭:০১

সেলিম আনোয়ার বলেছেন: ভালো লাগায় ও পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন।

৯| ৩১ শে মে, ২০১৮ রাত ১১:৪৩

জাহিদ অনিক বলেছেন:
এমন বাদলা দিলে কার না ইচ্ছে হয় যুগলরুপে ভিজতে

০১ লা জুন, ২০১৮ দুপুর ২:২৩

সেলিম আনোয়ার বলেছেন: আপাতত একাই ভিজলাম।জুমার নামাজে ছাতা না নেয়ার জন্য ভিজতে হলো।
কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন।

১০| ০১ লা জুন, ২০১৮ রাত ৩:৪৬

বৃষ্টি বিন্দু বলেছেন: কবিতার ভাবার্থ অনেক সুন্দর, তবে সাধু আর চলিতের মিশ্রণ সামান্য একটু বেশি হয়েছে। তবে সেটা যদি আপনার লিখার ধঁচ হয় তাহলে ভিন্ন কথা। আমার সবল্প জ্ঞ্যানে বললাম।তবে কবিতা অনেক সুন্দর প্রেমময়শভকামনা অসংখ্য :)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:২৯

সেলিম আনোয়ার বলেছেন: এটা আমার লেখার ধাচ। এভাবে লিখলে তিনি তৃপ্তির ঢেকুর তোলেন সেজন্য । আর রাজকন্যা যে আমার কবিতা । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.