নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

খুঁজে এই মন তোমার ইশারা

০৩ রা জুন, ২০১৮ রাত ৯:৫৮

খুঁজে এই মন তোমার ইশারা
দাওগো যদি সাড়া-আমায় ভালোবেসে
তৃষিত চাতকের ডাকে বৃষ্টি যেমন আসে।

তটিনী যেমন সাগর পানে ছুটে
তেমন করে আসবে কি প্রিয়া
এইখানে গভীর সঙ্গোপনে
আমায় ভালোবেসে?

তোমায় নিয়ে কুসুম কাননে তুলবো গোলাপ ফুল,
ভালোবাসা দেবো গুজে যেমন গুজে খোঁপায় রঙিন ফুল।

চোখের নেশা কাটিয়ে নেবো দুচোখে চোখ রেখে
অধরে তোমার অনেক যতনে চুম্বন দেবো এঁকে।

মিষ্টি সুরে উঠবে গেয়ে জোছনা রাতের গান
সেই গানের মূর্ছনাতে তৃষ্ণা মেটাবে প্রাণ।

উতলা এই মন খুঁজে এখন তোমার ইশারা
কবে কোথায় কেমন করে পাইগো তোমার সাড়া।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৮ রাত ১০:২৬

চাঁদগাজী বলেছেন:


হতাশ প্রেমিকদের দীর্ঘশ্বাস

০৭ ই জুন, ২০১৮ সকাল ১১:০০

সেলিম আনোয়ার বলেছেন: এটি হতাশা নয়। এটি গন্তব্যের অন্বেষা .....

২| ০৩ রা জুন, ২০১৮ রাত ১০:২৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ইয়াহু!!

আজকের কবিতা বুঝেছি:)

০৭ ই জুন, ২০১৮ সকাল ১১:০২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাত। বুঝাতে ভালোলাগা । ;)

৩| ০৩ রা জুন, ২০১৮ রাত ১০:৩২

সনেট কবি বলেছেন: কবিতা খুব ভাল লেগেছে।

০৮ ই জুন, ২০১৮ বিকাল ৪:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা।

নিরন্তর শুভকামনা ।

৪| ০৩ রা জুন, ২০১৮ রাত ১০:৪২

জাহিদ অনিক বলেছেন: চাতকের ডাকে কি বৃষ্টি আসে নাকি চাতকই থাকে বৃষ্টির আশে?

০৮ ই জুন, ২০১৮ বিকাল ৪:৫০

সেলিম আনোয়ার বলেছেন: গভীর ভাবনার বিষয়। কোন আকাঙ্খা না থাকলে সেই আসার মূল্য কি। হয়তো চাতকের ভালোবাসায় বৃষ্টির আগমন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.