নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

এই তো জীবন

০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৩:১০


এই চরচরে বৃষ্টির পরেই উঠে রংধনু
যার রঙের চ্ছটায় মুগ্ধ হয় দু’নয়ন,
বহে হিমেল হাওয়া তাতে জুড়িয়ে যায় তন,
এমনি করে হতাশার মেঘের পরে পুলকিত হয় মন।

অনেক রক্ত আর ঘাম বিসর্জনের পরে
পেয়েছিলাম মহান স্বাধীনতারে—
এভাবেই প্রচেষ্টায় মেলে হেথা অমূল্য রতন।

এই তো জীবন—

আহা!

এর চেয়ে সুন্দর আর কিছু নেই
—এই অবণীর পরে।
বিরহ আর আনন্দ যেন হংসমিথুন
জনম জনম ধরে।

ভালোবাসা জীবনের চেয়ে বড়ো
তাই যে বেসেছে ভালো তারে সমাদর করো।

ভালোবাসায় মরিলে মানুষ হয় যে অমর।

ভালোবাসার বিনিময়ে সুপ্রিয় ভালোবাসা
কূজনে দু’জনে প্রেমমন্থনে সুখে সুখে ঠাসা ।




মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৩:২৪

শাহরিয়ার কবীর বলেছেন:

ভালোবাসায় মরিলে মানুষ হয় ওমর :P

“তোমার জন্য মরতে পারি, ও সুন্দরী, তুমি গলার মালা”!
তোমার জন্য আনছি আরসি কোলা :P

এই যুগের প্রেমের কোন ভরসা নাই; আজ আছে তো কাল নাই।। :P


কবিতা সুন্দর হয়েছে।।

০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৩:৪২

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা আপনার জন্য । :)

২| ০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৩:২৭

মিথী_মারজান বলেছেন: বিপরীত ধর্মী আবেগের মিশেলেই জীবন পরিপূর্ণতা পায়।
সুন্দর কবিতা।:)

০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৪:১৭

সেলিম আনোয়ার বলেছেন: এই তো জীবন হাসি কান্না আনন্দ বেদনার অপূর্ব সমাহার ।

সুন্দর কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৩| ০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৩:২৯

রাজীব নুর বলেছেন: মৃত্যু বিষয়ক চিন্তাগুলো ইদানিং গ্রাস করছে খুব।
মাঝে মাঝে মানুষকে বেঁচে থাকার জন্য মরে যেতে হয়।

৪| ০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৩:৪২

ওমেরা বলেছেন: ভালবাসা জীবনের চেয়ে বড় হয় কিভাবে , অভার যখন দুয়ারে আসে ভালবাসা নাকি জানালা দিয়ে পালায় কিন্ত জীবন তো তখনও থাকে ।

তবে প্রথম কবিতায় যা বলেছেন তা বাস্তব । সব মিলিয়ে কবিতায়++

৫| ০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৪:৫৮

সনেট কবি বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।

৬| ০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৫:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর কাব্য

৭| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো আপনার কাব্য কথা, রসে ভরপুর কথামালায় মুগ্ধতা।
সুন্দর কবিতা গড়েছেন কবিবর

৮| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:৫৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: ভালবাসায় নিজেকে ভিজিয়ে নিলাম।

৯| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১০:২৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন।

১০| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১১:৫৪

পবন সরকার বলেছেন: চমৎকার কবিতা, খুব ভালো লাগল।

১১| ০৫ ই জুন, ২০১৮ রাত ৩:৩৬

জাহিদ অনিক বলেছেন: ভালোবাসার কোন বিনিময় থাকতে নেই, বাসলে কেবল বেসেই যেতে হয়।
তৃতীয় লাইনে একটা উ-কার মিস করে গেছেন মনে হয়।

কবিতা ভালো লাগলো।
শুভ রাত্রি কবি।

১২| ০৫ ই জুন, ২০১৮ সকাল ১১:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.