নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

কোথা গেলো চলে?

০৮ ই জুন, ২০১৮ রাত ১১:৫১



যে জীবনে তিনি নেই কাছে,
সেই জীবনের কি কোন মূল্য আছে, আমার কাছে?
ব্যথার পাহাড় বুকে লয়ে,
শুধাই আমার হৃদয় আকাশের কাছে।

সঙ্গোপনে মনে মনে করিতেছি শুধু তাঁর অনুসন্ধান
কোথা পাবো সুখপাখিটা কোন সে ঠিকানা?
ভেবে ভেবে আজি করিতেছি কেবল বিরহের অশ্রুদান।

অবণীর বুক শিক্ত হোক বেদনার অশ্রুজলে
– সে হৃদয় কেড়ে নিলো কি জানি কোন জাদু-মন্ত্রবলে
হৃদয় যখন কেড়েই নিলো বিধি আবার কোথায় গেলো চলে?

কেন আজি পিনপতন নিরবতা আমার চারিধার-
কেন এমন নিঠুরতা-! সহিতে পারি না আর।

গর্জে ওঠেছে এই হৃদয়, আহত ব্যাঘ্রের স্বরে তা কথা কয়
মনে হয় ছুড়ে ফেলি এই ধরা –ঐ নক্ষত্রের গহীন রাতে কৃষ্ণ গহবরে
নয়নের মাঝখানে যে আছে নয়নের সমুখে মন তারে দেখিবার চায়।
কোথা গেলো চলে? কোথা গেলো চলে? কোন সে অজানায়?

মন্তব্য ৩০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৮ রাত ১২:০০

ওমেরা বলেছেন: সবুর ভাইয়া ———- সবুরে মেওয়া ফলে।

০৯ ই জুন, ২০১৮ রাত ১:০৭

সেলিম আনোয়ার বলেছেন: তাই যেন হয়। কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।

২| ০৯ ই জুন, ২০১৮ রাত ১২:২১

শাহরিয়ার কবীর বলেছেন: আবার আসিবে ফিরে ..... ;)

কবিতা ভালো লিখেছেন+


০৯ ই জুন, ২০১৮ দুপুর ২:৩১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা ।

৩| ০৯ ই জুন, ২০১৮ রাত ১২:৪২

চাঁদগাজী বলেছেন:


স্মৃতিটুকু থেকে যায়, মন বারেবারে পেছনে ফিরে চায়

০৯ ই জুন, ২০১৮ দুপুর ২:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ কমেন্ট করেছেন ।

৪| ০৯ ই জুন, ২০১৮ রাত ১২:৪৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ধৈর্য ধরুন সেলিম ভাই। আশা করি তাড়াতাড়িই ফিরে আসবে! সুন্দর কবিতা লিখেছেন!

০৯ ই জুন, ২০১৮ দুপুর ২:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা ও নিরন্তর শুভকামনা ।

৫| ০৯ ই জুন, ২০১৮ ভোর ৪:১৮

সোহানী বলেছেন: সেলিম ভাই, এই পিক কই পাইলেন, অামার খুব প্রিয় জায়গা। সময় পেলেই সেখানে যাই.........


কবিতায় যথারীতি ভালোলাগা........

০৯ ই জুন, ২০১৮ দুপুর ২:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা জানবেন ।

৬| ০৯ ই জুন, ২০১৮ সকাল ৮:০৩

সিগন্যাস বলেছেন: সুন্দর + ;)

০৯ ই জুন, ২০১৮ দুপুর ২:৪১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।

৭| ০৯ ই জুন, ২০১৮ সকাল ৮:০৭

আকিব হাসান জাভেদ বলেছেন: ভালোাবাসা ।।

যে গেছে চলে
সে আর আসবে না ফিরে
যে গেছে হারিয়ে
ভালোবাসার টানে
ছুটে আসবে বাধাময়
পিঞ্জিরা ভেঙ্গে।
ভালোবাসার মায়া আটকে থাকেনা
জয় হয় চিরতরে।

সুন্দর কবিতা।

০৯ ই জুন, ২০১৮ দুপুর ২:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট।

৮| ০৯ ই জুন, ২০১৮ সকাল ৯:৪৭

রাজীব নুর বলেছেন: আমাদের সামু ব্লগে যারা কবিতা লিখে, তাদের তালিকা করলে আপনি প্রথম তিনজনের মধ্যে থাকবেন।

০৯ ই জুন, ২০১৮ বিকাল ৩:১৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা জানবেন । ব্লগে অনেক ভালো কবি আছেন । আমি একজন নবীশ কবি ।

৯| ০৯ ই জুন, ২০১৮ সকাল ১০:৪১

স্বচ্ছ দর্পন বলেছেন: কোথায় গেলো চলে...........?? ভালো লিখেছেন।
.আমার ব্লগ ঘুরে আসার অনুরোধ রইলো ।
স্বচ্ছ দর্পন ব্লগ

১০ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা ও নিরন্তর শুভকামনা ।

১০| ০৯ ই জুন, ২০১৮ রাত ৮:৩৪

হাসান কালবৈশাখী বলেছেন:
দুবার পড়লাম।
কবিতায় স্যাডনেস.... ভালো লিখেছেন।

১০ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন । ব্যথা ভরা মন নিয়ে লেখা স্যাডনেস তো থাকবেই ।

১১| ০৯ ই জুন, ২০১৮ রাত ৯:০৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবিতায় মন খারাপের ছায়া।

১০ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: আসলেই মনটা ভালো নেই ।

১২| ০৯ ই জুন, ২০১৮ রাত ৯:৫৩

শিখা রহমান বলেছেন: বিরহী কবিতা। ভালো লেগেছে। বিরহে অভ্যস্ত হয়ে যাবেন না কিন্তু কবি। শুভকামনা।

১০ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: নিসন্দেহে সুপরামর্শ। বিরহে অভ্যস্ত না হই্ যেন। আনন্দ আসুক জীবনে এই কামনা আমারো ।

১৩| ০৯ ই জুন, ২০১৮ রাত ১১:৩৩

জাহিদ অনিক বলেছেন:



বিরহের কালটাই বোধহয় সবচেয়ে মধুর। অপেক্ষার থেকে আর কী আছে শ্রেয় ?

১০ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: জানিনা। বিরহ চাইনা। অপেক্ষার অবসান চাই।

১৪| ১০ ই জুন, ২০১৮ রাত ১২:২১

পদাতিক চৌধুরি বলেছেন: আমি ঠিক ব্যাখ্যা করছি কিনা জানিনা। তবে বিষন্ন ভালো লাগা , বলবো। ++++

অনেক শুভেচ্ছা প্রিয় কবিকে।

১০ ই জুন, ২০১৮ রাত ১০:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও শুভেচ্ছা অনেক কমেন্টে ‍ও পাঠে। ভাল থাকবেন সবসময়।

১৫| ১০ ই জুন, ২০১৮ রাত ১২:২৪

কুঁড়ের_বাদশা বলেছেন:

সেলিমের দুঃখ বুঝলো না আনার কলি। :P

১১ ই জুন, ২০১৮ রাত ৯:৫২

সেলিম আনোয়ার বলেছেন: :( :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.