নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

হাত দু’টো ধরে,একাত্তরের মা-জননীইয়াবা বদি

১১ ই জুন, ২০১৮ বিকাল ৫:৩৪



হাত দু’টো ধরে

ভালোবাসা ভরে হাত দু’টো ধরে
নাওগো মোরে টেনে তোমার কাছে—
হারিয়েছি পথ তোমার পথে পথ তো মনে নাই
তবু দৃপ্ত মনোরথে—আমাকে যে যেতেই হবে,
নক্ষত্রের আগুনে পুড়ে —ভালোবাসার উপারে
দূর হতাশার তিমির আঁধার কেটে কেটে—
যেমন হাসের দল কৌতুহলে সাঁতার কাটে জলে।
শুধু জানি পৌঁছতে হবে—
আমাকে যে পৌঁছতে হবে হৃদয়ের অচিনপুরে,
তোমার ঠিকানায়— ঠিকানা জানা নাই
তবু ভাসিয়েছি তরী আশার ভেলায় চড়ি
যদি টেনে লও মোরে কাছে আমার দু’হাত ধরি;
তুমি কোথা থাকো—
তোমারতো তা নহে অচেনা—
থেকে থেকে যেথা তুমি ভালোবাসার স্বপ্নটারে আঁকো,
সেথা আমায় বেঁধে রাখো— তোমার মমতার বাহুডোরে।
সখি ভালোবাসা কী কভু ব্যর্থ হতে পারে?
তাই ভালোবাসার অর্ঘ্য সঁপিলাম তোমার করে
চাইলে ফেলে দিতে পারো তারে জলে অনাদরে
অথবা গ্রহণ করিতে পরো তারে এই জনমের তরে—পরম মমতায়
ফেলিওনা ফেলিওনা সখি— ভালোবাসার ফুল নববর্ষার জলে,
গ্রহণ করো তারে লয়ে আপনার করে—
তবেই তোমার পৃথিবীটা স্বর্গ হবে— ভালোবাসার ফুলে এবং ফলে।



একাত্তরের মা-জননী
মাগো এদেশে আগেও আঁধার ছিলো
সেই মহান একাত্তরে—যখন ঘোষণা হলো
স্বাধীন বাংলাদেশ। সমুখে বিজয়ের হাতছানি
তুমিতো মা তখনো গৃহহারা—
পথের ভিখিরি— এতটুকু আশ্রয়ের খোঁজে
অতঃপর বিজয় এসেছিলো মাগো তোমাদের অনেক ত্যাগে।
আজ আবার আঁধারে ছেয়ে গেছে স্বদেশভূমি
তাইতো কারাগারে বন্দী তুমি
গণতন্ত্র খেকোরা ৫৬ হাজার বর্গমাইল লুটেপুটে খায়
নিদারুন আঁধারের রাতে মাগো আজও ধ্রুবতারা তুমি
তুমিই পারো বাঁচাতে গণতন্ত্রের লাল-সবুজ পতাকা
তুমি যেন নতুন ভোরের সূর্যের আলোকচ্ছটা—
আমাদের প্রাণের আশার সঞ্চার, তুমি আবারো বিজয়ী হও—
ঘুচাও তিমির আঁধার।


ইয়াবা বদি

তোমরাই ছাড়ো তোমরাই ধরো
ক্রসফায়ারে তোমারাই মারো
তোমরাই বলো নেশার কড়ালগ্রাসে
ছেয়ে গেছে স্বদেশ ক্রসফায়ার ছাড়া নেই কোন উপায়
তোমারাই বলো কেমন শাসন করিলে তোমরা
যার কারণে দেশের যুবসমাজ এতটা অসহায়।
তোমাদের অনুমোদনে নেশার বটিকা আসিতেছে এই খানে
অনুমোদনের পরে নেশা বিস্তারের অপরাধে মারছো তবে কারে?
ঐ গরীব অসহায় মানুষটারে যার নুন আনতে পান্তা ফুরোতো তারে।
ঐ যে তোমাদের গডফাদার, কিছুতো হয়না তার
ক্রসফায়ারের নামে তবে এ কেমন বিচার
তোমাদের তত্ত্বাবধানে এদেশে হইতেছে মাদকের বিস্তার।
বন্ধ করো বন্ধ করো মাদকের আমদানী
ইয়াবা বদিরে ঝুলাও ফাঁসিতে এদেশে টানিয়া আনি ।




মন্তব্য ২৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৮ বিকাল ৫:৩৬

সিগন্যাস বলেছেন: সুন্দর +

১১ ই জুন, ২০১৮ রাত ৯:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা ।

২| ১১ ই জুন, ২০১৮ বিকাল ৫:৫৪

বিজন রয় বলেছেন: বিচারের বাণী নিভৃতে কাঁদছে!!

হে কবি, মানুষ চিনুন।

১১ ই জুন, ২০১৮ রাত ১০:০৭

সেলিম আনোয়ার বলেছেন: সত্যের জয় হবে। অপশক্তি ধ্বংস হয়ে যাবে ।

৩| ১১ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

রোকনুজ্জামান খান বলেছেন: অনেক ভালো লিখেছছেন।
দেশের জন্য আমাদের সবারই
উচিত দেশের জন্য কিছু না কিছু লিখা।

১১ ই জুন, ২০১৮ রাত ১০:০৯

সেলিম আনোয়ার বলেছেন: দেশটা তো অনেক বড়ো। মাও অনেক বড়ো । দেশের জন্য কিছু করতে না পারলে সব বৃথা ।

৪| ১১ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

চাঁদগাজী বলেছেন:


'৭১ এ বেগম জিয়ার ব্যক্তিগত ভুমিকা বাংলাদেশের পক্ষে ছিলো না; উনি রাজনীতি বুঝতেন না; ফলে, উনার ধারণা ছিলো পাকী বাহিনীর সাথে মুক্তিযোদ্ধারা পেরে উঠবেন না, এই ভুলের কারণে তিনি যুদ্ধের সময় স্বামীর সাথে যোগ দেননি।

১১ ই জুন, ২০১৮ রাত ১০:১৩

সেলিম আনোয়ার বলেছেন: চাদগাজী তিনি তো প্রতীক মা। সকল মার কথাই বলছি। যে সকল মায়েদের স্বামী যদ্ধে গেছেন ।যারা অনেক কষ্ট করেছেন । খালেদা জিয়ার ভূমিকা না থাকলে বঙ্গবন্ধু তাকে নিজের মেয়ে বলতেন না । স্বামীর সঙ্গে যুদ্ধ করা দুেএকজন স্ত্রীর নাম বলতে পারবেন কি? আমি জানি না । একজন গৃহবধু হিসেবে খালেদা যা করেছেন সেটা অসাধারণ ।

৫| ১১ ই জুন, ২০১৮ রাত ৮:১৮

সোহানী বলেছেন: ৫৭ ধারা ........................ :(

১১ ই জুন, ২০১৮ রাত ১১:২৪

সেলিম আনোয়ার বলেছেন: ব্যখ্যা করেন সোহানী আপু । অনেকের মাথার উপর দিয়ে যাবে ।

৬| ১১ ই জুন, ২০১৮ রাত ৯:৪১

সত্যপথিক শাইয়্যান বলেছেন: কবিতাগুলো ভালো লেগেছে। বদি, বেগম জিয়া এবং ভালোবাসাকে এক ফ্রেমে নিয়ে এসেছেন।

১১ ই জুন, ২০১৮ রাত ১১:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: তিনটি তিন আঙ্গিকে লেখা । বেগম জিয়া এখন কবিতা।এসময়ে সবাই তার দিকে চেয়ে। তাকে নিয়ে লিখতে হবে কবিতা ।
বদি তো হারামি। বদের হাড্ডি। এ ট্রু বাস্টার্ড।


আর ভালোবাসাতো ভালোবাসা । আর প্রেরণা । আমার কবিতা। আমার জানটুস ।

৭| ১১ ই জুন, ২০১৮ রাত ১০:০৬

কাইকর বলেছেন: সুন্দর +++++++++++

১১ ই জুন, ২০১৮ রাত ১১:৪১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৮| ১১ ই জুন, ২০১৮ রাত ১০:২৮

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,



প্রথমটি ভালোবাসার জন্যে আপনার চিরায়ত হাহাকার ।
আর শেষেরটি সমকালীন ক্রান্তিকালের কথা ।

১২ ই জুন, ২০১৮ বিকাল ৫:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: আহমেদ জি এস আপনি দারুন সব কমেন্ট করেন। অল্প সংখ্যা ব্লগার এত সুন্দর কমেন্ট করতে পারেন।

অশেষ কৃতজ্ঞতা কমেন্টে ও পাঠে ।

৯| ১১ ই জুন, ২০১৮ রাত ১০:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: গনতন্ত্র মুক্তি পাক
স্বৈরাচার নিপাত যাক!

দেশ এবং জাতির উর্ধে দল নয়!
দলের চেয়ে দেশ বড়, দেশের চেয়ে মানুষ বড়। মানবতার বিজয় হোক।

১২ ই জুন, ২০১৮ বিকাল ৫:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: সহমত। মানবতার জয় হোক। দেশের মানুষের জয় হোক ।

১০| ১১ ই জুন, ২০১৮ রাত ১১:২৮

ওমেরা বলেছেন: একসাথে তিন ধরনের তিনখানা কবিতা ভাল লাগল ।

১২ ই জুন, ২০১৮ রাত ১০:২১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ ও নিরন্তর শুভকামনা ।

১১| ১২ ই জুন, ২০১৮ রাত ১২:১১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ইয়াবা এবং বদি শব্দ দুটি একে অপরের পরিপূরক।

২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:১১

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন। দুটোই ঘৃণিত এবং পরিত্যাজ্য।

কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ও নিরন্তর শুভকামনা ।

১২| ১২ ই জুন, ২০১৮ সকাল ১০:০২

রাজীব নুর বলেছেন: এখানে বনের কাছে ক্যাম্প আমি ফেলিয়াছি;
সারারাত দখিনা বাতাসে
আকাশের চাঁদের আলোয়
এক ঘাইহরিণীর ডাকে শুনি –
কাহারে সে ডাকে!

-------- জীবনানন্দ দাশ

১২ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: দারুন কমেন্ট। জীবনানন্দ দাশ মাঝে মাঝে আমাকে বিব্রত করে ফেলেন। হঠাৎ ভেবে উঠি জীবনান্দ আমার প্রিয় কবি রবীন্দ্র নাথ ঠাকুর নন। তিনি এই রকম কবি। নজরুল ইসলামের কবিতাও মাঝে মাঝে এমন ভাবনার উদ্রেক করে। মধূসুদন অন্য ধরণের। অনেক অভিজাত কবি।

কিসের মধ্যে কি বলে ফেললাম ।

১৩| ০৬ ই জুলাই, ২০১৮ ভোর ৪:০৭

রাকু হাসান বলেছেন: ভাল লাগলো ,ভাইয়া......+++++

১৪| ১২ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৩০

মেহেদী হাসান মানিক বলেছেন: রিমান্ডে নিব কিন্তু ;) বদির নাম নিছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.