নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

লাইলাতুল ক্বদর, Vanguard of Democracy, গণতন্ত্রের পতাকা, ঐ চাটুকার বিচারপতিপণ

১২ ই জুন, ২০১৮ রাত ৯:৫৩


লাইলাতুল ক্বদর

ছোট্ট জীবনে বড়ো উপহার
কদর করিবে যিনি সৌভাগ্য পদচুম্বন করিবে তার।
লাইলাতুল ক্বদরের রাতের ইবাদত
সহস্রমাস ইবাদতের চেয়ে শ্রেয়
অঘোর বরষায় যেমন করে মুষলধারে বৃষ্টি ঝরে পরে
এই অবণীর পরে
তেমনি করে এই রাতে শান্তি বর্ষিত হয় সারারাত ধরে
এই রাতে যে চাহিবে ক্ষমা তার তরে মিলিবে পরিত্রাণ
এই রাতে নাযিল হয়েছিলো যে পবিত্র কুরআন
যে প্রার্থনা করিবে বান্দা এ রাতে কবুল করিবেন তা আল্লাহ মহান।
মাহে রমজানের নাজাতের শেষ দশরাতে
করিতে হবে তার তালাশ এখলাসের সাথে
তবেই হবে সন্ধান লাভ এমন পূণ্যবান রাতের।


Vanguard of Democracy

Vanguard of Democracy living in jail
With cats, rats and dirty waste,
In a word, unlawfully she is kept in hell.
There is lacking of air and light
This is killing her day by day-
Though in a peace-full way
Still she is doing her fight
Fight for justice and peoples right;
She is now very old and sick
Yet she is the fountain of fire of revolutionary spirit.
She suffered a lot during liberation war
Flag of democracy is flying in her hand
Since the enemy of democracy had killed her spouse.
She is the symbol of beauty and purity of justice
Fascist government is trying to kill her with her family
Peace loving Peoples of Bangladesh is crying for her safety
For her long live and good health.
People want her in throne again and again
Though she is in jail-
She is living in the chest of –
Millions of peoples of Bangladesh,
Where she reigns.
People want to cast vote for her in free and fair election
People want democracy but the demon
Capturing power with conspiracy
And that of muscles power and corruption.


অনুবাদ (গণতন্ত্রের রক্ষাকবচ )

গণতন্ত্রের রক্ষাকবচ বন্দী আছেন জেলে
ইদুর বিড়াল দুর্গন্ধ সব নিয়ে যেন জাহান্নামের সেলে।
আলোবাতাসের কমতি সেথা
মারছে তারে দিনে দিনে –যদিও তিনি ছিলেন শান্তিপূর্ণ সংগ্রামে।
ন্যায় এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার কারণে।
যদিও তিনি অসুস্থ এবং বৃদ্ধ
গণতন্ত্র রক্ষা লড়াইয়ে তিনি এখনো অপ্রতিরোধ্য,
মুক্তিযু্দ্ধের সময় তিনি পোহিয়েছেন দুঃসহ যাতনা
গণতন্ত্রের পতাকা এখন তার করে
সেটা হাতে নিয়েছিলেন স্বামীতার শহীদ হবার পরে।
তিনি সৌন্দর্য আর পবিত্রতার উপমা
কুচক্রীরা তারে মারতে চায় স্বপরিবারে
দেশের মানুষ কেদে কেদে করিছে তার নিরাপত্তা প্রার্থনা
করিছে তার সুদীর্ঘ জীবন সুস্বাস্থ্য কামনা
যদিও এখন তিনি বন্দী জেলে নিদারুন অসহায়,
জেল থেকেও আছেন তিনি মানুষের অন্তরে
বাংলার মানুষে ক্ষমতার মসনদে তারে পেতে চায়
শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে
কুচক্রীমহল পেশীর জুরে দূর্ণীতি করে
জুর করে বসে আছে ক্ষমতার মসনদে ।


গণতন্ত্রের পতাকা

গণতন্ত্রের ঐ পতাকা
কে কে নিবিরে হাতে—এখনই সময়
কালবিলম্ব আর নয়—বিপ্লবের ঐ অগ্নিমশাল হাতে
ষড়যন্ত্রের মসনদে উঠে প্রলয় নাচন নাচরে তোরা—
ভাঙরে তোরা স্বৈরাচারের কালোহাত গণতন্ত্রের পতাকা উড়া।
ষড়যন্ত্রকারীর রক্তচক্ষু—প্রলাপবকা
করিস নে ভয়—ললাটে তার সুনিশ্চিত পরাজয়— আছে লেখা।
হোকনা সে যতই বড়ো দৈত্য—দানব
মনে রাখিস সবার থেকে শক্তিশালী আমরা মানব,
গণতন্ত্রের ঝাণ্ডা হাতে—মানবতার বর্ম ঘেরা—অবণীতে।
আমি কবি আমি মানব; আমি ভয় করিনা দৈত্যদানব;
সৃষ্টিজগতের মাঝে জানি মানবজাতিই সবার সেরা।
বাংলাদেশের সকল মানুষ কাঁধ মিলিয়ে কাঁধে
স্বৈরাচার আর তার চাটুকারের ভাঙরে মাথা ।




ঐ চাটুকার বিচারপতি

ঐ চাটুকার বিচারপতি, ষড়যন্ত্র করিস নে আর,
গণতন্ত্রের রক্ষাকবচ দেশমাতার ভাগ্য লয়ে,
মারবো চাটি মারবো লাথি—
ভাঙবো তোর বুকের ছাতি, করবো তোরে পগারপার।
এখনো সময় আছে বিচারপতির আসনে বসে
স্বৈরাচারের উপাসনা থেকে সরে দাঁড়া
নইলে পস্তাতে হবে—
বীর জনতা উঠেছে জেগে
আছে তারা ভীষণরেগে —তোদের ঐ ছলচাতুরী
বিষাক্ত নাগিনের মতো ফুসলে ওঠে ধরার ধূলোয় মিশিয়ে দেবে,
গদি তোদের ডুবিয়ে দেবে বঙ্গোপসাগরের অথৈ তলে।






পণ

ভালোবাসার বৃষ্টি লাগুক তোমার গায়
অবশেষে ভালোবেসে ধন্য করো আমায়।
এটাই আমার চাওয়া সখি পবিত্র এই রাতে
মনে মনে ভালোবাসার লালগোলাপটি
দিলাম তোমার হাতে।
কাছে পেলে তোমার খোঁপায় দেবো গুঁজে
আরও একটি ফুল-
প্রেমের ডাকে দূরে থেকে করো না আর ভুল ।
পবিত্র এই রাতে প্রিয়া এই করোগো পণ
আমার হিয়ায় বাধবে হিয়া সপিয়া দেহ-মন ।






মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৮ রাত ১০:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রতিটি কবিতাই স্ব-মহিমায় উজ্জ্বল!

এই নিব্বাক সময় সাহসী সত্যোচ্চারনে অভিবাদন কবি।

কাউকেনা কাউকেতো বলতেই হবে- রাজা তুই ন্যাংটো!
নইলে ক্রীতদাস জীবনতো কেবলই অর্থহীন!

+++++++

১২ ই জুন, ২০১৮ রাত ১১:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। সত্য বলার সৎসাহস না থাকলে আবার কবি কিসের ?

ক্রীতাদাসের জীবন পরিত্যাজ্য কবিরা রাজা । ক্রীতদাস নয়।

দেখেন না কবিতার অনেক স্থানে কবিরা ব্যকরণ মানতে বাধ্য নয় ।

২| ১২ ই জুন, ২০১৮ রাত ১১:০৬

চাঁদগাজী বলেছেন:


১৯৭৫ সালের হত্যার মধ্য দিয়ে যে অপশাসন চালু হয়েছিল, তাতে প্রায় ২৫ কোটী বাংগালী ভয়ানকভাবে কষ্ট পেয়েছেন; এরজন্য অনেকের শাস্তি হওয়ার দরকার: জেনারেল জিয়া, এরশাদ, বেগম জিয়া, তারেক, ড: বদরুদ্দোজা ও আরো অনেকের।

জেনারেল জিয়ার শেষ মশাল বেগম জিয়া, ১৯৭৫ সালের উত্তরাধিকার, বেনিফিসিয়ারী হিসেবে সামান্য শাস্তি পাচ্ছেন; ২৫ কোটী বাংগালীর স্বপ্ন ভংগের তুলনায় ইহা কিছুই না।

১২ ই জুন, ২০১৮ রাত ১১:৫০

সেলিম আনোয়ার বলেছেন: ৭৫ সালে বঙ্গবন্ধু বাকশালীয় শাসন ব্যবস্থা প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন।এক দলীয় শাসন। বঙ্গবন্ধু একজন বিশাল ব্যক্তি।এবং সেটা ১৯৭১ সালের ২৫ মার্চ পর্যন্ত।তারপর তিনি গ্রেফতার আর স্বাধীনতা যুদ্ধের প্রেরণা অতটুকুই । ৭২-৭৫ এ কি কোন কিল হয়নি? শাহজাহান সিরাজ কি মানুষ ছিলেন না ? বঙবন্ধুর হাতে একদলীয় শাসনব্যবস্থার সূত্রপাত। এর চেয়ে লজ্জার আর কি হতে পারে??? জিয়া উর রহমান বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন। এক সামরিক বহিনীর লোক। শেখহাছিনা এরশাদের রাজনৈতিক বৈধতা দিয়েছিলেন নির্বাচণে অংশ নিয়ে।এবং এখন তিনি নিজে স্বৈরাচার। স্বৈরতন্ত্রের পূণর্জন্ম দিলেন শেখের বেটি।তার বিরুধী দল হো মো এরশাদ। আরেকজন স্বৈরাচার।
স্বৈরাচার স্বৈরাচার দুস্ত
চাঁদগাজী খুশি মস্ত ।

আর মানুষ কানা ঘুষা করে আর বলাবলি করে এইভাবেই হয়তো দেশ চালিয়েছেন বঙ্গবন্ধু। এমনই খুন গুম গ্রেফতার হয়রানি রক্ষিবাহিনী, লালবাহিনী ইত্যাদি ইত্যাদি।জয় বাংলা বলে যেহেতু দেশ স্বাধীন হয়েছে তাদের সব পাপ মাফ। জয় বাংলা বলে রেপ করলে কো গুনাহ হবে না। তাই না? এই যে মাদকের ভয়াবহ বিস্তার, প্রশ্নপত্র ফাঁসের কারবার। লাখ লাখ টাকা নিয়ে চাকুরী, কোটি কোটি টাকা আত্নসাৎ এসব অন্যায় নয়?? জয় তো মদ্যপ তাকে ক্রসফায়ার করবেন?? নাকি তারা কৃষ্ণ তাদের কোন পাপ হয় না। পৃথিবীতে একমাত্র হযরত মুহাম্মদ সাঃ এ তুল্য মানুস নেই। কারণ তিনি নবী ছিলেন । বঙ্গবন্ধু কি গড? না কি মানুষ। সারা বাংলাদেশে হাজার খানেক বিশাল মূর্তি তার।কত টাকার অপচয়। এসব মূর্তি কি তাকে বেহেশত দিবে। শেখ হাছিনা রোজার মধ্যে মোদীর সঙ্গে পূজা করুক সমস্যা নাই। এটাতো বাংলাদেশ।এখানে মুসলমান বাস করে। এটা ষোলকোটি মানুষের দেশ।
বাঙালীর স্বপ্ন খালেদা ভাঙলে হাছিনা কি গড়েছেন।বড় বড় চোর দূর্নীতিবাজ , মালমূহিত , উপহার দিয়ে। গনতন্ত্র খেয়ে শেখ হাছিনা সবচেয়ে বড়ো পাপী। সে প্রভু দেশের ইচ্ছামতো দেশ চালায়।দেশের মানুষের কথা মত ভাবার সময় তার নেই।
পতনের সময় এসে গেছে তার ।

৩| ১২ ই জুন, ২০১৮ রাত ১১:৫৮

ওমেরা বলেছেন: শুধু প্রথম কবিতাটার জন্য লাইক দিয়েছি।

১৩ ই জুন, ২০১৮ রাত ১২:০২

সেলিম আনোয়ার বলেছেন: বাকীগুলো পড়ার অনুরোধ থাকলো ওমেরা।
সত্যসাধনার চেয়ে বড়ো উপাসনা নেই। ভালোবাসা আর সত্যসাধনা বরাবর। ভালোবাসা একটু বেশি।

কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।আজ শবে বরাত হতে পারে।ভালো বৃষ্টি হচ্ছে। গরম না শীতও না। শবেকদরের রাত তো এমনই হয়ে থাকে। আমার জন্য দোয়া করুন ওমেরা।

৪| ১৩ ই জুন, ২০১৮ রাত ১২:১১

ওমেরা বলেছেন: অন্য গুলো পড়েছি ভাইয়া । আমাদের এখানে তো গত রাত ছিল সাতাইশের রাত, আবহাওয়াও এরকম ছিল অনেকেই বলছে গত রাতই ছিল শবে কদর ।

ভাইয়া আপনিও আমার জন্য দোওয়া করিয়েন আজকে।

১৩ ই জুন, ২০১৮ রাত ১২:১৪

সেলিম আনোয়ার বলেছেন: বলেন কি? আমার অবশ্য সেহরী রান্না করে খাওয়া লাগবে। খুব আলস্য লাগছে ।জায়নামাছ বিছানো আছে নামাযের ফাকে ফাকে কমেন্টের উত্তর দিচ্ছি। ভাবছি ফল খেয়ে কালকের রোজা রাখবো।

৫| ১৩ ই জুন, ২০১৮ রাত ১২:১৭

ওমেরা বলেছেন: কেন ভাইয়া ভাবী কি আগেই গ্রামের বাড়ি চলে গিয়েছে?

১৩ ই জুন, ২০১৮ রাত ১২:২১

সেলিম আনোয়ার বলেছেন: হ্যা একদিন হুট করে ফুট। টেনেও রাখা গেলনা। তার জরুরি প্রয়োজন। সালমানকে ছাড়া কত কস্টে আছি ভাবেন তো।

৬| ১৩ ই জুন, ২০১৮ রাত ১২:২৩

ওমেরা বলেছেন: মাঝে মাঝে যেতে হয়, সব সময় কাছে থাকলে দুরে থাকার কষ্ট বুঝবেন নাতো ভাইয়া।

১৩ ই জুন, ২০১৮ রাত ৩:৫০

সেলিম আনোয়ার বলেছেন: ভাল বলেছেন । যুক্তি আছে।

৭| ১৩ ই জুন, ২০১৮ রাত ১:০৫

রাজীব নুর বলেছেন: এই রাতে আল্লাহ আমাদের সবার গুনাহ মাফ করে দিক।

১৩ ই জুন, ২০১৮ রাত ১:০৭

সেলিম আনোয়ার বলেছেন: আমিন। শায়মাকে সুস্থ করে দিক । সবাই ভাল থাকুক ।

৮| ১৩ ই জুন, ২০১৮ রাত ১:২২

সৈয়দ ইসলাম বলেছেন: এই রাতে রাতে পঁচা রাজনীতি নিয়ে কিছুই বলতে চাই না, তাই চাঁদগাজী ভাইয়ের সাথে আপনিও রক্ষা পেলেন। :-B



اللهم انك عفو تحب العفو فاعف عنى
হে আল্লাহ! তুমি তো অত্যন্ত ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালবাস, অতএব আমাকে ক্ষমা করে দাও।

১৩ ই জুন, ২০১৮ রাত ১:২৬

সেলিম আনোয়ার বলেছেন: হ্যা এটি শবেক্বদরের দোয়া। আল্লাহ আমাদের দুআর বরকতে ক্ষমা করে দিক।

একবার নাকি রসুল সাঃ শবেক্বদর সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান দিতে চাইলেন ঐ সময় দু ব্যক্তির ঝগড়া হওয়ায় সেটা আর জানানো হয়নি । দুই ব্যক্তির ঝগড়া এতটাই অপছন্দ স্রস্টার কাছে রাসুলের কাছে।

৯| ১৩ ই জুন, ২০১৮ রাত ১:২৮

চাঁদগাজী বলেছেন:


আপনি বলেছেন, "শাহজাহান সিরাজ কি মানুষ ছিলেন না ? বঙবন্ধুর হাতে একদলীয় শাসনব্যবস্থার সূত্রপাত। এর চেয়ে লজ্জার আর কি হতে পারে??? "

-উহা শাহজাহান সিরাজ নয়, "সিরাজ শিকদার"; সিরাজকে যেভাবে মেরেছে সেটা অন্যায় হয়েছে, ওর বিচারের দরকার ছিলো; সিরাজ শিকদার ও তার লোকেরা কমপক্ষ ২০০ কৃষককে মেরে ফেলেছিল, যাদের স্ত্রীরা ছেলেমেয়ে নিয়ে ভিক্ষা করেছে সারা জীবন। আপনারা কিছু বুঝেন না, বুঝার কথা ভাবেনও না।

যুদ্ধের সময়, ডা: বদরুদ্দোজার লোকেরা মেজর জিয়াকে পেলে পাকিদের হাতে তুলে দিতো; আপনারা ১ পরিবার ভালো থাকেন আর ৪০০ কোটী পরিবারের কথা ভাবেন না।

১৩ ই জুন, ২০১৮ রাত ১:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: সিরাজ শিকদার মানুষ মেরেছে রক্ষী বাহিনী মানুষ মারে নি? বাকশাল গঠন করে বঙ্গবণ্ধু একনায়ক হয়েছিলেন ।গণতন্ত্র হত্যা করেছিলেন। এখন দেশে নির্বাচন হয়না । জোর করে ভোট কেন্দ্র দখল করে । নির্বাচন । কোর্টতো শস্তা হাছিনার কথায় উঠবস করে। তারা শুধু নারী কে পুরুষ করা বাকী রেখেছে। রেকর্ড পরিমান মানি লন্ডারিং এই সরকারে সময় হয়েছে । এগুলো পাপ নয়।মাদকের বিস্তারেও তারা দোষী ক্রসফায়ারেও তারা দোষী। আপনার দোষী আপনারা কালেমা না পড়ে জয় বাংলা বলে মরতে চান । ৭১ থেকে বের হতে পারেনা । ড: বদরুজ্জা কেন ডঃ কামালের কথা বলে কাদের সিদ্দীকির কথা বলেন তারা কোন পথে আছেন? রক্ষিবাহিনী প্রধান তোফায়েল তার কথা বলুন ।যিনি হাছিনার পুতুলের মতো হঠাৎ হঠাৎ আভির্ভাব হোন আর রবোর্টের মতো কথা বলে আবার চুপ। যে দেশে গণতন্ত্র নেই সে দেশের নাগরিকের দাম কত? তারা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন দিতে পারে না চায় না জোর করে ক্ষমতার গদি দখলে রাখতে চায় তাদের পক্ষে ওকালতি করে খুব মজা পান ।

১০| ১৩ ই জুন, ২০১৮ রাত ২:১৭

অর্থনীতিবিদ বলেছেন: চাঁদগাজী মুখের উপর বলে দেয়, আপনি কিছু বুঝেন না। এরকম কথা বলা ঠিক নয় বলে মনে করি। ভিন্ন মত থাকতেই পারে। যাই হোক কবিতাগুলো ভালো হয়েছে। অনুবাদ কবিতাটা বেশি ভালো লেগেছে।

১৩ ই জুন, ২০১৮ রাত ২:২৮

সেলিম আনোয়ার বলেছেন: অনুবাদ আর ইংরেজী কবিতা দুটোই আমার লেখা। ইংরেজীতে লেখার পর অনুবাদ করেছি আরকি। চাঁদগাজী দলকানা হলেও তার কথায় যুক্তি থাকে। খালেদা জিয়ার স্তুতি তিনি পছন্দ করেন না ।প্রয়োজনে স্বৈরাচারে পক্ষ নিয়ে থাকেন । দেশের শত্রুদের পক্ষ নিয়ে থাকেন । এই আর কি ।

১১| ১৩ ই জুন, ২০১৮ সকাল ৯:২৯

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। প্রত্যেকটা কবিতাই ভালো লাগল। ধন্যবাদ আপনাকে।

১৩ ই জুন, ২০১৮ সকাল ১০:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা থাকলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.