নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

facebook, অন্ধবিচার ও বেদনা থাকি ভুলে

১৩ ই জুন, ২০১৮ সকাল ১০:২৫


facebook
ফেসবুকে সব আছে
শত্রু মিত্র …আত্নার আত্নীয় সব
কেবল একটা একাউন্ট থাকলেই হবে।
গান -সিনেমা –গল্প-কবিতা
দেশ-বিদেশের সব বার্তা
ঘরে বসে পাওয়া যাবে।

করতে হবে না আর পাঠ
ক্ষমতার কাছে বিক্রি হয়ে যাওয়া দৈনিক পত্রিকা-
অথবা সাহেব-বিবির বিটিভির বাকশো,
স্বৈরাচারের ভূয়া খবর প্রচারে
আরো আছে স্যাটেলাইট চ্যানেল একশো।

সেগুলোর খবর দেখে হতে হবে বিভ্রান্ত
তার চেয়ে জনসাধারণের মনের কথায়
জাতীয় ইস্যুতে তাদের কথোপকথনে
ফেসবুকই সক্ষম সঠিক নির্দেশনা দানে ।

তবে সেইখানেও খাদ আছে
স্বৈরাচারের তোষামদে ব্যস্ত চামচিকা
সবখানে আছে- শুধু তাদের চিনে নিতে হবে।

তাদের এড়িয়ে গেলে বিভ্রান্তি থাকবেনা আর
ফেসবুকই বলে দেবে দেশটা চলছে কোন পথে
আর চলতে হবে কোন পথে
তবে একটা কথা মানতে হবে –
ফেসবুকে কেবল সত্য চর্চার মানসিকতা থাকতে হবে।


অন্ধবিচার

বিচারপতি নিজের গলে নিজেই তুলে পুরস্কারের মালা-
বাকী সবে শূণ্যহাতে তাদের মনে ভীষণ জ্বালা।
বিচারের নামে এ যে প্রহসন এমনি করে দিয়েছে মনোনয়ন,
স্বজনপ্রীতি আর অসততায় ভরা স্বার্থপর পৃথিবীটা এখন এমন।
লোভে পাপ আর পাপে মরন এই কথা কি আর হয়রে স্মরণ?
পাপের কারণে মরণ হলে রুখবে তারে কে?
আমি না হয় লিখবো কবিতা দূরে কোথাও গিয়ে?


বেদনা থাকি ভুলে

শবে ক্বদরের রাতে আমল কি আর হয়?
রান্নাবাড়া করে খেয়ে গেলো কেটে সময়।
বউ গেছে বাবার বাড়ি, আসবে না আর বলে
রক্তে আমার বাস কবিতার
আমার সাথে তার সংসার করা না চলে।
আমি যেন কবিতা নিয়েই থাকি দিব্যি দিয়ে বললো সে
সেই নাকি মোর আসল প্র্রেম - বাকী সব ফাঁকি।
এমন কথা বলে বউ গেছে চলে তার বাবার বাড়ি
আমার লগে করবে না ঘর দিয়েছে সে আড়ি।
সাহরী রান্না করিতে করিতে সাহরীর সময় হলো প্রায় শেষ
কোনমতে মুখে দিলাম এক মুঠো ভাত -লাগিতেছিলো বেশ।
না করিলাম আমল আমি না পারিলাম করিতে প্রার্থনা
অন্নের আয়োজনে ব্যস্ত থেকে শবে ক্বদর ব্যর্থ ষোলআনা ।
শত ব্যস্ততার মাঝে কলম হাতে নিই তুলে
দু'চাই খান পদ্য লিখে বেদনাটা থাকি ভুলে।





মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৮ সকাল ১০:৩৪

সিগন্যাস বলেছেন: আহা।অসাধারণ কবিতা।প্লাস দিলাম।অতিপ্রাকৃত গল্প লিখুন।

১৩ ই জুন, ২০১৮ সকাল ১০:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২| ১৩ ই জুন, ২০১৮ দুপুর ১২:২০

কথার ফুলঝুরি! বলেছেন: আসলেই ফেসবুক বর্তমান যুগে সবকিছুতে অনেক ভাইটাল ভুমিকা পালন করে এবং আমরা চাইলে এটিকে আরও পজিটিভ ভাবে ব্যবহার করতে পারি।

স্বজনপ্রীতি করতে গিয়ে এবং টাকার লোভে হয় অন্ধবিচার।

শবে কদর নিয়ে একদম বাস্তব কথা কবিতার মাধ্যমে খুব সুন্দরভাবে প্রকাশ করেছেন। এক ই কথা শবে বরাতের ক্ষেত্রে ও প্রযোজ্য।

তিন টি লেখাই চমৎকার।

১৩ ই জুন, ২০১৮ দুপুর ১:০১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৩| ১৩ ই জুন, ২০১৮ দুপুর ১২:২৪

রাজীব নুর বলেছেন: পোষ্টের শেষ লাইনটি আমাকে মুগ্ধ করেছে।

আসলে লিখে লিখে মনের দুঃখ কষ্ট ভুলে থাকতে চাই।

১৩ ই জুন, ২০১৮ দুপুর ২:২৬

সেলিম আনোয়ার বলেছেন: আরেকটি কবিতা পোস্ট করে ফেললাম। কেমন অস্বস্তিতে ছিলাম। কবিতাটি লিখে তৃপ্তি পেয়েছি ।

কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।

৪| ১৩ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩৫

পদাতিক চৌধুরি বলেছেন: তিনটি কবিতাই তিনটি বিশেষ আঙ্গিকে লেখা। ভালো লাগলো ।

শুভেচ্ছা রইল।

১৩ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট ও পাঠে অশেষ কৃতজ্ঞতা ও নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৫| ১৩ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪৫

প্রথমকথা বলেছেন:


তিনটি কবিতা তিন দিকে ইঙ্গিত করে লেখা, ব্যতিক্রম লেখা। ভাল লাগল।

১৪ ই জুন, ২০১৮ সকাল ১০:১৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

৬| ১৩ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪৮

কাইকর বলেছেন: সুন্দর

১৫ ই জুন, ২০১৮ রাত ১:১০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

৭| ১৩ ই জুন, ২০১৮ দুপুর ১:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ফেসবুক নিয়ে সুন্দর কাব্য গড়েছেন কবিবর, ভালো লাগলো।
খারাপ লাগলো নিচের কবিতা পড়ে, ভাবি সবসময় ভুল বোঝে মনে হল কবিতা'র সাথে প্রেমের জন্য।
ভাবি ফিরে আসুক, নয়তো আপনি যান স্বশুর বাড়ি।

শুভকামনা জানবেন,
ঈদ মোবারক

৮| ১৩ ই জুন, ২০১৮ বিকাল ৩:১৩

সনেট কবি বলেছেন: অসাধারণ কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.